নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্ভাগ্যের সাথে যার প্রেম তার কেন দুখঃ থাকবে।

যেটা পরিশীলিত ও ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতিকর নয় তা অবশ্যয় করা যায়, এটাই আমার বিশ্বাস

অর্ক মুক্তমনা

আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি।

অর্ক মুক্তমনা › বিস্তারিত পোস্টঃ

১৪ ও ১৮ দলিয় জোটের দল সমুহ

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২

আপনারা বাংলাদেশের ১৮ দল এবং ১৪ দলের সব গুলো শরিক দলের নাম না জানলে এখান থেকে জেনে নিতে পারেন। অনেক গুলো দলে সভাপতি সেক্রেটারি ছাড়া আর কেও নেই।



বাংলাদেশের ১৪ দলিয় জট(জোট) ১৮ দলিয় মাহাজট(জোট)

বিএনপি নেতৃত্বাধীন

১, বিএনপি

২, বাংলাদেশ জামায়াতে ইসলামি

৩, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)

৪,ইসলামি ঐক্যজোট

৫, খেলাফত মজলিস, প্রধান- মো ইসহাক

৬, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, প্রধান-কর্নেল (অব.) অলি আহমদ

৭,জাতীয় গণতান্ত্রিক পার্টি, প্রধান-শফিউল আলম প্রধান

৮, বাংলাদেশে কল্যাণ পার্টি, প্রধান-মেজর জেনারেল (অব.) মুহম্মদ ইবরাহিম

৯, ন্যাশনাল পিপলস পার্টি, প্রধান-শেখ শওকত হোসেন

১০, বাংলাদেশ ন্যাপ, প্রধান-জেবেল রহমান গানি

১১, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, প্রধান-খন্দকার গোলাম মুর্তজা

১২, বাংলাদেশ লেবার পার্টি, প্রধান-মোস্তাফিজুর রহমান

১৩, বাংলাদেশ মুসলিম লীগ, প্রধান-কামরুজ্জামান খান

১৪, ন্যাপ (ভাসানী), প্রধান-শেখ আনোয়ারুল হক

১৫, বাংলাদেশ ইসলামিক পার্টি, প্রধান-আবদুল মোবিন

১৬, ডেমোক্রেটিক লীগ, প্রধান-অলি আহাদ

১৭, জমিয়তে উলামায়ে ইসলাম, প্রধান- মুফতি মুহাম্মদ ওয়াক্কাস

১৮, বাংলাদেশ পিপলস লীগ, প্রধান-গরিব নেওয়াজ



আওয়ামি লীগ নেতৃত্বাধীন ১৪ দল



১, বাংলাদেশ আওয়ামিলীগ

২, জাতীয় পার্টি

৩, জাতিয় সমাজতান্ত্রিক দল(জাসদ), প্রধান- হাসানুল হক ইনু

৪, ওয়ার্কাস পার্টি, প্রধান- রাসেদ খান মেনন

৫, বাংলাদেশ সাম্যবাদি দল(এম,এল) প্রধান- দীলিপ বড়ুয়া

৬, বাংলাদেশ গনতন্রী পার্টি, প্রধান- নুরুর রহমান সেলিম

৭, গন আজাদী লীগ, প্রধান- হাজি আবদুস সামাদ

৮, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বিএসডি), প্রধান-রেজাউল রশিদ খানের

৯, গণতান্ত্রিক মজদুর পার্টি ও কমিউনিস্ট কেন্দ্র, প্রধান- জাকির হোসেনের

১০, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি),

১১, নেতৃত্বাধীন গণফোরাম, প্রধান-ড.কামাল হোসেনের

১২, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ

১৩, শ্রমিক কৃষক সমাজবাদী দল

১৪,ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ প্রধান- মোজাফফর আহমেদর

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

জানলাম।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

পরিবেশ বন্ধু বলেছেন: পরিস্কার জানলাম

এও জনা চাই
আরও জানা চাই
বাংলাদেশ জাতীয় শক্তি
প্রধান রাজা জেনারেল সৈয়দ শাহি বীর উত্তম
সদস্য সংখ্যা ১ কোটি
ওরা কাউকেই মানেনা

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪

পেন্সিল চোর বলেছেন: প্রিয়তে নিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.