| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রসের হাড়ি
মনের বেতার কেন্দ্রে আমি গল্প বলতে ভালোবাসি। সাধারণ মানুষের গল্প....
আমি খুব নিচু চোখে দেখি এদের। কারণ এরা রিক্সাওয়ালা ।
আপনি অথবা তুমি করে না আমি ওদের তুই করেই বলি। আর ভাড়া নিয়ে দুই এক টাকা বেশি চাইলে দিই থাপ্পর। আর না হয় কমপক্ষ্যে বলেই ফেলিঃ ভাড়া বেশি চাস ক্যা রে !! আমার ধুড় ভাবোসস নি ?? থাঁপড়াই তোর ৪৫ টা দাঁত ফালাই দিমু ....জাদা !!
এমনি কাউকে মিষ্টি ভাষায় গালি কিংবা তিরষ্কারের জণ্যও রিক্সাওয়ালা বলে গালি ব্যবহার দিই। আমার কাছে রিক্সাওয়ালা মানেই ছোটলোক।
কিন্তু প্রতিদিন বাইরে বের হয়ে কোথাও গেলেই এই রিক্সাওয়ালাকেই আমার দরকার হয়। আমি আরামে পা এর উপরে পা তুলে বসি, কানে ইয়ারফোনে গান হয়।
যে মানুষটা সৎ পথে রক্ত পানি করা পরিশ্রম করে কিছু টাকা নিয়ে বাসার অভুক্ত মানুষগুলোর খাবার কিনে ঘরে ফেরে, আমি তাকে শ্রদ্ধা করিনা।
আমি পাশের বাসার ঘুষখোর-দূনীতিবাজ আংকেল কে দেখলেই মাথা নিচু করে সালাম দিই। তার দামি কোর্ট এর ঝলকাীতেই শ্রদ্ধায় মাথা নত হয়।
আমি বড়মার্কেট গুলোতে যেয়ে কোন পছণ্দের পোষাক ২০০০ টাকা বেশী দিয়েও কিনি স্ট্যার্ন্ডাড বজায় রাখার জণ্য। কিন্তু কোন গরীবের জণ্য আমি ৫ টাকা দিতেও নারাজ। উহহহু.. প্রশ্নই আসেনা দেয়ার !!
আমি বন্ধুদের সাথে কথায় কথায় বলিঃ মানুষ মানুষের জণ্য। জীবণ জীবণের জণ্য কিন্তু বাস্তব জীবনে নিজের জণ্যই সব কিছু ভাবি এবং করি।
................ আমার কিংবা এই আমাদের মতো মানুষিকতার মানুষদের কি কখণোই পরিবতণ হবে না ???? আসুন না এই খেটে খাওয়া মানুষগুলোকে একটুখানি শ্রদ্ধ্যা করতে শিখি। নিজের দৃষ্টিভঙ্গিটা একটু বদলাই।
২|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
রসের হাড়ি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই @বোকামন
৩|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
এহসান সাবির বলেছেন: সুন্দর কথা ভাই। ধন্যবাদ আপনাকে।
৪|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬
রসের হাড়ি বলেছেন: আপনাকেও ধন্যবাদ। মাঝে মাঝে একটু লেখালেখির চেঘ্টা করি। দো'আ করবেন ভাই @এহসান সাবির
৫|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
মোটামানুষ বলেছেন: একজন বৃদ্ধ রিক্সাচালকের কথা
৬|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
কালা মনের ধলা মানুষ বলেছেন: সুন্দর লিখসেন। কিন্তু উল্টোটাও হয়, ভাল ব্যাবহার করলে অনেক রিকশাওয়ালাই মাথায় চড়ে বসে, খারাপ আচরন করে।
৭|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
রসের হাড়ি বলেছেন: এটাও ঠিক। কিন্তু আগে থেকেই আমাদের উচিত না ওদের সাথে খারাপ ব্যবহার করা। @কালা মনের ধলা মানুষ ভাই
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
বোকামন বলেছেন:
সম্মানিত লেখক,
পোস্টের জন্য ধন্যবাদ জানবেন......