![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারা বলে নিজের স্বপ্নের পেছনে ছুটো। অন্যদের কথায় কান দিও না। সুখী হতে চাইলে অন্যের স্বপ্ন না, তোমার নিজের স্বপ্নটা বাস্তবায়ন করো।
বাহ! কি সুন্দর কথা, "নিজের স্বপ্নের পেছনে ছুটো।" আমি তো অনুপ্রাণীত হয়ে গেলাম। বাবা-মা, আত্মীয়-স্বজন সবার আমাকে নিয়ে যেমন পরিকল্পনা ছিল তা ছেড়ে ছুড়ে দিয়ে "নিজের স্বপ্নের পেছনে" দৌড় লাগালাম। কিন্তু কিছুক্ষণ পরেই খেয়াল হলো, আচ্ছা আমার স্বপ্নটা আসলে কি? আসলে আমি হতে চাইটা কি?
মাঝরাস্তায় এসে যদি আপনি উপলব্ধি করেন যে আপনার গন্তব্য কোথায় সেটাই জানেন না তাহলে নিশ্চয়ই সেটা খুব আনন্দদায়ক হবে না। হতে পারে আপনি যে পথে আছেন সেটা ঠিক, আর তেমনটা হলে তো ভালোই। কিন্তু যদি এমন হয় পথটা ভুল, তাহলে? শুরু থেকে আবার নতুন করে শুরু করার উপায় নেই। আমিও তেমনি পথের মাঝে দাঁড়িয়ে ভাবছি, গন্তব্যটা কি আমার? ঠিক রাস্তায় আছি তো? জীবনের স্বপ্নটা আসলে কি আমার? যেটাই হোক, সেটার সন্ধান তো পেতে হবে। তাই আমি এখন শুধু ঘুমাই। যদি স্বপ্নটা দেখা দেয়। কিছু কিছু অবশ্য দেখাও দেয়, কিন্তু সবকিছু কেমন ঘোলা-ঘোলা, ঝাপসা। পরিষ্কার কিছুই বোঝা যায় না। তাই ঠিক করেছি এখন থেকে চোখে চশমা দিয়েই ঘুমাবো। চশমা ছাড়া তো আসলেও ভালো দেখিনা। এখন দেখাযাক, চশমা দিয়ে পরিষ্কার স্বপ্ন দেখা যায় কি না। তারপর স্বপ্ন-টপ্ন দেখে আবার সেটার পিছনে দিব এক ছুট।
©somewhere in net ltd.