নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত আঁধারের অন্তরালে

আসিফ করিম শিমুল

কিছু সময়, কিছু অনুভূতিইচ্ছা হলেও স্মৃতির পাতা থেকেমুছে ফেলা যায় না।

আসিফ করিম শিমুল › বিস্তারিত পোস্টঃ

একটু যদি বুঝতে আমায়...(M)

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৯

সেদিন কেউ আসেনি অন্ধকার কুড়াতে,

সহস্র জীবনের পথ পাড়ি দিয়ে একা এসেছিলাম নিভৃতে

তখন অমাবস্যার ঘুঁটঘুঁটে অন্ধকার আমায় পথ দিয়ে বললে

এসো, আর বিলিন হয়ে যাও না পাওয়ার অন্তরালে।

আমি অন্ধকারের মধ্যে অন্ধকার কুড়াতে লাগলাম

মেঘের আড়াল থেকে কতকগুলো তারা আমায় দেখে কটাক্ষ করে বলল

পাগল একটা! নইলে ...



বাইরে তখন ঝাঁ ঝাঁ অন্ধকার

কেবল থেকে থেকে কোথা হতে একটি গান ভেসে আসছে অন্ধকারের বুক চিরে,

ভালবেসে তোমায় আমি হলাম অপরাধী

নিজেই রচে গেলাম নিজের সমাধি...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ভ্রাতা +

শুভকামনা :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

আসিফ করিম শিমুল বলেছেন: লেখার প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন সব সময়।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছোট এই কবিতা অসংখ ভাল লাগা রেখে গেলাম

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

আসিফ করিম শিমুল বলেছেন: আপনার জন্য রইল অজস্র শুভ কামনা।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৭

বাংলার পাই বলেছেন: সহস্র জীবনের পথ পাড়ি দিয়ে একা এসেছিলাম নিভৃতে
তখন অমাবস্যার ঘুঁটঘুঁটে অন্ধকার আমায় পথ দিয়ে বললে
এসো, আর বিলিন হয়ে যাও না পাওয়ার অন্তরালে----------------------চমৎকার কবিতা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৪

আসিফ করিম শিমুল বলেছেন: ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.