নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত আঁধারের অন্তরালে

আসিফ করিম শিমুল

কিছু সময়, কিছু অনুভূতিইচ্ছা হলেও স্মৃতির পাতা থেকেমুছে ফেলা যায় না।

আসিফ করিম শিমুল › বিস্তারিত পোস্টঃ

অনেক অতীতের পরে

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩

এমন ঘন অন্ধকার রাতে বিভোর হয়ে শুনি

আনমনে কি গান যেন আসিছে ভেসে বাতায়নে

সেই শাপলার জলে একরাশ হংস পতঙ্গের ধ্বনি

চলে যায়-আসে, তোমার পদধ্বনি বাজে কানে।



আমার মাটির ফুল শুকায়ে ঝরিছে সন্ধ্যারাগে

খোলা আকাশের নিচে কালো চুল তোমার

ক্ষণিক বাতাসে ওড়ে কত ভাগে

হৃদয় হরষে মন নাচে আমার।



এই দান শেষ হয়ে যায় কখনও ক্লান্ত পথের পাশে

বনের কুসুম ফুলে সলজ্জ হাসিখানি

দেখে-তোমার আগুনভরা সুন্দরের পরশে

আমি ভালবাসিয়াছি-ভালবেসে যাই-ভালবাসি-জানিনা কতখানি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৬

কালো যাদুকর বলেছেন: বাহূ দারুন রোমান্টিক।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

আসিফ করিম শিমুল বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভাল থাকবেন সবসময়।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা +

শুভকামনা :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

আসিফ করিম শিমুল বলেছেন: আপনার জন্যেও রইল অজস্র শুভকামনা।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩২

দুখাই রাজ বলেছেন: কবিতাটি ভালো লাগলো ভাই +++++++ শুভ সকাল ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৯

আসিফ করিম শিমুল বলেছেন: শুভ সকাল । আপনার জন্যেও রইল অজস্র শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.