![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি।
১ ঐ মামা বাস ছার না ক্যা।
২ ড্রাইভার শালায় মাইনষ্যের জাত ই না।
৩ পরের বাস আগে চইলা যাইতেছে।
৪ অই ড্রাইভার সিগন্যাল পার হও।
৫ ভাড়া নিতে আহুক, ভাই আপনারা কেও ভাড়া দিইয়েন না
৬ ট্রাফিক পুলিশ আরেক মাদার ****দ ঐ লাইন কতখন যাবদ ছাইরা রাখছে।
৭ আইজকা মনে হয় বেসি জ্যাম
৮ হাসিনার বিয়া নাকি ( এইটা অবশ্য নতুন world cup lighting দেখে কোন এক যাত্রির মন্তব্য)
৯ সবাই নিজেরটা ভাল বুঝে, আমাগোও তো চলতে হইব, আগে দিনে ৫ সিংগেল ট্রিপ দিতাম এহন দুইডাও দিতে পারি না।
১০ মামা এখন যাও সারা রাস্তা খারাইয়া আছিলা।
১১ শালায় ইচ্ছা কইরা এই সিগন্যালে আটকাইল।
১২ শালাগো কাছে মাইনষের সময়ের কোন দামি নাই।
১৩ ঐ ভাড়া কইবার দিমু
১৩ ভাড়া পরে দিমুনে, এহন দিলে তো আবার চাইবি।
******* আপনাদের আরো কিছু মনে পড়লে বলতে পারেন*******
২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৭
বেকার সব ০০৭ বলেছেন: ১/ মামা কই যাইবেন
২/ বাম পা দিয়া নামেন
৩/ মামা মহিলা আছে নামাই দিয়
৪/ মামা হাফ ভাড়া রাখ স্টুডেন্ট
৫/
৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৮
দালাল০০৭০০৭ বলেছেন: হা হা আমরা বাঙ্গলৗ অনুকরন প্রিয়।
৪| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৭
সীমানা ছাড়িয়ে বলেছেন: ওস্তাদ বেরেক, লেডিস নামব।
বাই (ভাই) বারাডা (ভাড়াটা) দিয়েন।
যাক বরাবর যাও, বারাই যাও।
এই পিজি শাহবাগ নামবার নাই? যাও, বারাই যাও।
গাড়ি আর যাইব না, নামেন, ফারমগে আগারগাও তালতলা ১০ ১১ ১২ সব নামেন (গাড়ি আচমকা কাওরানবাজারের জাম দেখে ইউ-টার্ন নিবে)।
সিঙ্গাল পরসে, নাইমা যান, সামনে বেরেক হবে না।
৫| ১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৩
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: বারা বেশি চাস ক্যা ?? (বেশি না চাইলেও)
ঐ কন্ডাক্টর আর প্যাসেঞ্জার উঠাইস না (নিজে উঠার পর)
একটু দেইখা নামেন (ভয়ংকর ভীড়ে একটু ঘষা লাগলে)
গরুর গাড়ী চলতাছে (মেট্রোপলিটন এলাকায় ৪০/কি চলা সম্ভব?)
৬| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৭
শান্তির দেবদূত বলেছেন:
১। উস্তাদ, বামে প্লাস্টিক
২। এই সিট, খালি খালি ডাইরেক্ট গুলিস্তান ডাইরেক্ট গুলিস্তান
৩। এক ভাড়া কয়বার চাস?
৪। মামা, টিকেট দেখি
৭| ১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
আদম_ বলেছেন: চাপেন, পিছে চাপেন, পিছে খালি ( সুই ফালানোর জায়গা নাই)।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:১২
মদন বলেছেন: সবই তো বইলা দিলেন