![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে হঠাত্ করেই কেমন আদিম যুগের গুহামানব বলে মনেহচ্ছে। নিজের গুহা বা বাসস্থানই যাদের কাছে ছিল নিরাপত্তার আরেক নাম। তেমনি আমারকাছেও আমার এই ঘরটাই হচ্ছে দুনিয়ায় নিরাপদ স্থান। নিজের বাড়ি ছাড়া অন্যকোথাও তেমন স্বস্তিবোধ করি না। তাছাড়া সেই প্রাচীন প্রস্থর যুগে যেমন মানুষ আঁধার নামার সঙ্গে সঙ্গে তাদের বাসস্থানে ফিরে আসত আমাকেও তেমনি করতে হয়। বাড়ি থেকে কড়া নির্দেশ, সন্ধ্যার পর বাইরে থাকা যাবে না। বিশেষ করে এইটাই নিজেকে গুহামানব বলে ভাবার প্রধান কারণ। আবার আগুন আবিষ্কার হবার পর তারা যেমন সারারাত আগুন জ্বালিয়ে রেখে স্বস্তি পেত তেমনি আমিও সারারাত ইন্টার্নেট চালু রেখে স্বস্তি পাই। নেট ছাড়া নিজেকে কেমন যেন বেশ অসহায় লাগে। হয়ত আদিম মানুষেরও কখনো আগুন না থাকলে তেমনি অসহায় লাগত। কে জানে? আর সেই সময়টা যেমন ছিল শ্বাপদসংকুল, আমারকাছে আমার চারপাশটাও তেমন মনে হয়। পার্থক্যা, তখন ছিল হিংস্র চারপেয়ে প্রাণী আর এখন হিংস্র দু'পেয়ে মানুষ। একটু অসতর্ক হলেই শিকার হয়ে যেতে হবে। তবে এইটুকু ভেবে শান্তি লাগে যে আদিম গুহা মানুষের বিবর্তন হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করা, নিজেকে উন্নত করা মানুষের চরিত্রেরই আংশ। হয়ত একদিন আমিও তেমন.............
©somewhere in net ltd.