![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইট বিছানো রাস্তার উপর কালো পিচ শু'লো,দোচালা ঘরগুলো ভেঙে বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতা শুরু হলো,সবুজ কেটে কংক্রিটের বনায়ন করলো নগরখেকোরা,গভীর নলকূপের পাইপ দখল করে নিলো মোটরপাম্প...আমি চেয়ে চেয়ে দেখলাম।
বাল্যবিবাহ পুনরায় আসকারা পেল,নাগরিক দাম্পত্য কলহ বেড়ে গেল,পার্ক হলো অলিতে গলিতে,প্রেমিক প্রেমিকারা প্রেমকে রাস্তায় নামিয়ে আনলো,পরকীয়ার শাড়িতে ঝুললো ইয়াসমিনের দীর্ঘ শরীর,তুচ্ছ কলহকে কেন্দ্র করে ছোট ছেলেকে কুপিয়ে মারলো পিতা,মফস্বলের স্কুল ফেরত বালিকাকে গণ লালসার শিকার হতে হলো...আমি চেয়ে চেয়ে দেখলাম।
আঠারোদের হাতে উঠে এলো মোটরসাইকেলের চাবি-গাঁজার পুটলি-ফেনসিডিলের বোতল-ইয়াবা,দশতলার মোড়ে ইভটিজিংয়ের কবলে পড়লো যত কিশোরী-যুবতী-বিবাহিতা,পরিবারের বড়দের অযত্নে-বেখেয়ালে ছেলেগুলো নষ্ট হয়ে গেল ধীরে ধীরে...আমি চেয়ে চেয়ে দেখলাম।
তেলাপিয়া-আম-করল্লায় ফরমালিন ঢুকে পড়লো,তেলের দাম বাড়লো,পেঁয়াজের গায়ে আগুন লাগলো,শেয়ার বাজারে ধ্বস নামলো,ক্ষুদ্র ব্যবসা মার খেলো,শিক্ষাক্ষেত্রে ভ্যাট বসালো মাল...আমি চেয়ে চেয়ে দেখলাম।
সংসারে অভাব দেখা দিল,বড় ছেলের কাছে বাবা মায়ের প্রত্যাশা বেড়ে গেল,বাবার বয়স বাড়লো-মায়ের কালো চুলে পাক ধরলো,মানবতা-নৈতিকতার চেয়ে অর্থের প্রাধান্যতা বেড়ে গেল...আমি চেয়ে চেয়ে দেখলাম।
গত শতকে কত কিছুই না দেখলাম,শুধু বাবু নামের এলাকার বড় ভাইকে আজও বড় হতে দেখলাম না!
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৯
আসলাম মালিক বলেছেন: নামধারী বাবুরা কখনো বড় হয়না দাদা।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৮
হাসান মাহবুব বলেছেন: হাহা! শেষ অংশে টুইস্টটা ভালো লাগলো।