![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু সময়, কিছু অনুভূতিইচ্ছা হলেও স্মৃতির পাতা থেকেমুছে ফেলা যায় না।
তোমাকে দেখেছি
রিমঝিম বৃষ্টির ফোঁটায়,
কাক ডাকা দুপুরে,
ধুধু মরুভূমির সোনালী মরিচিকায়|
দেখেছি পানকৌড়ির ডুবন্ত ডানায়,
বাবুই পাখির ঝুলন্ত বাসায়,
আয়নার সামনে নিজের চেহারায়|
দেখেছি পানির পাত্রে,
খাবারের থালায়,
গ্রাম্যবালিকার এলোকেশে,
সবুজের মাঠে,
ধানের শিষে,
রৌদ্রদগ্ধ বালুচরে|
দেখেছি পদ্মানদীর মাঝির ভাঙা ভাঙা কণ্ঠে,
কুবের কপিলার শেষ ঠিকানা
হোসেন মিয়ার ময়নাদ্বীপে|
যেখানেই দুচোখ রেখেছি
সেখানেই দেখেছি তোমাকে।
১৪ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
আসিফ করিম শিমুল বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।
২| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৪
আমিনুর রহমান বলেছেন:
পাঠে মুগ্ধতা।
১৪ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
আসিফ করিম শিমুল বলেছেন: শুভকামনা রইল।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২১
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার । ভাল লাগলো ।
১৪ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
আসিফ করিম শিমুল বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভকামনা।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫২
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর । অনেকদিন পরে দেখলাম ভ্রাতা আপনাকে !!
কেমন আছেন ?
১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭
আসিফ করিম শিমুল বলেছেন: ভাল আছি ভাই। পূজা ও ঈদের ছুটিতে বাড়িতে ছিলাম। বাড়ি ইন্টারনেটের সুবিধা নেই তাই আসা হয়নি। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:১৪
জাফরুল মবীন বলেছেন: কবিতা পাঠে মুদ্ধ হলাম