নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত আঁধারের অন্তরালে

আসিফ করিম শিমুল

কিছু সময়, কিছু অনুভূতিইচ্ছা হলেও স্মৃতির পাতা থেকেমুছে ফেলা যায় না।

আসিফ করিম শিমুল › বিস্তারিত পোস্টঃ

বিজয় দিবস ও এক বিদেশী বন্ধুর বাংলাদেশ সফর।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২২

☼কিছু বুঝলে?

►কই না তো। কি?

☼তুমি দেখনি?

►কি দেখব?

☼দেখনি কত বড় লাইন পড়েছে?

►কিসের লাইন?

☼প্রেমিক পুরুষের লাইন। দেখছ না সবার হাতে রঙবেরঙের ফুল সাজানো?

►পাড়ায় নতুন সুন্দরী এসেছে বুঝি?

☼তুমি তো দেখছি কিচ্ছু খোঁজ রাখো না। তোমাকে বলেই তো এনেছি।

►আহা বলই না একটু বুঝিয়ে

☼এরা কেউ সুন্দরী প্রেমিক না, এরা সব দেশ প্রেমিক।

►ওমা তাই? আজব কথা শোনালে তো? আচ্ছা আজকের আগে এদের দেশ ছিল না? দেশপ্রেম ছিল না?

☼ধুর.. তুমি না সব কিছুতে খালি ফান কর।

►আমি ফান করলাম কোথায়? এখানে তো আগেও দুবার এসেছি। জায়গাটা কি নোংরা হয়ে থাকে। পরিস্কার করারও কেউ নেই। অথচ আজ লক্ষ লক্ষ প্রেমিক জুটেছে ফুল হাতে। অন্যদিন যদি এক জনকেও দেখতাম তাহলে বিশ্বাস করতাম ওরা দেশ প্রেমিক।

☼আজকের দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো যে..

►তাই বুঝি?

☼হ্যাঁ। লাখো শহিদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেইসব শহিদের স্মৃতির উদ্দেশ্যে এই সব লোক র‍্যালি করছে আর ফুল নিয়ে স্মৃতিসৌধে যাচ্ছে।

►তোমার দেশের মানুষের এমন অগাধ দেশপ্রেম দেখে আমার না খুব কৌতূহল হচ্ছে। চলনা একটু এগিয়ে যায় ওদের তামাশা দেখে আসি।

☼চলো

►এই ওখানে গোলাগুলি হচ্ছে কিসের?

☼ও তুমি বুঝবে না। নিজের দলের ভিতর একটু রেষারেষি চলছে। একপক্ষের একটা খুন হলেই সব শান্ত হয়ে যাবে।

►তাই বলে খুন?

☼তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আরে আমাদের দেশে জনসংখ্যার কি অভাব আছে নাকি? যে কেউ ইচ্ছা করলেই কাউকে মারতে পারে, গুম করতে পারে। কোন বিচার হয় না।

►না ভাই আমার প্রানের ভয় আছে, এদিকে আর থাকব না, চলো ওদিকটাতে যায়।

☼চলো

►আচ্ছা তুমি না বললে শহিদের রক্ত?

☼হ্যাঁ বললাম তো?

►শহিদের রক্ত তো অপবিত্র জিনিস তাই না?

☼দেখো ফান কর না। শহিদের রক্ত সবচে পবিত্র জিনিস। তুমি জানো শহিদের রক্ত মাখা পোশাকেই তাকে কবর দেয়া হয়?

►সে মনে হয় নবীর আমলে হত। এখন আর হয় না। এখন মনে হয় বুট জুতোতেই তাদের আসল সম্মান দেখানো হয়।

☼দেখো আমি কিন্তু রেগে যাচ্ছি। তোমাকে আমার দেশের বিজয় উৎসব দেখতে নিমন্ত্রণ জানিয়েছিলাম। কোন বাজে মন্তব্য করার জন্য নয়।

►আচ্ছা আচ্ছা মাথাটা একটু ঠাণ্ডা কর। ঐযে ওদিকে একটু দেখো।

☼কি

►ঐযে বেদিতে কারা ফুল দিচ্ছে একটু ভিন্ন ধরণের পোশাক পরে দেখেছ?

☼হ্যাঁ দেখেছি। তো?

►ওদের কি বলে যেন?

☼পুলিশ।। কেন?

►ওদের সম্মান দেখানোর ভঙ্গিটা একটু অন্যরকম কিনা তাই।

☼কেন কি ভিন্নতা দেখলে?

►তুমিই দেখ। অন্যদের পায়ের দিকে লক্ষ কর আর ওদের পায়ের দিকে লক্ষ কর। ওরা বুট পায়েই কিভাবে শহিদ বেদিতে ফুল হাতে ফটোসেশন করছে।

☼আমাকে আর লজ্জা দিও না, চলো তোমার প্লেনের সময় হয়ে যাচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.