![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু সময়, কিছু অনুভূতিইচ্ছা হলেও স্মৃতির পাতা থেকেমুছে ফেলা যায় না।
তুচ্ছতার সুতোয় বোনা দিন পাণ্ডুলিপি
শেষ হয়ে যায় মূর্ছিত স্বপ্নের মত,
অনন্ত আকাশে নক্ষত্রের হিমেল শিহরণ
যেন অধরা আল্পনার মত নিগূড় বিস্তার।
দূঃস্বপ্নেরা ডানা মেলে উড়ে যায়
নিশুতির নিশ্ছিদ্র নগরীতে
ক্লান্ত পথের পাশে পড়ে থাকে
লালসার দীপ্তিহীন শিখা।
সুদূরের তীর্থ যাত্রীরা আর
ফিরে আসেনা।
অচেনা মেঘ মেদুরে
বয়ে চলে যায় কোন সীমানায়,
কোন অন্ধকারে...
©somewhere in net ltd.