![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ ব্যাখ্যা করলে বাধিত হবো।
২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৮
এভাটার বলেছেন: তাহলে বন্ধু ডাকতে সমস্যা কোথায়?
২| ২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪১
ইমন সরওয়ার বলেছেন: সমস্যা আছে, কমিউনিস্ট বোঝা যায় না।
৩| ২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৩
বিপরীত স্রোত বলেছেন: কমেরেড শব্দের অর্থ বন্ধু, মিত্র বা সহযোগী বাম আন্দোলনে জড়িত নেতা কর্মিরা একে অপরের সাথে কুশল বিনিময় করার সময় এই শব্দ ব্যবহার করে ফরাসি বিপ্লব কমরেড শব্দ প্রচলনে ব্যাপক অবদান রেখেছিল বিপ্লবের পূবে অভিজাত ধনিক সম্প্রদায় একে অপরকে monsieur and madame (literally, "milord" and "milady") উপাধি দিয়ে কুশল বিনিময় করত বিপ্লবের পড় বামেরা এসকল শব্দকে বর্জন করে কমরেড শব্দটি প্রচলন করে
২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৫
এভাটার বলেছেন: কমরেড একটা সেনা পদবী। এটাকে বুর্জোয়া পুজিঁবাদী দেশগুলোর ইংরেজী ভাষাভাষী লোকজন ব্যবহার করতে পারে, কিন্তু পূর্ব-পশ্চিম বাংলায় এর বাংলাটাই কি যুক্তিযুক্ত নয়?
৪| ২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৫
সৈয়দ আমিরুজ্জামান্ বলেছেন: বিপরীত স্রোত বলেছেন: কমরেড শব্দের অর্থ বন্ধু, মিত্র বা সহযোগী বাম আন্দোলনে জড়িত নেতা কর্মিরা একে অপরের সাথে কুশল বিনিময় করার সময় এই শব্দ ব্যবহার করে ফরাসি বিপ্লব কমরেড শব্দ প্রচলনে ব্যাপক অবদান রেখেছিল বিপ্লবের পূবে অভিজাত ধনিক সম্প্রদায় একে অপরকে monsieur and madame (literally, "milord" and "milady") উপাধি দিয়ে কুশল বিনিময় করত বিপ্লবের পড় বামেরা এসকল শব্দকে বর্জন করে কমরেড শব্দটি প্রচলন করে
ইমন সরওয়ার বলেছেন: আমি যতটুকু জানি, কমরেড মানে বন্ধু। তবে এটি রাজনৈতিক বন্ধু - সমগোত্রীয় বন্ধু। বামরা একে অন্যকে কমরেড বলেই ডাকে।
৫| ২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৮
বিপরীত স্রোত বলেছেন:
৬| ২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৪
ফাহাদ চৌধুরী বলেছেন: আমি ভাই অত সত বুঝতে চাই না । শুধু জানি যারা চে এর আদর্শ ধারন করে তিনিই কমরেড । একান্ত ব্যক্তিগত মতামত ।
৭| ২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২১
লালসালু বলেছেন: এত ভেজাল বুঝি না। কম মানে 'অল্প' আর রেড মানে 'লাল'। তারমানে যেই লোক অল্প লাল তিনিই কমরেড। পোষ্টের ছবিটার ক্যাপের রঙ পুরা লাল। তারমানে উনি কমরেড নন! আপনার কমেন্ট আশা করছি।
৮| ২২ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫২
বিপ্লব৯৮৪২ বলেছেন: ফাহাদ চৌধুরী বলেছেন: আমি ভাই অত সত বুঝতে চাই না । শুধু জানি যারা চে এর আদর্শ ধারন করে তিনিই কমরেড । একান্ত ব্যক্তিগত মতামত ।
..................................................................................................
সহমত ।
রাশেদ খান মেননের নামের আগে কমরেড লেখা হয় তা আমার জানা নেই ।
যদি হয়েই থাকে তাহলে বলব এই কমরেড মানে "সুবিধাবাদ জিন্দাবাদ" বা "ব্রিফকেস পার্টির নেতা" এই জাতীয় কিছু ।
৯| ২২ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৯
লাল সাগর বলেছেন: 'ম্যাক্সিম গোর্কির' মা বইটা পড়ে দেখে উত্তর পান কি না।
১০| ২২ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
ও.জামান বলেছেন: রাশেদ খান মেননের নামের আগে কমরেড ব্যবহার করা হলে মার দেব।
১১| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৬
কমরেড ফারুক বলেছেন: আমি শেষ.. আমারে নিয়ে গবেষণা...
১২| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৬
আসিফ তানজির বলেছেন: আমার মতে যদি কমরেড কেউ থেকে থাকে সেটা হল চে গুয়েভারা
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৬
ইমন সরওয়ার বলেছেন: আমি যতটুকু জানি, কমরেড মানে বন্ধু। তবে এটি রাজনৈতিক বন্ধু - সমগোত্রীয় বন্ধু। বামরা একে অন্যকে কমরেড বলেই ডাকে। আবার চরমপন্থী ডাকাতরাও একে অন্যকে বন্ধু বলেই ডাকে। বুইজ্জা লন ...।