নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I work in the dark to serve light

কোথাও কেউ নেই

কোথাও কেউ নেই › বিস্তারিত পোস্টঃ

মুহাম্মদ (সাঃ) এর পরবর্তী নেতৃত্ব নির্বাচন (পর্ব -১)

২২ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫৪

Somewhereinblog এর পুরনো লেখকদের মধ্যে একজন হচ্ছেন “উদাসী স্বপ্ন”
উনি বেশ কিছু লেখায়, তথ্যসুত্রের ভিত্তিতে, মুহাম্মদ (সাঃ) এবং সাহাবীদের খোলাখুলিভাবে সমালোচনা করেছেন ।
অনেক দিন ধরেই ভাবছিলাম সমালোচনার বিপরীতে যুক্তিভিত্তিক কিছু লেখা লিখব।
যাই হোক আমি উনার সমালোচণার জবাব পোস্ট ভিত্তিক দিবঃ
পোস্টের শিরোনামঃ নান্নামুন্না ফটিকচান পর্ব ২!!
বিষয়ঃ মুহাম্মদ (সাঃ) এর পরবর্তী নেতৃত্ব নির্বাচন
প্রথম আলোচনা হচ্ছে এর মুহাম্মদ (সাঃ) এর পরবর্তী নেতৃত্ব এবং আলী (রাঃ)। যদিও এ বিষয় নিয়ে মুসলমানদের (বিশেষ করে শিয়াদের মধ্যে)মধ্যে মত বিরোধ আছে।
অনেকে Ghadir Khumm এর ঘটনাকে দলিল হিসেবে তুলে ধরে থাকেন।
ঘাদির খুম যায়গার ভৌগোলিক অবস্থান সম্পর্কে উদাসী স্বপ্ন র বর্ননা নিম্নরুপঃ

"জিলহাজ্ব মাসের ১৮ তারিখ নবী মোহাম্মদ তার সর্বশেষ হজ্ব শেষ করে মদিনার উদ্দেশ্যে মক্কা ছাড়ার প্রাক্কালে ঘাদিরে খুম নামের একটা জায়গায়, বর্তমানে যেটা জুহফা নামে পরিচিত, সেখানে গিয়ে দলসমেত থামলেন। এই জায়গাটা বিশেষ কারনে গুরুত্বপূর্ণ ভৌগলিক দিক থেকে যে হজ্ব শেষ করে তীর্থযাত্রীরা সবাই এখানে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে যে যার পথে ভাগ হয়ে যেতেন।"

আসুন দেখি কিভাবে এই যায়গা বিশেষভাবে গুরুত্বপূর্ণঃ
ম্যাপ এ ঘাদির খুম:



যখন মুসলমানরা হজ্বের দিকে যাত্রা শুরু করেছিল, তখন মক্কা শহরের দিকে তাদের সম্ভাব্য রুট নিম্ন রূপঃ


এখন যে সকল শহর থেকে মুসলমানরা মক্কায় একত্রিত হয়েছে, তা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ঘোষণা করার পক্ষে সবচেয়ে উপযুক্ত সময় হবে না ? এটা অযৌক্তিক যে মুসলমানরা তায়েফ এবং ইয়েমেনে যাওয়ার জন্য অতিরিক্ত 500 কিলোমিটার (রাউন্ড ট্রিপ) Ghadir Khumm এ ভ্রমন করবে এবং তারপরে বিপরীত দিকে ফিরে যাবে।



এটাই যৌক্তিক যে, হজ্জের পর প্রত্যেকেই তাদের বাড়ির শহরে ফিরে যায়। মরুভূমিতে পায়ে হেঁটে যাওয়ার বিষয়টি বিবেচনা করলে, Ghadir Khumm থেকে 250 কিলোমিটার পূর্বের এই যাত্রা এবং পেছনে কয়েক সপ্তাহ লেগে যায়। এটি যুক্তি এবং যুক্তিসঙ্গত চিন্তা নয় প্রকৃতপক্ষে, তাদের যাত্রাপথ হবে নিম্নরূপ:



“তাই, তীর্থযাত্রীরা সবাই এই স্থান থেকে একে অপর থেকে বিদায় নিতেন “এই তথ্য ভুল।
যদি রাসুল (সাঃ), আলি (রাঃ) কে পরবর্তী তার উত্তরসরি হিসেবে ঘোষনা করে যেতে চাইতেন তবে মক্কা শহর হত সব চেয়ে উপযুক্ত জায়গা।

[চলবে]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.