![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। কোটার সংস্কারর জরুরী। যৌক্তিক দাবী। সরকার মেনে নিলে মহাকাশ অশুদ্ধ হয়ে যাবে না।
২। প্রথম শ্রেণীর সরকারী নিয়োগের ক্ষেত্রে ৫ ধরণের কোটা আছে । আমার মত হলো সবগুলাই থাকুক; তবে রেশিও নেমে আসুক। মুক্তিযোদ্ধার সন্তান কোটা ৫% এবং নাতি কোটা ৫% থাকুক। মোট এই খাতে ১০% কোটা থাকুক। জেলা কোটা ৫% - নারী কোটা ৮% প্রতিবন্ধি কোটা ২% এবং ক্ষুদ্র নৃগোষ্টি ৫% সহ মোট = ৩০ % কোটা থাকুক।
৩। প্রথম শ্রেণীর নিয়োগে ৫% ছাড়া সরকারী চাকুরীতে মোটা ২৫৮ ধরণের কোটা আছে । রিভিও হোক এসব কোটা । এত কোটা দেখলেইতো আকাশে উড়াল দিতে মন চাইবে।
৪। গত তিন বছর ধরে ৭৭ থেকে ৭৮ ভাগ মেধা কোটায় নিয়োগ হয়েছে - কোটায় লোক না পাওয়ায়। সেটা আইনে পরিণত হোক।**
৫। বিএনপির কালকের প্রতিক্রিয়া হতাশা জনক। কালকে মীর্জা ফকরুল ইসলাম ভিশন২০৩০ কোড করে যে বক্তব্য দিয়েছে তার সারমর্ম হলো তারা শুধু প্রতিবন্ধি ১% কোটাই বাদ দেয়ার পক্ষে। একটা দলের আরো সচেতন থাকা দরকার ছিলো।
৬। পৃথিবীর নানা দেশে নানা রকম কোটা আছে। কোটা মুলত ন্যায্যতা সমতা আনায়নের জন্য।
১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৪
আশমএরশাদ বলেছেন: পরিসংখ্যান নির্ভর হলেই ভালো হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মনে হয় সরকার একটি কুটচাল চেলেছেন। এই আন্দলন হয়তো আর এগুতে পারবেনা।
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: বৃহত্তর জনগোষ্ঠির স্বার্থে প্রচলিত কোটা পদ্ধতি খুব-ই অযুক্তিক। এখন-ই সময় কোটা পদ্ধতি সংস্কার করার। তাছাড়া মেধাবিদের ছাপিয়ে অপেক্ষাকৃত কম মেধাবিরা দেশ চালাবে। সেটা দেশে উন্নতি এবং অগ্রগতি পথে প্রধান বাঁধা।
১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০
আশমএরশাদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
৪| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোটা নিয়ে কিছু বললেই তো রাজাকার ট্যাগ দিচ্ছে!
১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১
আশমএরশাদ বলেছেন: যেমন জামাতের বিরুদ্ধে বললে নাস্তিক ট্যাগ। ট্যাগ একটা লাগবেই
৫| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার কলম বিরতি পালন করবেন। আমার অবশ্য গত দিনদুই তাদের বক্তব্য শুনে মনে হয়েছে, এটা বাক-বিরতি হলে অধিকতর মানানসই হতো।
১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০
আশমএরশাদ বলেছেন: হয়তো
৬| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪
কাওসার চৌধুরী বলেছেন: রাজনীতিতেও কোটা ব্যবস্থা চালু করা হোক। শতকরা ৩০% মন্ত্রী/এমপি মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে, নাতিপুতি দিয়ে পূরণ করা হোক। এভাবে ৩০% সচিব, ৩০% বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/ভিসি আর ৩০% রাষ্ট্রদূত করা হোক। এটা এখন সময়ের দাবী। আর আগামী ৩০ বছরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বাধ্যতামূলক ভাবে মুক্তিযোদ্ধা কোটা থেকে বানানো হোক। প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে।
.....................................আপনারা কী একমত?
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫
মোস্তফা সোহেল বলেছেন: যুক্তি যুক্ত কোটা হলে সবাই মেনে নিবে।