নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

দেবীর দশ দশা

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১


বিনোদন উপভোগ করার সময় জ্ঞানটাকে পপ কর্নের বাক্সে রেখে দিলেই রস আস্বাদনে সুবিধা হয়। জ্ঞানীদের এই মর্ম বাণীকে সাথী করে দেখতে গেছিলাম দেবী। এতে নাকি ছোটখাট ত্রুটি বিচ্যুতি গুলা ইলিশের কাঁটার মতো গলায় বিঁধে না।
১। দেবীতো আসলে দৈবশক্তি যেটাকে অলৌকিক শক্তি বলতে পারেন। অলৌকিক বা অপার্থিব শক্তির কথা সব ধর্মেই কম বেশি আছে। বলা হচ্ছে কিছু ঘটনা ব্যাখ্যাতীত ! এই বাক্যের শেষে আশ্চর্য বোধক লাগাবে? না প্রশ্নবোধক লাগাবে? সে প্রশ্ন রেখেই শেষ হয়েছে দেবী সিনেমা।
২। দেবী হরর মুভি বলা যাবে না। মনোবৈজ্ঞানিক তা হালকা করে বলা যাবে । "রোমান্টিক প্রেমের মুভি" কোনভাবেই বলা যাবে না । অনুপমের গানটির সময় আপনার মধ্য হালকা রোমাঞ্চ আসলেও আসতে পারে।
৩। হাল আমলের সিনেমায় ছোট গল্পের বিশেষত্ব থাকে। এই যেমন শেষ হয়েও হইলো না টাইপের। অথবা দর্শককে কিছু বাড়ির কাজ/পাজেল মিলাতে দেয়। কিছু ভাবনা মাথায় নিয়ে দর্শক একটা কাহিনী দাঁড় করাবে, কাহিনী আপনা মনে জোড়া দিবে এবং পরিচালকের প্রতি উস্মা প্রকাশ করে বলবে সে এমন করে করলো না কেন?
৪। কোন পরিচিত কাহিনী বা বইয়ের কাহিনী থেকে সিনেমা করার একটা ঝুঁকি থাকে। সে ঝুঁকি নিয়ে অন্তত দর্শক টানার দিক দিয়ে তারা সফল। পড়া বইয়ের সিনেমা কখনো ভালো লাগে না। কারণ পড়ার সময় মানুষ যে আবেগে বা একটা গ্রুমিং প্রসেসের মধ্য দিয়ে যায় সেটা চলমান চিত্রের গতির কারণে পাওয়া যায় না।
৫। দেবীর প্রধান দুর্বলতা পরিপাটি ইন্ডোর গেটআপ। অন্য চরিত্র গুলার বিকশিত হবার সুযোগ না দেয়া। জয়াকে সুপ্রীম চরিত্রে চিত্রায়ন। (গেট আপ নিয়ে সব সময় সচেতন থাকতে দেখি মোশারফ করিম এবং ফজলুর রহমান বাবুকে। )
৬। দেবীর প্রধান শক্তি এর মেকিং লাইটিং ভিউ সেটিং, সাউন্ড।
৭। চঞ্চল চৌধুরীর চিবিয়ে কথা বলার কারণে সাবলীলতা কম ছিলো। আলী জাকেরকে এই টাইপ দেখতে দেখতে কম বয়সী চঞ্চল চৌধুরীকে একটু বেখাপ্পা বলে মনে হলো।
৮। লাবণ্য চৌধুরী মানে জয়া আহসানের ছোট বেলার রানুর চরিত্রে কিশোরী রানুর অভিনয়টা চ্যালেঞ্জের ছিলো। সংলাপ ছাড়া এবং শক্তিমান অভিনেত্রী জয়ার সাথে মার্চ করার ব্যাপারটা শুধু মাত্র মুখের এক্সপ্রেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা সহজ ব্যাপার নয়। মুল কাহিনীটাই কিন্তু ছোট বেলায় ঘটা ঐ এভিউসের কাহিনীকে কেন্দ্র করে । তাই তার জন্য ব্যাপারটি বয়সের তুলনায় বেশ চ্যালেঞ্জিং ছিলো এবং সে সেখানে বেশ উৎরে গেছে। আমার পাশের একজন দর্শক অন্যজনকে বলতে শুনেছি -জয়ার সাথে লবাণ্যের চেহারায় মিলেছে বেশ।
৯। ইরেশ যাকের খুবই হতাশ করেছে। চরিত্রটার মধ্যে সাইকো ভাব তুলে আনতে পারেননি তিনি।
১০। শবনম ফারিয়া নীলা চরিত্রে ভালো করেছে, এক্সপ্রেশন গুলা ভালো দিয়েছে। অনিমেশ আইচ মধ্যবিত্ত বর হিসাবে ভালো করেছে। মানিয়েছে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

নজসু বলেছেন:


প্রত্যেক জিনিসের ভালো মন্দ দুটো দিকই থাকে।
হালে হুমায়ুন আহমেদ স্যারের দেবী নিয়ে মিডিয়া মোটামুটি সরব।
আপনি ভালো মন্দ দুই দিকই তুলে ধরেছেন দশকাহনে।
আমার ক্ষুদ্র জ্ঞানে যে বিষয়টি বুঝি সেটিই লিখছি।

হুমায়ুন আহমেদ এমন একটি নক্ষত্র যার তুলনা তিনি নিজেই।
উনার সৃষ্টি পর্দায় উপস্থাপন করার ক্ষমতা শুধু তারই আছে বলে আমি মনে করি।
হুমায়ুন আহমেদের রচনা এবং নির্দেশনায় যে ছবি বা নাটকগুলো দেখি তা অন্যরকম মসল্লায় ভরপুর থাকে।
খাঁটি বিনোদন বলতে যা বোঝায় তার সবই পাওয়া যায়।

অপরদিকে খেয়াল করবেন কোন কোন নির্মাতা হুমায়ুন আহমেদের কাহিনি নিয়ে নাটক বা মুভি তৈরি করলে তা স্যারের মতো জমজমাট হয়না।
অন্ততঃ আমি পাইনি।

এর অন্যতম কারণ হতে পারে হুমায়ুন আহমেদ স্যার যখন কোন গল্প রচনা করেন তখন তিনি তার সেই গল্পের চরিত্রের সাথে একাত্মা হয়ে যান।
তিনিই জানেন তিনি কি সৃষ্টি করছেন। তাই যখন নিজে তার কাহিনির ছায়ারূপ দেন তখন একমাত্র তিনিই সেই চরিত্রটিকে পরিপূর্ণভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন।

অনম বিশ্বাস বা অন্য কেউ যখন তার চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেন তখন তারা স্যারের মতো ততোটা পারেন না। কারণ তারা ঐ চরিত্রের অতো গভীরে প্রবেশ করতে পারেন না।



তাই হুমায়ুন স্যারের রচনা অন্য কেউ পরিপূর্ণতা দিতে চাইলে তার কাছে বেশি কিছু আশা করা আমাদের উচিত হবেনা। (পরিচালকদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি) যদিও অন্য পরিচালক বা নির্মাতারা তাদের যথাসাধ্য চেষ্টা করে থাকেন।

দেবীর নির্মাতা স্বয়ং হুমায়ুন স্যার হলে ইরেশ যাকের কিংবা অন্য কাউকে নিয়ে হতাশ হতে হতো না। তিনি ঠিকই তার ভিতর সাইকো ভাব তুলে আনতেন।

প্রত্যাশা আর প্রাপ্তি এক না হবার কারণ এটাই মনে করি আমি।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

আশমএরশাদ বলেছেন: চমৎকার বলেছেন। ভালো লাগলো মন্তব্য। এফবি asm.arshad

২| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: যে মুভি নিয়ে মানুষ হইচই করে সে মুভি দেখতে ইচ্ছা করেনি।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

শাহারিয়ার ইমন বলেছেন: দেবী মুভ হতাশ করেছে

৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

বলেছেন: রাজীব নুরের বক্তব্যে সহমত। যে মুভি নিয়ে বেশি হৈচৈ হয়, সে মুভি দেখলে হতাশ হতে হয়। তবে ব্যতিক্রম আছে, জেমস ক্যামেরনের 'এভাটার' ও আমীর খানের 'পিকে'

৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

এস এ মেহেদী বলেছেন: ইলিয়াস ভাইয়ের মেয়ে না?

৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

সুমন কর বলেছেন: ভালোই লিখেছেন।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

কালো_পালকের_কলম বলেছেন: ভালো লিখেছেন

৯| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

জাহিদ হাসান বলেছেন: দেবী সিনেমা এই পর্যন্ত কত টাকা আয় করলো খবরটি জানতে চাচ্ছিলাম। কেউ দিতো পারলো না। আপনি পারবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.