নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

ভোটদানে কিউআর কোড (QR) পদ্ধতি বদলে দিতে পারে চিত্র

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

ভোটারদেরকে অনলাইনে আরেকটি নিবন্ধনের মাধ্যমে একটা QR কোড দিবে ভোটের আগেই। ভোটারের সে QR কোড প্রিন্ট করে ভোট কেন্দ্রে গেলে স্ক্যান করবে এবং ভোট প্রদান করবে। ভোট কেন্দ্রে সে অনলাইনেও ভোট দিবে এবং সিল মেরেও ভোট দিবে। অনলাইনের ডাটা মূল সার্ভারে মিনিটে মিনিটে আপডেট হতে থাকবে। তার মানে একজন ভোটার ভোট কেন্দ্রে না যাওয়া পর্যন্ত তার ভোট অন্য কেউ দিতে পারবে না। QR কোড স্ক্যান করার সাথে সাথে রেকর্ডটি মূল ডাটা সার্ভারে চলে যাবে। ডাটা সার্ভারে জোটদ্বয়ের সমান সংখ্যক প্রতিনিধি উপস্থিত থাকবে। ব্যালট ভোট এবং অনলাইন ভোটে বেশি গরমিল হলে তখন পূন:তদন্তের দাবি তোলা যাবে।
বিস্তারিত : QR CODE SYSTEM

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩

uzzalhosain বলেছেন: আপনার পদ্ধতি গ্রহণ করলে আরো বিপত্তিতে পরতে হবে । কারণ এহ্মেএে হ্যাকারদের প্রভাব পড়বে

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: হ্যাকিং হবে :((

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪০

ম্যাড ফর সামু বলেছেন: সিস্টেমটি অনেক সুন্দর ও কার্যকর, বিশেষ করে জাল ভোট অথবা অধিকার হরণের ভোট দেওয়ার বিষয়ে। কিন্তু আমাদের সিস্টেম কি এত সহজে বদলানো যাবে।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫

মিঃ আতিক বলেছেন: পদ্ধতি যেটাই হোক তবে প্রচলিত পদ্ধতির বিকল্প নতুন কিছু সবাইকে ভাবতে হবে।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

তারেক ফাহিম বলেছেন: এ দেশে নির্বাচন আর হবে না বলে মনে হয়।

গ্রামের অনেক বৃদ্ধ ভোটার আছে যারা কোনটা Q আর কোনটা R
চিনেনা তারা দিবে কিউআর ভোট ;)

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

ফেনা বলেছেন: সিস্টেমটা খুবই ভাল। দেশে একটা সাম্যাস্থা আনার ক্ষেত্রে বেশ ভুমিকা রাখতে পারে।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় ভোটদান নিয়ে আশাবাদী হবার কোন কারন নেই। কোন পদ্ধতিই কাজ করবে না।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: দরিদ্র আর দুষ্টদের দেশে এটা সম্ভব না।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪২

সাইন বোর্ড বলেছেন: উদ্ধেশ্য মহৎ না হলে কোন কৌশলই কাজে আসবে না ।

১০| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১০

এস এ মেহেদী বলেছেন: ইসির ভেতরেই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই: মাহবুব তালুকদা।
ভায়রা, এখন বলেন ইভিএম এর উপর ভোটাররা ভরসা রাখবে কি করে!

১১| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর আইডিয়া।

১২| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৪

সাহাদাত উদরাজী বলেছেন: নুতন ব্লগ লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.