| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদ আলী
আমি খুবই সাধারণএকজন মানুষ
খুব লম্বা করে একটা বার্তা প্রেরণ করলাম
২০-২৫ টাকা দামের বাংলা উপন্যাসের মত
দুই তিনটা উপন্যাস তো হবেই। লিখতে লিখতে
চোখ ব্যথা হয়ে গেছিলো, হাত ব্যথা হয়নি
কারণ টাইপ করেছি laptop দিয়ে
লেপটপে টাইপ করলে হাত ব্যথা কিংবা
ক্লান্ত হবার সম্ভাবনা খুবই কম। (আমার মনে হয়)
যাকে বার্তা প্রেরণ করেছি সে সময় নিয়ে
সেটা পড়বে কিনা এই নিয়ে সংশয় ছিল
তিন দিন পর তার একটা বার্তা পেলাম
যাতে লেখা ছিল,
Sorry. Babu amar mobaile bangla support kore na
'"
২০০৯ সালের কথা কথা আজ এত বছর পর বলা
বিঃদ্রঃ তার মোবাইলে এখন বাংলা সাপোর্ট করে। 
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
সাদ আলী বলেছেন: নিশ্চয় সাপোর্ট করেনা ![]()
২|
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
নজসু বলেছেন:
আগের কিছু মোবাইলে বাংলা সাইট দেখতে গেলে অপেরা মিনিতে একটা সেটিংস পরিবর্তণ করতে হতো।
আর বাংলা লিখে বার্তা পাঠানো যেতো না।
এখন আশা করি দুজনেই মাতৃভাষায় বার্তা আদান প্রদান করছেন। ![]()
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
সাদ আলী বলেছেন: এখন আর বার্তা আদান প্রদান হয়না, কারণ সে এখন আমার সাথে থাকে। সাথে দুই ছেলেও আছে
২০১০ সালে আমাদের বিয়ে হয়।
৩|
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: !
৪|
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
নজসু বলেছেন:
তাহলে তো খুব ভালো।
পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকুন
এই প্রত্যাশা রইল।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, এখনও আমার মোবাইলে কিছু কিছু
কম্পিউটার থেকে পাঠানো বাংলা মেসেজ পড়তে পারিনা ।