নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্দুকের নল যত সোজা হয়, টার্গেট তত নিখুঁত হয়। দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে একটি পক্ষকে জিততেই হবে। পাটমন্ত্রী বললেন, 'এই যুদ্ধে কাউকে না কাউকে জয়ী হতেই হবে। তিনি ভদ্রতার সুরে বললেন সে যুদ্ধ মেরে কেটে নয়, সে যুদ্ধ সাংস্কৃতিকভাবে, জনসচেতনার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করে বিপক্ষ শক্তিকে জনবিচ্ছিন্ন করার মাধ্যমে।'
কিন্তু বিপরীত পক্ষ পথ ধরেছে সশস্ত্র। সুতরাং আ্ওয়ামী লীগকে যুদ্ধ করতে হলে এই ভালমানুষী কথা বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। সুতরাং আশা করছি অল্প কদিনের মধ্যেই তারাও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। করেনি তা কিন্তু নয়। নিকট ভবিষ্যতে সেটা সার্বিক আকার ধারণ করবে।
কিন্তু আমার অবস্থা হচ্ছে এ দু'পক্ষের কাউকে আমি সমর্থন করতে পারছি না। যুদ্ধের ময়দানে নিরপেক্ষ থাকা যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দু'পক্ষকেই মারতে থাকব যতক্ষণ বেঁচে থাকি আর কি!
অনেক বলেছি, অনেক বুঝিয়েছি। কিন্তু এখন আর বোঝানোর সময় নেই। এখন তাদেরকে ঠাণ্ডা না করে কিছুতেই থামানো যাবে না।
বন্দুকের নল যত সোজা হয় টার্গেট তত নিখুঁত হয়। এক বন্ধুকে বললাম যুদ্ধ শুরু হলে আমার একটা দো'নলা বন্দুক লাগবে। তবে নল দুটো সামনের দিকে নয়। একটি সামনে আর একটি পেছন দিকে। আমি বিবদমান দুটো দলের উপরেই মারবো। কারণ আমি কারো পক্ষ ধারণ করার নৈতিক ভিত্তি পাচ্ছি না। আর বুশ সাহেবকে বলতে চাই, আমি আপনার কথা মানতে পারলাম না। আই এম সরি! আমি যুদ্ধের মাঠেও নিরপেক্ষ। কিন্তু নিরস্ত্র নই।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭
উড়োজাহাজ বলেছেন: ভাই ঘাড়ে মাথা কয়টা?
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০
ইউরো-বাংলা বলেছেন: এই পাটমন্ত্রীডা কেডা ? ওর একটা ফটো দেনতো।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭
উড়োজাহাজ বলেছেন: ঘাড়ে একটা আরো একটা মাথা যুক্ত করে নেই।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হাম্বারা এইটা শুরু থেকেই চাইছে!!
তাগো ইচ্ছায় না দাদাগোর ইচ্ছায়
ডিভাইড এন্ড রুলের শর্তেই নতুন ইস্যুতে জাতিকে বিভক্ত করে শুরু থেকেই সংগাত চাইছিল এরা।
বিএনপি মাটি কামড়ে থাকলে উল্টো তিরস্কার করেছে-ৎ
বিএনপি আন্দোলনের দল সা!!
যত গর্জে তত বর্ষে না!!
না না রকম তির্যক বাক্যবাণে উত্তেজিত করতে চেয়েছে।
কিন্তু বিএনপির ধৈর্যে তা হয় নি।
আজ দেশ ও দেশের অস্তিত্ব, সংবিধানের প্রশ্নে, বাকশাল আর একনায়কতন্ত্রের প্রতিবাদে, স্বেচ্ছাচার আর স্বৈরাচারের প্রতিরোধে অস্তিত্ব রক্ষার লড়াই চলছে!
পৃথিবীর কোন স্বৈরশাসকই টিকে নি!
প্রহসন আর পাগলামো দিয়েতো আর দেশ চলতে দেয়া যায় না!!!!
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪
উড়োজাহাজ বলেছেন: যাই বলেন, নিজের দলের দোষ কমই দেখা যায়। কিন্তু আমি বলতে পারি এই অবস্থার জন্য বিএনপিও কম দায়ী নয়।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১
ল্যাটিচুড বলেছেন: উনি মনে কয় তৃতীয় মুক্তি যুদ্ধের ডাক দিলেন
দ্বিতীয় মুক্তি যুদ্ধের (শাহাবাগের) যোদ্ধাদের
যেভাবে র্যাব পুলিশ দিয়ে পাহারা দিতে হয়েছে
তৃতীয় মুক্তি যুদ্ধের যোদ্ধাদের না জানি কি করতে হয়
এত ফাল না পাইড়া - জনগন কি চায় বুঝলেইতো ল্যাঠা চুকে যায় ....
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪
উড়োজাহাজ বলেছেন: কিন্তু মাঝখান থেকে ঝাতির তো হলুদ বেরিয়ে যাচ্ছে!!
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
ইনফা_অল বলেছেন: ১৯৭১ সনে এরা (প্রায় সব নেতারা) ছিল দেশের বাইরে এখন এরার ছেলে পুলে্রা থাকে দেশের বাইরে, সেই জন্য তাদের কোন চিন্তা নাই। তখনও মরেছে সাধারন মানুষ এখনও মরবে সাধারন মানুষ।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫
উড়োজাহাজ বলেছেন: সমস্যাটা তো সেখানেই।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: এখনো বিয়াশাদি করি নাই। আমি মইরা গেলে কেম্নে কি :-& :-& :-& :-&
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮
উড়োজাহাজ বলেছেন: ভালো আছেন। কিন্তু আমাদের তো বিপদ আরো বেশি। আমরা না থাকলে ছেলে মেয়েদের কী হবে? তাদেরকে সুন্দর পৃথিবীর মুখ দেখিয়ে এই বিক্ষুব্ধ পৃথিবীর মুখ দেখিয়ে আমরা যে অপরাধের দায় থেকে মুক্তি পাচ্ছি না।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬
আল মামুনুর রশিদ বলেছেন: r8
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮
উড়োজাহাজ বলেছেন: রাইট রঙ এর কোন বালাই আছে?
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫
বিদ্রহীসূত বলেছেন: গৃহযুদ্ধ (ইংরেজি: Civil war) : এক ধরনের যুদ্ধ যা নির্দিষ্ট কোন রাষ্ট্র বা দেশের অভ্যন্তরে সাংগঠনিকভাবে দুই বা ততোধিক দল সরাসরি যুদ্ধে সম্পৃক্ত হয়ে পড়ে। সাধারণ অর্থে গৃহযুদ্ধের ফলে দু'টি স্বাধীন দেশ সৃষ্ট হয় যা পূর্বে একীভূত দেশের নিয়ন্ত্রণে ছিল। এক পক্ষ কর্তৃক দেশ বা এলাকা নিয়ন্ত্রণ, অঞ্চল বা এলাকার স্বাধীনতা ঘোষণা অথবা সরকারের নীতি-নির্ধারণে পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ এ যুদ্ধের প্রধান উদ্দেশ্য।
ল্যাটিন ভাষায় বেলাম সিভিল শব্দ থেকে সিভিল ওয়ার শব্দটির উৎপত্তি ঘটেছে। খ্রীষ্ট-পূর্ব ১ম শতকে রোমান গৃহযুদ্ধে শব্দটি প্রথম ব্যবহৃত হয়। ইংরেজি ভাষায় সিভিল ওয়ার শব্দটি ইংরেজ গৃহযুদ্ধে প্রথম প্রচলন হয় ১৬৫১ সালে।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১০
উড়োজাহাজ বলেছেন: পণ্ডিতি রাখেন ব্রাদার! গৃহযুদ্ধ কী তা সংজ্ঞা দিয়ে বোঝানোর দরকার আছে? রাস্তায় যান লাইভ দেখতে পাবেন।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯
এম হাবিব আহসান বলেছেন: উসটা দিতে মন চায়
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬
উড়োজাহাজ বলেছেন: দিয়া ফালান।
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
ইউরো-বাংলা বলেছেন: ইনফা_অল বলেছেন: ১৯৭১ সনে এরা (প্রায় সব নেতারা) ছিল দেশের বাইরে এখন এরার ছেলে পুলে্রা থাকে দেশের বাইরে, সেই জন্য তাদের কোন চিন্তা নাই। তখনও মরেছে সাধারন মানুষ এখনও মরবে সাধারন মানুষ।
একমত
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫
একজন ঘূণপোকা বলেছেন: ৪ নাম্বার মন্তব্যে প্লাস
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১
পাঠক১৯৭১ বলেছেন: পাটমন্ত্রীর পাছায় রাইফেলের বাঁট ঢুকলে টের পাবে যুদ্ধ কাকে বলে!