নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

শিক্ষাস্তরের ব্যাপক পরিবর্তন আসছে!!

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৫

✅১ম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না! হবে স্কুল পারফর্মেন্স অনুযায়ী মূল্যায়ন।

✅৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত অভিন্ন বই হবে ১০টি। সব শিক্ষার্থীকে একই বই পড়তে হবে। বইগুলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম, জীবন ও জীবিকা, স্বাস্থ্য শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি।

✅এসএসসি পরীক্ষা হবে শুধু ১০ম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী। (৯ম+১০ম বাদ)

✅একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শাখা বিভক্ত হওয়ার সুযোগ থাকবে।

✅একাদশে বাংলা, ইংরেজি ও তথ্য-প্রযুক্তি বাধ্যতামূলক। অপশনাল থাকবে বিজ্ঞান/কলা/ব্যবসার তিনটি বিষয়। (যেমন পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিতের মধ্যে যেকোনো তিনটি। তবে এর সাথে আর্টসের একটি বিষয় নেয়ারও সুযোগ থাকতে পারে।)
বিজ্ঞানের ছাত্র আবশ্যিক বাংলা, ইংলিশ ও আইসিটির সাথে বিজ্ঞানের পদার্থ-রসায়ন নিয়ে আরেকটি আর্টসের বিষয় (যেমন পৌরনীতি) নিতে পারবে!

✅এইচএসসি হবে দুইটি পাবলিক পরীক্ষা। একাদশে ছয়টি পার্ট, দ্বাদশের শেষে বারোটি পার্ট।

✅একাদশ দ্বাদশের বইগুলো হবে তিনপত্রের। যেমন পদার্থ বিজ্ঞান প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পত্র।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুরানো খবর

২| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


ভালোর দিকে যাচ্ছে

৩| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৬

নীল আকাশ বলেছেন: কোন দিকে বুঝা মুসকিল? এর আগের বারও সুন্দর সুন্দর কথা বলে নির্বোধ নাহিদ পুরো শিক্ষা ব্যবস্থাকেই ধংশ করে দিয়েছিল। এই সরকারের কাজকর্ম না বড়ই সন্দেহ জনক।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:১২

অখ্যাত নবাব বলেছেন: বাস্তবায়িত হলে আমার হিংসে হবে!
তবে আনন্দিত হবো নিজেদের সন্তানদের জন্য!

৫| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ২:১৮

আকতার আর হোসাইন বলেছেন: প্রথম থেকে তৃতীত শ্রেনীর নিয়মটা ঠিক আছে। সাধুবাদ জানাই। তবে বাকি নিয়মগুলো কতটুকু ফলপ্রসূ হবে সেটা এখনই বলা যাচ্ছে না।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৮

নূর আলম হিরণ বলেছেন: পিএসসি পরীক্ষার কি হলো?

৭| ১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: যেভাবেই হোক লেখাপড়ার মান বাড়ুক।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩১

করুণাধারা বলেছেন: যত নতুন ব্যবস্থা নেয়া হয়েছে, শিক্ষার মান তত কঠিন হয়েছে। উদাহরণ স্বরূপ সৃজনশীল পদ্ধতি; বলা হয়েছিল এই পদ্ধতি চালু হলে নোট, কোচিংয়ের কোন দরকার হবে না। অথচ হলো তার উল্টো। তাই আমি বিশ্বাস করতে পারছি না যে, শিক্ষার মানোন্নয়নের জন্য এই ব্যবস্থা। সময়ই সব বলে দেবে...

৯| ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩

ইমরান আশফাক বলেছেন: যাক, পরিবর্তন টা খুব দরকার ছিল। এখন কোচিং ক্লাসের কি হবে?

১০| ১৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৮

রায়হান চৌঃ বলেছেন: একাদশ এ বিজ্ঞান ও গণিত কে অপশনাল কেন করা হচ্ছে আমার জানা নেই, এ ক্ষেত্রে যদি আমার সুযোগ থাকতো তবে আমি এই দুটো সাবজেক্ট কে অষ্টম শ্রেণিতে মেজর সাবজেক্ট হিসেবে অন্তভুক্ত করতাম। বিজ্ঞান ও গণিত ছাড়া কি করে তথ্য- প্রযুক্তিবিদ তৈরি হয় আমার বেদগম্য নয়।

আবার হতে ও পারে, কোন টোকাই শ্রেণির গাঞ্জা মন্ত্রীর দ্বারা সবই সম্ভব।

অবশেষে বলব, যদি এ ধরনের কিছু হয় তবে ভবিষ্যতের বাংলাদেশ বিজ্ঞান শূন্য হতে যাচ্ছে।

চলেন জেরে সোরে বলি "জয় বাংলা... জয় গাঞ্জা"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.