![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মুক্ত, বন্ধনহীন।
আমি মুক্তির পাগল।
আমি বয়ে চলি অভিরাম স্রোতসিনীর মত।
আমি গদ্যে - পদ্যে মিশেল অগনিত কবিতার পঙ্কতিমালা।
আমি সপ্তরঙ্গে রাঙ্গা রংধনু।
রুপ বদলাই বারবার।
তাই কী করে বুঝবে কোনটা আসল রুপ আমার?
আমি ছদ্মবেশী সম্রাট তাই বারবার নানান বেশ ধরি।
আমি বহুরূপি.....
ক্ষনে ক্ষনে রূপ বদলাই।
কখনো লোহিত, কখনো নীলাভ,
কখনো হরিৎ, কখনো হরিদ্রা,
কখনো শ্বেত, কখনো কূৃষ্ণা ।
কখনো হয়ে পড়ি বর্ণহীন ।
আমি হরষের সিন্ধুতে বিষাদের উত্তাল মহা উর্মি ।
কখনো সম্মুখে ছুটে চলি হর্দম ।
ফের লুটে পড়ি মৃত্তিকার কোলে ।
কখনো আবার রোষে উঠি তপ্ত হুতাশন হয়ে।
কথনো আবার হীমেল সমিরন হয়ে ছুটি।
কখনো শান্ত কপোতির মত নি:স্তব্দ হয়ে পড়ি।
কখনো সূচনা, কখনো অবসান।
কখনো শোরগোল , কখনো শান্ত।
কখনো দূর্বার, দূর্বোধ; দূজ্ঞেয়-
কখনো বা নুয়ে যাই পথ-প্রান্তরে।
কখনো সংকির্ণ কখনো বা দূর প্রসারী,
কখনো দুস্তর পারাবার.....
কখনো শিকারী ব্যাঘ্রের মত হঙ্কার ছাড়ি।
কখনো আধিঁয়ার , কখনো আলোক,
কখনো শর্বরী, কখনো দিবালোক।
কখনো অর্যমা, কখনো শশধর।
আমি তিলোত্তমা ললনার দর্পন
তাই তার রূপ দেখে আমাতে,
কখনো ত্বন্নী বালিকার চরণে শিঞ্জনী
আর ষোড়শির করে কঙ্কন।
কখনো ফরেনার , কখনো বাঙ্গাল
কখনো ধনরাজ, কখনো কাঙ্গাল।
কখনো ক্ষুদ্র , কখনো বৃহত্তম,
কখনো শীর্ণ, কখনো বলিয়ান।
আমি তাজ্জ্যব ! মহা তাজ্জব !!
আমি তাজিয়া।
আমি তালেবর, মহা তালেবর!
তালে তালে যাই বাজিয়া।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৮
আমি সেই অভিলাষ মাহমুদ বলেছেন: ব্লগে এটা আমার প্রথম লেখা