নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I work in the dark to serve light

কোথাও কেউ নেই

কোথাও কেউ নেই › বিস্তারিত পোস্টঃ

হাদিসের গঠন

২৬ শে মে, ২০১৯ রাত ১:১৯

গত পর্বে আমি হাদিসের শ্রেণী বিভাগ (বর্ননাকারির মেধা অনুসারে) নিয়ে আলোচনা করেছিলাম,
আজকে হাদিসের কাঠামো নিয়ে কিছু বলার চেস্টা করব।
যেকোন একটি হাদিসকে, নিম্নভাবে দুটি অংশে ভাগ করা হয়



সনদঃ
মহানবী (সঃ) এর মুখ নিঃসৃত বানী, তার উপদেশ/নিষেধ তার সমসাময়িক অনুসারিরা (সাহাবী) নিজেরা যথাযথ ভাবে পালন করে গেছেন। পরবর্তীতে তারা তাদের ছাত্র/পরবর্তী প্রজন্মের scholar দের শিক্ষা দিয়ে গেছেন।
সনদ হল যে ব্যক্তিবর্গের মধ্যে জ্ঞান বিনিময়ের মাধ্যমে হাদীসের বর্ননা/ জ্ঞানের পরিব্যপ্তি হয়েছে, সেইটার বর্ণনার chain
আরেকটু ভালোভাবে বুঝতে নিম্নক্ত হাদিসটি লক্ষ্য করিঃ

Abdullah ibn Yusuf told us that: Malik informed us from: Hisham ibn Urwah from: [his father] Urwah from: Aishah, that she said: Hamzah ibn `Amr al-Aslami (who used to fast continuously) asked the Prophet: "Should I fast even when I travel?" He replied: "Fast, if you want to; don't fast if you don't"

লিঙ্কঃ https://sunnah.com/bukhari/30

বোল্ড অক্ষরে এইখানে হাদীসটির সনদ উল্লিখিত করা হয়েছে।
সনদের CHAIN টি নিম্নরূপঃ
Bukhari ---------< Abdullah bin Yusuf ——» Imam Maalik ——» Hisham bin Urwa ——» Urwa ibn al-Zubayr ——» Aisha bint Abi Bakr

আরেকটু ভালোভাবে বললে,

(1) বুখারী গ্রন্থের লেখক, যার মধ্যে এই হাদীস পাওয়া যায়, তিনি আবদুল্লাহ ইবনে ইউসুফের সাথে সাক্ষাত করলেন; (২) আবদুল্লাহ ইবনে ইউসুফ ইমাম মালেকের সাথে (৩) ইমাম মালিক, হিশাম ইবনে উরওয়া রা। সাথে (৪) হিশাম ইবনে উরওয়া [তার পিতা] উরওয়ার সাথে দেখা করলেন; (৫) উরওয়া আয়েশাকে সাক্ষাত করলেন; (৬) হযরত আয়েশা রা। হযরত ইবনে আমরুল আসলামী ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে এই কথোপকথনটি শুনেছিলেন।

হাদীসের বর্ননা সনদ সহ পাওয়া যাবে এই লিঙ্কেঃ
http://qaalarasulallah.com/
উপর্যুক্ত লিঙ্ক থেকে কোন হাদীস সনদ সহ বের করতে হলে নিম্নোক্ত ধাপ অনুসরণ করতে হবেঃ

step-1:


Step-2:



এইবার আসি মতন পরিভাষা কি ?

মতনঃ
একটি হাদিসের বর্ননা হল মতন।
উদাহরণ সরূপ নিম্নোক্ত বর্ননা হল মতনঃ
Hamzah ibn `Amr al-Aslami (who used to fast continuously) asked the Prophet: "Should I fast even when I travel?" He replied: "Fast, if you want to; don't fast if you don't"

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৯ সকাল ৭:৩২

রাজীব নুর বলেছেন: আজ থেকে ১০০ বছর পর একজন গবেষক প্রমান করে দিবেন কোনো হাদীস'ই সঠিক নয়। সব মনগড়া বানোয়াট।

২| ২৬ শে মে, ২০১৯ দুপুর ১২:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
হাদিসে এত মিথ্যা ও পরস্পর বিরোধীতা দেখে রসুল নিজেই সব হাদিস পুড়িয়ে ফেলতে বলেছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.