| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদ আলী
আমি খুবই সাধারণএকজন মানুষ
ব্লগার ভাই বন্ধু বইন দের নাম এত এত সুন্দর হয় কেন? কিছু কিছু নাম দেখে আমার খাইতে ইচ্ছে করে আবার কিছু নাম দেখে আমার কাঁদতে ইচ্ছে হয়
আবার কিছু নাম দেখে আমি ভয়ে মরে যাই। ওরে বাবা কত ভয়ঙ্কর নাম।
সম্মানিত ব্লগার ভাই বোন দের কিছু নতুন নামের সন্ধান দিচ্ছি, আপনারা ব্যবহার করতে পারেন
১। কালুর মা
২। আবুলের চাচি
৩। কাঁচা পেয়াজ
৪। শয়তানের কাকা
৫। মৃত হরিণ
৬। বল্টু ব্লগার
৭। বিস্কুট
৮। মাইরালা
৯। এক্স জুনায়েদ
১০। সাধের লাউ
আশা করছি সবার এই নাম গুলো উপকারে আসবে
।
।
সব শেষে কিছু কথা
কে কি নামে নিজেকে উপস্থাপন করবেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবুও নিজের আসল নামে সবার সাথে পরিচিত হলে ভাল হয়। মা বাবা কত সুন্দর নাম রেখেছেন আপনার। একটু খেয়াল করে দেখেছেন কি ???? যদি আসল নামে নিজেকে সবার সামনে না উপস্থাপন করতে পারেন তবে নামটা যেন একটু সুন্দর হয় সেদিকে খেয়াল রাখা উচিৎ। দয়া করে কেউ কিছু মনে করবেন না। এই পোস্টটি কাউকে আঘাত করার জন্যে না. ধন্যবাদ
১৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪৯
সাদ আলী বলেছেন: হ্যাঁ ঠিক আছে
২|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৯
গেম চেঞ্জার বলেছেন: হেঃ হে হে
৩|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৬
সাদ আলী বলেছেন: হিহিহি
..গেম চেঞ্জার
৪|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩
Safin বলেছেন: বাপ মায়ে আকিকা করে যেটা রাখসে সেইটাই দিলাম . . . . . . . .
![]()
১৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৯
সাদ আলী বলেছেন: খুব ভাল করেছেন
৫|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৪
মির্জা বাড়ির মেজো বউ বলেছেন: ভুমিকম্প রোধে বিল্ডিং এর বেইজ ডিজাইন করার আগে যা যা করণীয়
১৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩৬
সাদ আলী বলেছেন: ধন্যবাদ
৬|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৯
সচেতনহ্যাপী বলেছেন: আমি কোথায়??
৭|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৮
আমিই মিসির আলী বলেছেন: আপ্নে সাদা আলী হইলে বিষয়টা জমতো।
মন্তব্যর জবাব না দিয়ে নতুন মন্তব্য করছেন কেন??
১৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫৩
সাদ আলী বলেছেন: : আমি সাদা আলী হইলে বিষয় টা কেন জমতো বলেন দেখি ..মিসির আলী সাহেব? আর মন্তব্য বিষয় টা যান্ত্রিক ত্রুটির কারণে হইয়াছে
৮|
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৪
সাগর মাঝি বলেছেন:
![]()
৯|
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৫
এডওয়ার্ড মায়া বলেছেন: কোন রকম ঝামেলা ছাড়াই -ইন্দুরের ডান বাটন থেকে যা পাইলাম-
২৯ জন ব্লগার
৪১১ জন ভিজিটর
২৩ জন মোবাইল থেকে
বিদ্রোহী ভৃগু
সহীদুল হক মাণইক
আসিফ ইকবাল তােরক
দিশেহারা আমি
রবিন মিলফোর্ড
প্রামানিক
গার্ডেড ট্যাবলেট
অলওয়েজ ড্রিম
গোল্ডেন গ্লাইডার
এড্ওয়াড মায়া
শাহ আজিজ
াদ্দার
মোঃ সাইফুল্লাহ শামীম
স্বপ্নাতুর পুরব
ভবোঘুরে বাউল
শাহরিয়ার বাপন
নুরুন নাহার লিলিয়ান
শরতের ছবি
kanizrina
খায়রুল আহসান
মৌতাত গোস্বামী শন্তু
মো: ইমরান আল হাদী
ডঃ এম এ আলী
মোশফেক জামান সফল
সাগর মাঝি
লোন ট্রাভেলার
অপ্রিয় সত্য
বিকৃতমস্তিষ্ক
বাংলা শুনি
ছবি আকারে দেখুন
১০|
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ![]()
১১|
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার নামটা মালগাড়ির মতো লম্বা। এটা সংক্ষিপ্ত করে 'মফিজ' রাখলে কেমন হয়?
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩
সাদ আলী বলেছেন: ভাইয়া আপনার নামটা খুবই সুন্দর, রেলগাড়ি রাখার প্রশ্নই উঠেনা।
১২|
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার নামটা মালগাড়ির মতো লম্বা। এটা সংক্ষিপ্ত করে 'মফিজ' রাখলে কেমন হয়?//
![]()
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২০
সাদ আলী বলেছেন: ভালই হয় ![]()
![]()
![]()
১৩|
১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯
বুরহানউদ্দীন শামস বলেছেন:
![]()
১৪|
১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১
চিত্রনাট্য বলেছেন: সিজনাল পাগল নামটা কেমন?
নাম্বার ওয়ান, টু, থ্রি … অথবা বাঘ, সিংহ, শেয়াল, সাদা সিংহ …
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫
সাদ আলী বলেছেন: ভাইয়া আর কত্ত লজ্জা দিবেন, লজ্জায় তো শেষ হইয়া গিয়াছি ![]()
১৫|
১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩২
মির্জা বাড়ির মেজো বউ বলেছেন: আমাকে ব্লগের সাথে যে পরিচয় করিয়েছেন (আমার ভাবি), ওনার নিক দেখে ইন্সপায়ার্ড হয়েছি পারিবারিক পরিচয়ে নিক খোলার। আমার বরের খুব একটা আগ্রহ নেই লেখালেখির। তবে বাকি তিনজনও যদি খুলেন (বর সহ), মজা হবে না? ![]()
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৭
সাদ আলী বলেছেন: হ্যাঁ অন্নেক মজা হবে আপু ![]()
১৬|
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯
জোসনা সুন্দরী বলেছেন: আমি জোসনা ভালবাসি, তাই আমি জোসনা সুন্দরী ![]()
১৭|
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫
ফয়সাল রকি বলেছেন:
![]()
১৮|
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২
সুশীল দত্ত বলেছেন: আমি সুশীল দত্ত
১৯|
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫
রোষানল বলেছেন:
আর কিচ্ছু কওন লাগবো
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪০
সাদ আলী বলেছেন: না আর কিচ্ছু কওন লাগবে না (ভয় পাইসি) ![]()
২০|
১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০
বিজন রয় বলেছেন: বাহ!
২১|
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
সাদা মনের মানুষ বলেছেন: আমি সব ব্লগে নিজ নামেই আছি, এখানে একটা সমস্যার কারণে সাদা মন, যদিও আমার মনটা সাদা না এটা আমি নিশ্চিৎ ![]()
২২|
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
এজজিলারেটেড উইন্ড বলেছেন: আপনিও একজন ব্লগার
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩
সাদ আলী বলেছেন: জি হ্যাঁ আমরা সবাই ব্লগার, তবে যারা প্রকৃত নামে ব্লগিং করেন তাদেরকে সাহসী ব্লগার মনে হয়। তবে আমি সবার প্রতি শ্রদ্ধাশীল, কেননা সবাই প্রতিভাবান ব্লগার। সবার লেখার মান অনেক সুন্দর এবং তথ্যবহুল।
২৩|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাদা মনের মানুষরে বলি। আপনার মনটা সাদা না এইডা নিশ্চিত হইলেন ক্যামনে? নিশ্চয় ঘরের মানুষ বলছে। ![]()
২৪|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @আবুহেনা মোঃ আশরাফুল ইসলামঃ
বিউটিরে জানালো সে
বৈশাখী শুভেচ্ছা;
চিকনে ভাবী দেখে তা-ই
ব্যাস,,,,শুরু হলো কিচ্ছা।
বাজারের লিস্ট ভুলে
যেই অন্যটা কিনসে;
ভাবী রেগে তেড়ে কয়
তুই কালা মন মিনসে।
এইভাবে ডেলি ডেলি
শুনে শত খোটা;
সাদা ভায়া নিভৃতে
ফেলে আহি ফোটা।
জানইতো সাদা ভায়া
বড় বেশী অভিমানী;
তাই কয় রাগে ক্ষোভে---
সাদা যে সে,মোরা জানি।
২৫|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২
রাবার বলেছেন: আমার নামটা ঠিকাছেতো ![]()
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২
সাদ আলী বলেছেন: হ্যাঁ আপনার নামটা একদম ঠিক আছে ![]()
২৬|
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২০
ভ্রমরের ডানা বলেছেন: সোমেন চন্দকে চিনেন?
উনার ছদ্মনাম ছিল ইন্দুর।
ভানু সিংহ - রবিন্দ্রনাথ
চারুচন্দ্র - জরাসন্ধ
আরো কত ছদ্মনাম - কালকেতু, মৌমাছি, হুতুমপেচা, বনফুল আরো কত কি? কারো কি সাহিত্য নিয়ে প্যাচ লাগছিল। লাগে নাই!
নাম দিয়া কাম কি? সাহিত্য দেখেন নাম না!
ধন্যবাদ।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৮
সাদ আলী বলেছেন: ছদ্মনাম ব্যবহার করতে আমি মানা করিনি, শুধুমাত্র নামটা যেন একটু সুন্দর হয় সেটা উল্লেখ করিয়াছি। আর আপনি যেটা বলেছেন সাহিত্য দেখতে!! ছদ্মনাম ব্যবহারকারী প্রায় অধিকাংশ মানুষের আমি পড়েছি। আমার মনে হয় আপনি নিজেও পড়েছেন কতটা রুচিশীল সেটা বলার অপেক্ষা রাখেনা ![]()
২৭|
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮
আমি তুমি আমরা বলেছেন: আইচ্চা।
২৮|
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমি কয়টা নাম প্রস্তাব করি।ব্লগে নতুন ভূমিষ্ঠ হতে আগ্রহীদের কাজে লাগবে।
১।ছাগলের তিন নাম্বার বাচ্চা।
২।কুকুরের লেজ
৩।দজ্জাল শাশুড়ি
৪।কুটনি বুড়ি।
৫।নিরিহ হরিন
৬।ট্যারা কাকু
যাইহোক আল্লাহ্র রহমতে যারা নিজ নামে সাহস নিয়ে এই অস্থির সময়ে লিখছেন তারা কার ও অনুভুতিতে আঘাত করে না। তারা শুধুই মানুষের মন খুশী রাখতে লিখে। আপনাকে ধন্যবাদ। পোষ্ট টা সবাইকে বিনোদন দিয়েছে।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৪
সাদ আলী বলেছেন: আমার এই ব্লগটাও কিন্তু কাউকে আঘাত করার জন্যে না, আমি শুধুমাত্র কিছু যুক্তি প্রকাশ করেছি। অবশ্য এই ব্লগ নিয়ে অনেকের মনে আঘাত এনেছে এটা তো দেখায় যাচ্ছে
কিন্তু আমি বুঝে উঠতে পারছিনা কি এমন ভয়ঙ্কর লেখা আছে ব্লগটা তে :'( যাইহোক সবার এবং আপনার সুন্দর মতামত পেয়ে ধন্য হইয়াছি আপু ...ধন্যবাদ
২৯|
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৫
উদীয়মান সূর্য় বলেছেন: আমার নামটা কেমন ব্রো?
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৫
সাদ আলী বলেছেন: খুব ভাল ![]()
৩০|
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০০
ওলে ওলে বলেছেন: অবশেষে আবুল হায়াতের দ্বিতীয় বিয়ের ব্যাপারে মুখ খুললেন বাংলা সিনেমার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র। গত ১৮ই মার্চ আবুল হায়াত গোপনে দ্বিতীয় বিবাহের কাজটি সম্পন্ন করেছিলেন। গোপন ক্যামেরায় তোলা সেসময়কার একটি সেলফি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হলে আবুল হায়াতের এই কুকীর্তির কথা সবাই জেনে যায়। তবে এতদিন পর্যন্ত মোটামুটি চুপই ছিলেন মিডিয়া ব্যক্তিত্বরা।
এবার সেই ধারার ব্যতিক্রম হয়ে আবারো প্রবীর মিত্র জাগিয়ে তুললেন তার প্রতিবাদী কন্ঠস্বর। আবুল হায়াতের কট্টর সমালোচনা করে প্রবীর মিত্র বলেন, "আবুলটা আর আগের মত নেই। সে নষ্ট হয়ে গেছে। দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে সে একাজটা না করলেও পারত। ছিহ, ধিক্কার!"
এব্যাপারে আবুল হায়াতের সাথে যোগাযোগ করার জন্য তার ফোনে কয়েকটি মিসকল দেয়া হলেও তিনি কল ব্যাক করেননি। যতটুকু ধারণা করা হচ্ছে, তা থেকে বোঝা যায়, ক্যারিয়ার বাঁচাতেই মিডিয়ার কাছে আবুল হায়াতের এই লুকোচুরি !
আরও পড়ুন, চলে গেলেন আরজে সালমান
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৯
রাজু বলেছেন: বাউ আমার নামটা ঠিক আছেতো....!!!???