![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু সময়, কিছু অনুভূতিইচ্ছা হলেও স্মৃতির পাতা থেকেমুছে ফেলা যায় না।
যখন চোখের আড়ালে রবে
মনের সীমানা ছেড়ে হারাবে দূরে
তখন একপশলা শীতল বাতাস হয়ে
খুঁজে নেব তোমায়|
তোমার চোখের সামনে ঝুলে থাকা চুলে
বাতাসের মৃদু কম্পন এঁকে দেব|
আকাশের গায়ে আটকে থাকা একফালি চাঁদ
তোমায় দেখে ঈর্ষায় জ্বলে মরবে।
কত শত যুগ পার হয়ে যাবে তোমায় দেখতে দেখতে
তখন কালের খেয়ায় পাড়ি দেব মহাকালের তরঙ্গরাশি
মহাকাল যে পাড়ি দিতেই হবে আমাকে ...
দেখো, আজ সন্ধ্যায় কেমন জোনাক জ্বলেছে
সেদিনও এমন জোনাক জ্বলবে,
আমাদের একাত্মতার জ্যোতিটুকু
ওদের ক্ষুদ্র আলোয় বয়ে নিয়ে বেড়াবে অনন্তকাল ধরে।
মিটি মিটি আলোয় ওরা কী যেন বলবে
আমি ব্যাখ্যা করব তোমার কানে কানে,
"ভালবাসার রঙিন আলোয় ওরা ভরিয়ে রাখতে চায় তোমাকে আমাকে|"
আমার সময় ফুরিয়ে এসেছে জানো?
মাঝে মাঝে চোখে ঝাপসা দেখি,
এমন করে আগের মত ভাবতে পারিনা।
তোমার দেয়া সেই ফুলদানি টা আজো আছে,
সবসময় চোখের সামনে রাখি|
কাগজের ফুল রেখেছি তাতে যেন ঝরে না যায়|
উৎসর্গঃ বান্ধবী Tumpa Debnath কে
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬
আসিফ করিম শিমুল বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। শুভ সকাল।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪৩
দুখাই রাজ বলেছেন: ভালো লিখেছেন ভাই । শুভ সকাল ।