![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু সময়, কিছু অনুভূতিইচ্ছা হলেও স্মৃতির পাতা থেকেমুছে ফেলা যায় না।
জানিনা কোনদিন খুঁজে পাব কিনা,
হারানো ঠিকানা ভুল করে আবার হারিয়েছি,
নিশাচর পাখির মত রাতভর কাটিয়েছি নির্ঘুম।
ক্লান্ত দুচোখে খুঁজে বেড়িয়েছি অভিমানি রাতের মায়াবী আঁচল তলে,
কথা বলেছি...
গান শুনেছি...
দেখতে পায়নি কখনও
জানিনা কখনও পাব কিনা।
ন্ধদয়ের সবটুকু আবেগ, সবটুকু উচ্ছ্বাস, সবটুকু ভালবাসা
উজাড় করে দিয়েছি,
আমার বুকটা চিরে দেখো
ভালবাসার সবকটি হৃৎপিণ্ড উন্মুক্ত রেখেছি তার জন্য...
তোমরা আমাকে ভুল বুঝোনা
আমি মিথ্যা বলিনি।
বিশ্বাস না হলে
রাতের প্রতিটি অন্ধকার কণাকে জিজ্ঞেস করে দেখো
ওরা আমার ভালবাসার পক্ষে নির্বাক সাক্ষী দিবে ।
আমার ভারতীয় বন্ধু দীপিকা সাহাকে
©somewhere in net ltd.