![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লন্ডনে অবস্থানকালে বঙ্গবন্ধু ৮ তারিখেই ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসভবনে দেখা করতে গেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে বাইরে এসে গাড়ির দরজা খুলে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানান। এই নিয়ে ব্রিটেনে খুব সমালোচনা হয়েছিল। কারণ বঙ্গবন্ধু তখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কোন পদে অধিষ্ঠিত হননি। ঐ সময় তিনি ছিলেন শুধু রাজনৈতিক দলের প্রধান।
তাই ছবি বসে তুলছেন না দাঁড়িয়ে ছবি তুলছেন সেটার চেয়ে জরুরী হলো আপনি মেহমানকে সম্মান করছেন কিনা।
বসার এ্যারেঞ্জমেন্ট ছিলো? না ছিলো না ?সেটারও ব্যাপারটাও জড়িত। হোস্ট কেন বসবে? যদি বসতে পারার সীমাবদ্ধতা থাকে
ধরেন অনেক চেয়ার আছে কিন্তু তারা সম্মানে লীন হয়ে দাঁড়িয়ে ছবি তুলেছে; তখন ব্যাপারটা অন্যরকম ভাবে নেয়া যেত।
যেহেতু মেহমান তাই সেটাও নেয়া সমুচিন হতো না।
খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী হয়েও সোনারগাঁ হোটেলে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে দেখে করতে গিয়েছিলেন নিতান্তই নিজের প্রয়োজনকে সামনে রেখে। এমনকি লন্ডন থেকে তাড়াতাড়ি ফিরছিলেন সুষমার সফরকে মাথায় রেখে। আমি এখানেও হীনমন্যতা দেখি না।
একলোক সব সময় বলতো আমার সেক্রেটারীও এম.এ পাশ। যে কোন সময় তিনি সেটা প্রকাশ করতেন । পরে ইতিহাস ঘেঁটে দেখা গেলো ঐ লোকের পড়ালেখা খুবই কম কিন্তু ব্যবসা করে টাকা হয়েছে। তাই তার মধ্য এটা নিয়ে এক ধরণের হীনমন্যতা ছিলো। সেটা কাটাতেই সে তার সেক্রেটারীর এম.এ পাশের কথা বলতো।
ধরেন যে ছবিটার কথা বলছি সেখানে ধরে নিলাম - আবুল মাল মুহিত চেয়ারটিতে বসে আছেন এবং অন্যদের সাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন প্রণব মুখার্জি/ আপনারা কি খুশি হতেন? খুশি যদি হোন তাহলে এখানেও ইনফিউরিটি কম্প্লেক্সে ভোগেই আপনি খুশি হতেন। এই ভেবে যে দেখো ইন্ডিয়ার প্রেসিডেন্ট যেখানে দাঁড়িয়ে সেখানে আমাদের মুহিত সাহেব বসে আছেন। সমালোচনাকারীরা হয়তো ধরেই নিয়েছেন ইন্ডিয়া আমাদের বড়ো কিন্তু মানতে নারাজ; দেখাতে নারাজ। তাই ফেসবুকবাসীও ব্যাপক নারাজ
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৫
আশমএরশাদ বলেছেন: দিয়েছিতো এখন
২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩
তারেক_মাহমুদ বলেছেন: আমার মনের কথাটি বলেছেন, কিছুদিন আগে সামুতে এক ভাই চুলকানি একটা গল্প লিখেছিলেন নামটা মনে নেই, ওনার ওই চুলকানি গল্পের মতই অনেকেই একটা স্বাভাবিক বিষয়কে অনেক বড় করে দেখাতে চায়। হাইরে ফেসবুক জেনারেশন।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধন্যবাদ। ছবিটা দেখা ছিল না। তবে আপনি ছবি দিতে গিয়ে একই লেখা দুইবার দিয়েছেন পোস্টে।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫
পদ্মপুকুর বলেছেন: আমার অফিসে সকালে একজন ফেসবুক সেলিব্রেটি এই ছবিটি দেখিয়েছে, খুব নাকি আলোচনা-সমালোচনা হচ্ছে এই নিয়ে। তখনই আমি বলেছি, এই ছবিতে আমি খারাপ কিছু দেখি না। প্রণব মুখার্জী একজন প্রবীণ রাজনীতিবিদ, বয়সেও প্রবীণ। ভারতের একজন সর্বজনশ্রদ্ধেয় রাষ্ট্রপতি। এমনও হতে পারে, তাঁর পায়ে ব্যথা।
তাঁকে শ্রদ্ধা দেখানোতে খারাপ কিছু তো দেখি না।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
আপনার ধারণা, আপনি ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভুগছেন ? হতে পারে!
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: তুচ্ছ বিষয় নিয়ে পেচাচ্ছেন কেন?
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৩
মলাসইলমুইনা বলেছেন: এটা একটা ডিসেন্সির প্রশ্ন |যেখানে সবাই দাঁড়িয়ে এমন কি একজন মহিলাও দাঁড়িয়ে সেখানে একজন সুস্থ্য মানুষ চেয়ারে বসে ! খুবই ইন্ডিসেন্ট ফটোটা | যদি প্রণবমুখার্জির পার্কিনসন রোগ বা গ্যাটের ব্যাথা না থাকে তাহলে এই ফটো অবশ্যই অপমানজনক |
৮| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫১
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার লেখা, এরশাদ ভাই। আমার মনের কথাগুলো লেখেছেন। আমরা পরশ্রীকাতর বলে হীনমন্যতায় ভূগী। আর এমন কিছু বিষয় নিয়ে, এমন কিছু মানুষ নিয়ে সমালোচনা করি যাদের নখেরও যোগ্য আমরা নই। মূলত নিজেদের অপারগতা ঢাকতেই আমরা এমনটা করি।
এ ছবিতে আমি আপত্তি করার মতো বিন্ধু পরিমাণ কিছু পাইনি। আমরা মানুষকে মূল্যায়ন করি বিভিন্ন ক্যাটাগরিতে। এর মধ্যে অন্যতম হল ধর্ম। প্রণব মূখার্জি হিন্দু না হলে এতো সমালোচনা নিশ্চয় হতো না! ভুলে গেলে চলবে না, প্রণব বাবু হলেন ভারতের প্রথম বাঙালি রাষ্টপতি। এটা কী আমাদের গর্বের নয়। অহ! আমাদের তো অনেকের বাঙালি জাতীয়তাবোধ শুনলে চুলকানি উঠে।
আরেককটি কথা। এখানে উনার পেছনে যারা দাঁড়িয়ে আছেন তাদের চেয়ে প্রণব বাবু যোগ্যতায়, প্রজ্ঞায় আর সততায় যোজন যোজন এগিয়ে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ছবিটা দেন।