![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি।
বিখ্যাত গ্রিক দার্শনিক এপিকিউরাস(341-270 BC) 'ঈশ্বর' এর অস্তিত্বের আসাড়তা সম্পর্কে এভাবে বলেচিলেন;
ঈশ্বর কি অন্যায়-অবিচার-অরাজকতা নিরোধে ইচ্ছুক, কিন্তু অক্ষম?
তাহলে তিনি সর্বশক্তিমান নন।
তিনি কি সক্ষম কিন্তু অনিচ্ছুক?
তাহলে তিনি পরম দয়াময় নন, বরং অপকারি সত্তা।
তিনি কি সক্ষম এবং অনিচ্ছুক দুটোই?
তাহলে অন্যায়-অবিচার-অরাজকতা পৃথিবীতে বিরাজ করে কীভাবে?
তিনি কি সক্ষমও নন, ইচ্ছুকও নন?
তাহলে কেন তাকে অযথা 'ঈশ্বর' নামে ডাকা?
অকাট্য এই যুক্তিটি 'The Oxford Companion to Philosophy' স্বীকার করে নিয়েছে
©somewhere in net ltd.