নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন হুদাহুদি মানুষ।

আসলাম মালিক

আমি একজন হুদাহুদি মানুষ।

আসলাম মালিক › বিস্তারিত পোস্টঃ

অতীতমুখী

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

লাগামছাড়া স্বাধীনতার জন্য কলেজ লাইফে অদ্ভূত একটা অসুখ বেঁধেছিল আমার।রাত বিরাতে বাসার কাউকে না জানিয়ে রাস্তায় বেরিয়ে পড়তাম হাঁটার জন্য।এটাকে `জ্যোত্‍স্না স্নান` কিংবা `মুন বাথ` কোনটাই বলা যায় না।জ্যোত্‍স্না স্নান করার জন্য জ্যোত্‍স্না ধোয়া রাত লাগে।আমি অমাবশ্যার ঘোর অন্ধকার রাতেও বের হতাম।

আজ হঠাত্‍ রাতের রাজপথ-ফুটপাতে হাঁটতে ইচ্ছে করলো বলে রাস্তায় বেরিয়ে পড়লাম।আজ আর জুতা জোড়া হাতে নিয়ে খালি পায়ে কাউকে ফাঁকি দিয়ে বাসা থেকে বের হতে হলো না।মেস বাসায় জবাবদিহীতা করার মতো কেউ থাকে না।

`রন্ঞ্জনা আমি আর আসব না`সিনেমার একটা গানের লাইন এরকম-
চারটি দেয়াল মানেই নয়তো ঘর...

সত্যিই মেস বাসাকে ঘর বলা যায়না।ঘর বলতে হয় দেয়ালে আবদ্ধ এমন এক জায়গাকে যে দেয়ালের প্রতিটি ইট-বালুকণায়ও ভালবাসা মেশানো থাকে,অসীম মমতা মাখা থাকে।যে ভালবাসা-মমতা-মায়া'র কাছে ইচ্ছাকৃতভাবেই জবাবদিহীতা করতে ইচ্ছে হয়।

রাত তেমন একটা হয়নি এখনো।ঢাকা শহরের জন্য রাত ১১টা সবেমাত্র সন্ধ্যা।সন্ধ্যা নামার সাথে সাথে ঘরে বাতি জ্বালাতে হয়।রাস্তায় জ্বালাতে হয় সোডিয়াম বাল্ব।রাস্তাগুলোর চেহারা একদম বদলে যায় আলো পেয়ে।অবশ্য রাতের রাস্তাগুলো এমনিতেই দিনের রাস্তা থেকে ভিন্ন।দিনের রাস্তাগুলো ভয়ানক হিংস্র আর রাতের রাস্তা গাজর খেকো নিরীহ প্রজাতির।

রাতের রাস্তায় অবাধে চলাফেরার মধ্যে আরেকটা মজা আছে।হুট করে পরিচিত কারও সাথে দেখা হওয়ার কোন সম্ভাবনা থাকে না।হঠাত্‍ পিছন থেকে কেউ নাম ধরে ডাক দেয় না।নিজের নাম ব্যাপারটা খুব সেনসেটিভ একটা বিষয়।যদি কেউ নাম ধরে পিছু ডাকে তবে ফিরে তাকাতে বাধ্য মানুষ।মানুষ একজীবনে যে শব্দটা সবচেয়ে বেশি বার শোনে তা হলো নিজের নাম।যতবার শোনে ততোবারই সে ভালো লাগায় অভিভূত হয় চেতনে কিংবা অবচেতনে।পৃথিবীর সবচেয়ে শ্রুতিমধুর শব্দ নিজের নাম।দ্বিতীয় শ্রুতিমধুর শব্দ খুব সম্ভবত-ভালবাসি।

খিলক্ষেত থেকে হেঁটে হেঁটে উত্তরা গেলে মন্দ হয়না।নর্থ টাওয়ার ফ্লাইওভারের নিচে একটা চায়ের দোকানদারের সাথে আমার খুব খাতির।লোকটা কোন কারণ ছাড়াই আমাকে পছন্দ করে।এই পছন্দ করার সুবাদে আমার চা খরচ কিছুটা বেঁচে গেছে।উনি চা খুব ভালো বানায়।আমাদের এয়ারপোর্টে স্বর্ণের অভাব নেই।ওখান থেকে কিছুটা পেলে উনার হাত বাঁধিয়ে দিতাম স্বর্ণে।

আজমপুর আসার পর পা থেমে গেল।রাস্তার ওপাশে একুশে রেস্তোরার সামনে আলো জ্বলছে।এক সময় হেমলি-কে নিয়ে এখানে ভর্তাভাত খেতে আসতাম।ওরা অনেক পদের ভর্তার আয়োজন করে।

-কাউকে খুঁজছেন?

ভাবলেশহীনভাবে মেয়েটার দিকে তাকিয়ে বললাম-হুম খুঁজছি তো।

-কাকে?

:বললে আপনি চিনবেন তাকে?

-তা অবশ্য না।আপনাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে কৌতুহল জাগলো তাই...

:এখানে ঐ রেস্তোরার সামনে একটা ছেলে প্রায়ই একটা কলেজপড়ুয়া মেয়ের জন্য অপেক্ষা করতো কয়েক বছর আগে।আপনি কখনো দেখেছেন তাকে?

-আমি তো দিনের আলোতে কাউকে চিনতে পারি না।চেনার চেষ্টাও করিনা।

:কেন?

-দিনের আলোয় মানুষ চেনা যায় না।সবাই একটা ভদ্রমতো খোলস পরে থাকে।রাতে সে খোলস খুলে যায়।তখন চিনে নেই।

:ও আচ্ছা।

-আপনি কোথায় যাচ্ছেন?

:জানিনা।যেতে যেতে পথ খুঁজে নেব।

-আমি কি আপনার সাথে কিছুক্ষণ হাঁটতে পারি?

:তাতে আপনার লস হয়ে যাবে না আবার?

মেয়েটি আমার চোখের দিকে তাকিয়ে কি মনে করে যেন মুচকি একটা হাসি দিল।এ হাসিতে সুখ নেই।গভীর একটা দীর্ঘশ্বাস লুকানোর হাসি।

-আপনি কি প্রতিরাতেই হাঁটতে বের হন?

:না।যে রাতে রেষ্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার কথা মনে পড়ে ঐসব রাতে বের হই।

-মেয়েটা এখন কোথায়?

:আছে,আশে পাশেই আছে।তবে সাথে নেই।

-সেটা বুঝতে পারছি।

:কিভাবে?

-সাথে থাকলে অবশ্যই এতরাতে আপনাকে একা একা রাস্তায় ঘুরে বেড়াতে হতো না।

:ওওও...আচ্ছা!ঘুরে বেড়ানো আর হেঁটে বেড়ানো কি এক কথা?

-না বোধহয়।সুখ দুঃখের একটা ভাগাভাগি আছে হয়তো।

:আপনি কি সব ব্যাপারেই এমন কনফিউজড?

-জীবন সম্পর্কে কনফিউজড বলেইতো রাতে রাস্তায় নামি।

আমি কি বলবো ভেবে পেলাম না।তারপর থেকে মেয়েটার সাথে কোন কথা হয়নি আর।হয়তো কি বলবে সে ও ভেবে পায়নি।কথাহীন অনেকটা পথ সামনে এগিয়ে আবার পিছু হাঁটতে হলো।যে জায়গা থেকে মেয়েটা আমার সাথে পথচলা শুরু করেছিল ঠিক সে জায়গা থেকেই বিদায় নিলো।বিদায়ের আগে বলে গেল-``আবার ফিরে পাবার মতো ভালবাসা এ জগতে নেই।বাসায় ফিরে যান।``

আমি নির্লিপ্ত চোখে মেয়েটার দিকে তাকালাম।যে দৃষ্টি বলে দেয়-``যার ঘরে ফেরা পথ চেয়ে কেউ অপেক্ষা করে না,তার ঘরে ফেরার এতো তাগাদা নেই।``

মেয়েটা চলে যাচ্ছে।ধীরে ধীরে পথে মিলিয়ে পথ হয়ে যাচ্ছে পথিক বেশে।হয়তো সামনে থেকে কাউকে খুঁজে নেবে আজ রাতের সঙ্গী হিসেবে।রাতভর চলবে ভালবাসার বিকিকিনি।

দাঁড়িয়ে থাকা ঐ ছেলেটার মতো অপেক্ষায় না থাকলে এখন নিশিকন্যার পথরোধ করে বলতাম-``আজ এই রাতে কিছু ভালবাসা কিনবো অল্প দামে।তোমার লস হবে না তো?``

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫২

হাসান মাহবুব বলেছেন: হিমু হওয়ার শখ?

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৮

আসলাম মালিক বলেছেন: দুবছর আগের লেখা দাদা।প্রতিটি বেকার যুবকই এক একজন হিমু।তাদের সাধনা করে হিমু হতে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.