নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত আঁধারের অন্তরালে

আসিফ করিম শিমুল

কিছু সময়, কিছু অনুভূতিইচ্ছা হলেও স্মৃতির পাতা থেকেমুছে ফেলা যায় না।

আসিফ করিম শিমুল › বিস্তারিত পোস্টঃ

স্বর্গে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩২

নিঃশব্দ প্রতিবাদ দুটি হাতে

ভাবনাহীন

একটু কি পারনা শীতল হতে?

চোখের কাজলটা মুছে ফেলনা দোহায় লাগে

নিবিড় অবেলায় বিস্মৃত সুখপাখি যেখানে চেয়ে থাকে

সেই বদ্ধ কামরায় অবাধ্য হাহাকার গুঞ্জন করে কিনা জানি না

যদিও অন্তরাতে এক বিক্ষুব্ধ আক্ষেপ

ঝরে পড়ে আগুন দেখা পাগলা পতঙ্গের মত।



সহস্র বিশ্বাস আছে আমার ক্ষুদ্রাতিক্ষুদ্র হৃৎপিণ্ডে

এক আকাশ নীল গায়ে মেখে

অথবা কালকূট বিষপানে নীলকণ্ঠ হব

কিংবা উত্তেজিত হায়েনার থাবা থেকে ছিনিয়ে নিব ধারাল নখ

সেদিন তোমার চোখের কাজল মুছে ফেলো

মুছে ফেলো নাকের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু শিশির কণা



দুটি হাতের নিঃশব্দ প্রতিবাদ অথবা মুখের চুম্বকীয় আশীর্বাদ

যাই বলনা কেন

ভুল করে যদি আবারও অপরাধ করি

সব শাস্তি মাথা পেতে নেব।

ঈশ্বরকে বলব,

যদি কখনও নবম স্বর্গ বানাও,

তার নাম দিও মুনমুন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৯

রিভানুলো বলেছেন: ঈশ্বরকে বলব,
যদি কখনও নবম স্বর্গ বানাও,
তার নাম দিও মুনমুন

+++++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯

আসিফ করিম শিমুল বলেছেন: মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.