![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে আরো দুই বছর অতিক্রান্ত হল তবু্ও দেশটা বুঝি স্বাধীন হতে পারে নাই। যদি তাই হত তাহলে বিএসএফ এভাবে বিনা বিচারে প্রতিনিয়ত আমার দেশের মানুষকে বন-জঙ্গলের হায়নার মত মধ্যযুগিও বর্বরতায় নির্যাতন, গুলি করে খুন করতে পারতো না। সীমান্ত অবৈধ পারাপারের জন্য প্রত্যেক দেশেই শাস্তি বিধান আছে, কিন্তু তাই বলে বিনা বিচারে নির্যাতন করে হত্যা করার অধিকার কে দিয়েছে খুনি বিএসএফদের। পৃথিবীর মাত্র দুইটা দেশে এইরুপ হত্যাকান্ড সবসময় ঘটে, এক অরাষ্ট্র ইসরাইল সীমান্তে আর আমাদের প্রতিবেশী বন্ধুদেশ ভারত সীমান্তে। আমাদের মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বরে বন্ধু প্রতিবেশী দেশ আমাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা হিসাবে দিয়েছে দুই-দুইটা লাশ দিয়ে। তারই ধারাবাহিকতায় নববর্ষের শুরুতেও দুইটা লাশ। আমরা পাকিস্থানের নিকট থেকে বহু শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি ঠিকই, পক্ষান্তরে ভারতের অগ্রাসী মনোভাব দেখে মনে হয় তাদের কাছে আমরা জিম্মী । সবচেয়ে অবাগ লাগে সরকারতো নয়ই আমার দেশের মিডিয়াও এ ব্যাপারে এখন আর প্রতিবাদ তো দুরে থাক খবরের শিরোনাম দেখে মনে হয়, সীমান্ত নিকটের লোক গুলোর জন্মই হয়েছে খুনি বিএসএফের হাত মরার জন্য। যাই হোক বিএসএফের এরুপ বর্বরোচিত হত্যাকান্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নাই, তারপরেও দেহের সর্ব শক্তি এক জায়গায় করে এরুপ অন্যায় হত্যাকান্ডে তীব্র নিন্দা জানাই এবং তাদের হায়নারুপী মানষিকতার পরিবর্তন কামনা করছি।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০
আতাহার আলী অপু বলেছেন: ধন্যবাদ মিলন ভাই, মুল্যবান সময় নষ্ট করে পড়ার জন্য
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০
মিজানুর রহমান মিলন বলেছেন: পৃথিবীতে মাত্র দুইটি দেশের ক্ষেত্রে সীমান্তে হত্যাকান্ড ঘটে । একটি হল ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের আর একটা হল ভারত কর্তৃক বাংলাদেশীদের।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭
আতাহার আলী অপু বলেছেন: মিলন ভাই> বিএসএফের এরুপ বর্বরোচিত হত্যাকান্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নাই
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
মিজানুর রহমান মিলন বলেছেন: সীমান্ত নিকটের লোক গুলোর জন্মই হয়েছে খুনি বিএসএফের হাত মরার জন্য।