নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্ভাগ্যের সাথে যার প্রেম তার কেন দুখঃ থাকবে।

যেটা পরিশীলিত ও ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতিকর নয় তা অবশ্যয় করা যায়, এটাই আমার বিশ্বাস

অর্ক মুক্তমনা

আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি।

অর্ক মুক্তমনা › বিস্তারিত পোস্টঃ

সমাজ ও ধর্ম

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

মানুষের মৃতু ভয়কে পুজি করেই সকল ধর্মের সৃষ্টি হয়েছে, এবং এই সভ্যতা সৃষ্টির পিছনেও ধর্মের অবদান অস্বীকার করার মত নয়। যখন কোন রাষ্টীয় কাঠামো ছিল না আইন ছিল না তখন সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রন করার জন্য ধর্মই ছিল উৎকৃষ্ট আইন। মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য মৃতু পরবর্তি জীবনের কঠিন শাস্তির ভয় দেখানো হত। এজন্য তখন রাষ্ট চালিকা শক্তি ছিল ধর্ম। এজন্য বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ভৌগলিক এলাকায় বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে।

বর্তমানে এই আধুনিক যুগে সমাজ রাষ্টীয় ব্যাবস্থায় নিয়ন্ত্রন হয় যেখানে ধর্ম পুরোপুরি নিস্প্রোয়জন। এখন সেই মধ্যযুগীয় মান্ধাতা ধর্মীয় সমাজ ব্যাবস্থার জন্য কান্নাকাটি করা বোকামি ছাড়া আর কিছু না। অন্যান্য প্রাচিন জিনিষ আমরা যেভাবে মুল্যবান মনে করে যাদুঘরে রেখে দেই, আমাদের উচিৎ ধর্মটাকে আরও তেতো হওয়ার আগেই সযত্নে সসন্মানে যাদুঘরে রাখা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২১

রসায়ন বলেছেন: আপনার দৃষ্টিতে যা বুঝেছেন তাই বললেন হয়তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.