নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্ভাগ্যের সাথে যার প্রেম তার কেন দুখঃ থাকবে।

যেটা পরিশীলিত ও ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতিকর নয় তা অবশ্যয় করা যায়, এটাই আমার বিশ্বাস

অর্ক মুক্তমনা

আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি।

অর্ক মুক্তমনা › বিস্তারিত পোস্টঃ

আমি এবং সিগারেট

২৪ শে মে, ২০১৩ রাত ২:০২

আমি তখন HSC ফার্স্ট ইয়ারে পড়ি নতুন সিগারেট খাওয়া শুরু করেছি তাই সিগারেটের প্রতি আবেগ একটু বেশিই ছিল। আর খাওয়ার পর সিগারেট না ধরালে তো খাওয়ার পুর্ণতাই পেতো না। যাইহোক এবার মূল প্রসঙ্গে আসি। আমার ছোট্ট ভাতিজা বয়স খুব বশি হলে ২ থেকে ২.৫ হবে। নতুন কথা বলা শিখেছে তাও সব কথা বলতে পারে না। তো ও একবার ওর নানার বাড়ি ছিল, আর আমি বাড়ির ছোট ছেলে হবার সুবাদে ওকে ওর নানার বাড়ি থেকে আনার মত বেরসিক দায়িত্বটা আমার উপর পড়ে। যাইহোক আমার ভাতিজার একটা সুন্দরী খালামনি থাকার কারনে এই বেরসিক কাজটাও রোমান্টিকতার পর্যায় চলে যায়। তো তালই বাড়িতে দুপুরে গুরু ভোজন এবং তালতো বোনের রোমান্টিক হাসির পর ভাতিজাকে নিয়ে রাস্তায় নেমে আসি।তো রাস্তায় অনেকটা পথ নদীতে নৌকায় আসতে হয়। নদী এবং নৌকা কিন্তু হাতে সিগারেট থাকবে না এতটা অরোমান্টিক তো আমি না। কিন্তু প্রোবলেম হল সাথে ভাতিজা, ওকে সিগারেট দেখিয়ে বললাম চাচ্চু বলতো এটা কি?? প্রত্যাশিত উত্তর ''বলতে পারিনা'' ঠিক আছে তোমার না শেখাই আমার জন্য মঙ্গল বলে ওর হাতে একটা ললিপপ দিয়ে আমি নিশ্চিন্তে সিগারেট ধরিয়ে শুখ টান দিতে থাকলাম। কিন্তু শিশু মন বলে কথা, ভাতিজা বলল চাচ্চু তুমি কি খাও আমিও খাব। আমি তো পুরাই ফাফরে পইড়া গেলাম। নৌকার অন্য যাত্রি সবাই সা্কাস দেখার মত করে আমাদের দেখছিল। আমি বললাম চাচ্চু তুমি ললিপপ খাও যখন বড় হবে তখন এটা খাবে। যাই হোক আমার ভাতিজা বলে কথা, বড় হয়ে খাওয়ার আশ্বাস পেয়ে ললিপপ খাওয়ায় মন দিল।কিন্তু অঘটন এখানেই শেষ নয় ভাগ্য দেবতা যে আমার প্রতি কতটা বিমুখ সেটা ঘটনার এই অংশে বুঝবেন।



বড়িতে একদিন বাবা মা বড় ভাই বোন সবাই মিলে টিভিতে কিছু একটা দেখতেছিল তো সিনেমাতে নায়কের সিগারেট খাওয়ার দৃশ্য দেখাচ্ছিল। অই সময় আমার সেই ভাতিজা আপুকে বলল ফুপি এইটা কি খায়?? আপু বলল সিগারেট। ভাতিজা বলল আমিও খাব। আপু বলে না...না এটা খেতে হয় না।

ভাতিজা তখন বিজ্ঞের মত আমার উদাহারন টেনে বলল চাচ্চুও তো খায় আমাকে যখন নানুর বাড়ি থেকে নিয়ে আসল তখন খেল।। রুমে তখন বাবা মা বড় ভাই সবার সামনে সাহস নিয়ে দাড়িয়ে থাকার মত বোকামি আর করলাম না। ভাতিজার কথা শেষ হবার আগেই বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়ে দুশ্চিন্তা করতে থাকলাম রাতে কিভাবে বাড়িতে যাব? আর এই দুশ্চিন্তার সময় হাতে সিগারেট না থাকলে মানায়??

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ রাত ২:১২

মিজভী বাপ্পা বলেছেন: ধুমপান বিষপান :( B-))

২| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:৪২

আমি ব্লগার হইছি! বলেছেন: হেব্বি, হেব্বি। কোন কথা হবে না! সিগারেট হাতে নিয়ে কমেন্ট টা করলাম।
আমিও যখন নতুন নতুন সিগারেট খেতাম তখন সিগারেটের প্রতি আবেগ ছিল অনেক। সেই বাংলা ফাইভ এখন খুবি মিস করি।

৩| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৩

চারশবিশ বলেছেন: আমি শুধু দুই সময়ে সিগারেট খাই
যখন বৃষ্টি হয় তখন
আর যখন বৃষ্টি হয় না তখন

৪| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১:২০

্নিজাম জয় বলেছেন: হাহা...জায়গা মত কট খাইসেন।ভবিষ্যতে যেকোন সিক্রেট কাজে পোলাপান থাইকা সাবধান B-)

৫| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আসাদ রুবেল এআর বলেছেন: হা হা হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.