![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু সময়, কিছু অনুভূতিইচ্ছা হলেও স্মৃতির পাতা থেকেমুছে ফেলা যায় না।
সেই রাতের তৃষ্ণা...
অনাহারি বুভুক্ষু আখিপাতে
তার কি নিদারুন ব্যাগ্রতা;
আর জাগ্রত হৃৎপিণ্ডের মধ্যভাগে
এক মরন্মুখি স্পন্দন।
গণ্ড মূর্খের মত
হিংস্র হায়েনার থাবাও যেন
মিষ্টি মনে হল তার।
মন্থনের পূর্বরাগে
বিবশ দেহে হল প্রাণের সঞ্চার।
দেহে অগ্নিস্ফুলিঙ্গ প্রবেশের সাথে সাথেই
হল তৃষ্ণা নিবৃতি।
অতঃপর...
সবকিছু নিস্তব্ধ নিঃসাড়...
শুধু অবশিষ্ট প্রবল শান্তি;
নিঃশ্বাসের প্রতি পরতে পরতে
শুধু অবশিষ্ট প্রবল শান্তি।
২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৬
আসিফ করিম শিমুল বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:৫০
জাফরুল মবীন বলেছেন: ভাললাগা জানিয়ে গেলাম কবি...