নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও সভ্য হতে চাই\nতুলতুলে এক মুখোশ পড়েছি তাই\nবেছে নিয়েছি বৈড়ালব্রত\nমানবতার জামা গায়ে আমিও সেজেছি তোমাদের মত

অভি নন্দলাল

অভি নন্দলাল › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্পের গল্প

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬


বাংলাদেশের কীর্তিমান কিছু লেখক এবং তাঁদের লেখার সাথে পরিচিত হওয়ার সবচেয়ে ভাল মাধ্যম হল সংকলিত গল্পের বই। বিশ্বসাহিত্য কেন্দ্রের ভূমিকা এক্ষেত্রে অগ্রগন্য।একটা গল্প সংকলনের মাত্র ২০০/২৫০ পৃষ্ঠায় পরিচিত হওয়া যায় প্রায় ২০ জন খ্যাতিমান লেখকের সৃষ্টির সাথে।থ্রিলার,অনুবাদ সাহিত্য আর ওপার বাংলার সাহিত্যিকদের তীব্র আধিপত্যে বাংলাদেশের কীর্তিমান লেখক ও তাঁদের সৃষ্টিকে চিনে নেওয়ার এর থেকে মোক্ষম আর সহজ উপায় আর হয় না।বাংলাদেশের পাঠক হয়ে আমরা যদি সেটা না করতে পারি সেটা কিন্তু বেশ লজ্জারই।
‘বাংলাদেশের ছোটগল্প’ এই শিরোনামে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশ করেছে তিনটি গল্প সংকলন।প্রথম খন্ডে স্থান পেয়েছে ১৯৪০ এর আগে জন্ম নেয়া লেখকদের গল্প।আহমাদ মোস্তফা কামালের ও দীর্ঘ ভূমিকার প্রথম খন্ডে স্থান পেয়ছে মোট বিশটি গল্প। ভীষণ মুগ্ধতা নিয়ে পড়েছি অতুলনীয় স্বাদের প্রতিটি গল্পই।অথচ বইয়ের এগারোজন গল্পকারের নামই জানতাম না আগে।কি লজ্জা!
সুপরিচিত লেখকদের মধ্যে রয়েছেন শওকত ওসমান।জহির রায়হান,ওয়ালীউল্লাহ,আল মাহমুদ,আবু ইসহাক,আলাউদ্দিন আল আজাদ, হাসান আজিজুল হক -এঁনারা।
ওয়ালীউল্লাহর ‘তুলসী গাছের আত্মকাহিনী’ স্কুলের পাঠ্যবইয়ে পড়লেও দেশবিভাগের সকরুণ চিত্রটা, তুলসী গাছওয়ালা বাড়ি দখল নেওয়া মানুষ কটির মনস্তাত্বিক বিশ্লেষনটুকু ঠিক ততটা অনুধাবন করতে পারিনি তখন।এতদিন পরে সেই লাইনকটি যেন নতুন ভাবে সামনে আসে –“উঠোনের শেষে তুলসীগাছটা আবার শুকিয়ে গেছে।তার পাতায় খয়েরী রং।সেদিন পুলিশ আসার পর থেকে কেউ তার গোড়ায় পানি দেয় নি।সেদিন থেকে গৃহকর্ত্রীর ছলছল চোখের কথাও আর কারো মনে পড়ে নি।
কেন পড়েনি সে কথা তুলসী গাছের জানবার কথা নয়,মানুষেরই জানবার কথা”।
‘আত্মজা এবং একটি কবরী গাছ’ আমার পড়া হাসান আজিজুল হকের প্রথম গল্প এটি।এরকম একটি শক্তিশালী গল্প আমি আমার ক্ষুদ্র পাঠক জীবনে আর পড়েছি কিনা মনে করতে পারি না।
জহির রায়হানের ‘সময়ের প্রয়োজনে’ গল্পটাও আমাদের সময় স্কুলের পাঠ্যবইয়ে ছিল।জহির রায়হানের গল্প বলার ঢংটাই এমন যে গল্পের সেই মুক্তিযোদ্ধার মলাট বাঁধানো খাতার লাইনগুলো সিনেমা হয়ে চোখের সামনে চলে আসে। “……যে যেদিকে পারছে ছুটছে।কাঁচকি মাছের মত চারপাশে ছিটকে যাচ্ছে সবাই।
হেলিকপ্টার মাথার উপরে নেমে এল।
তারপর মনে হল একসঙ্গে অনেকগুলো বাজ পড়ল………কিছু দেখতে পাচ্ছি না।অনেক শব্দের তান্ডব।মেশিনগানের শব্দ।বাচ্চাদের কান্না।মানুষের আর্তনাদ।কাতরোক্তি।কয়েকটা কুকুরেরে চিৎকার।মেশিনগানের শব্দ।মানুষের বিলাপ।একটা কিশোরের কন্ঠস্বর বা’জান।বা’জান………”।
ভূমিকাতেই আহমাদ মোস্তফা কামাল জহির রায়হানের গল্প তার মতামত দিয়েছেন-‘তার গল্প যেন চলচিত্রের চিত্রনাট্য।একেকটি শব্দ দিয়েই একেকটি চিত্র নির্মান করেন তিনি’।
এছাড়াও এ বইয়ে আছে শকত ওসমানের ‘ঈশ্বরের প্রতিদ্বন্দী’,শাহেদ আলীর ‘জিব্রাইলের ডানা’,আলাউদ্দিন আল আজাদের বৃষ্টি,সৈয়দ শামসুল হকের ‘নেপেন দারোগার দায়ভার’ জ্যোতিপ্রকাশ দত্তর ‘পুনুরুদ্ধার’ আল মাহমুদের ‘জলবেশ্যা’র মত সুপাঠ্য কিছু গল্প ।
সর্বোপরি বেশ ভাল লাগছে বইটা।নতুন করে ছোটগল্পের প্রেমে পড়লাম আবার।

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার। নামটি মনে রাখলাম।

বইটির কি পিডিএফ আছে?

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

অভি নন্দলাল বলেছেন: ধন্যবাদ আপনাকে ।পি ডি এফ পড়া হয়না একদম। তাই ঠিক বলতে পারলাম না।

২| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার বলেছেন| পুব বাংলায় বসবাস করে বাংলাদেশের লেখকদের চিনব না এটা চরম লজ্জার|
আপনার উল্লেখকরা বেশির ভাগ গল্পই পড়েছি|
আত্মজা ও একটি কবরীগাছ আমার এজীবনে পড়া শ্রেষ্ঠ ছোটগল্প বলে মনে করি| এ নামে হাসান আজিজুল হকের একটা বইও আছে| পারলে পড়ে নেবেন|

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

অভি নন্দলাল বলেছেন: আপনাকে ধন্যবাদ। হাসান আজিজুল হকের সেই বইটাও কি তাঁর গল্পের সংকলন??

৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০২

পুলহ বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট। অনেক ধন্যবাদ লেখককে। ইনশাল্লাহ অতি দ্রুত সংগ্রহ করবো :)

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৫

অভি নন্দলাল বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: হ্যাঁ| মোট আটটা গল্প আছে| বাংলা সাহিত্যের নতুন এক দিকে যাত্রা শুরু এবইয়ের হাত ধরেই| প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ সালে| এখন পর্যন্ত প্রচুর সংস্করণ বের হয়েছে, হচ্ছে|

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

অভি নন্দলাল বলেছেন: ভাই একটু জালাচ্ছি ।কষ্ট করে যদি ঐ বইয়ের দুই একটা গল্পের নাম বলতেন উপকৃত হইতাম । হাসান আজিজুল হকের একটা গল্পসমগ্র দেখেছি ,ঐটাতে যদি আত্মজা ও একটি কবরীগাছ এই বইয়ের গল্পগুলো থাকে তাহলে দ্বিধা ছাড়া কিনে ফেলতাম।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক সময় বইএর পোকা ছিলাম । এখন ছাপানো বই পরার সময় পাইনা ।
সারাদন ল্যাপটপে পড়ে থাকি । পিডিএফ পেলে ট্রাই করতাম ।

১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

অভি নন্দলাল বলেছেন: পিডিএফ এ বইয়ের মজাটা ঠিক আসে না, হাতে ছুঁয়ে ছুঁয়ে পাতা ওল্টানোর আনন্দটা পাওয়া যায় না তো।
এই বইয়ের পিডিএফ আছে কিনা জানিনা ।পাইলে আপনেরে দিবনে ।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

ক্লান্ত তীর্থ বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য :)

১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

অভি নন্দলাল বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

ক্লান্ত তীর্থ বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য :)

৮| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

হাসান মাহবুব বলেছেন: রিভিউটা আরো একটু বড় হলে ভালো লাগতো।

১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

অভি নন্দলাল বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য । পরেরবার মাথায় রাখব ।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

শামছুল ইসলাম বলেছেন: আপনার মত আমারও মনে হচ্ছে, কি লজ্জাঃ

//‘বাংলাদেশের ছোটগল্প’ এই শিরোনামে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশ করেছে তিনটি গল্প সংকলন।প্রথম খন্ডে স্থান পেয়েছে ১৯৪০ এর আগে জন্ম নেয়া লেখকদের গল্প।আহমাদ মোস্তফা কামালের ও দীর্ঘ ভূমিকার প্রথম খন্ডে স্থান পেয়ছে মোট বিশটি গল্প। ভীষণ মুগ্ধতা নিয়ে পড়েছি অতুলনীয় স্বাদের প্রতিটি গল্পই।অথচ বইয়ের এগারোজন গল্পকারের নামই জানতাম না আগে।কি লজ্জা!//

বইগুলো কিনতে হবে।

লেখক বলেছেনঃ

//পিডিএফ এ বইয়ের মজাটা ঠিক আসে না, হাতে ছুঁয়ে ছুঁয়ে পাতা ওল্টানোর আনন্দটা পাওয়া যায় না তো।//--- সহমত।

ভাল থাকুন। সবসময়।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

অভি নন্দলাল বলেছেন: পড়ে ফেলুন । ভাল থাকুন আপনিও ।

১১| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর শেয়ার । পড়ার ইচ্ছে জাগলো ।

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

অভি নন্দলাল বলেছেন: পড়ে ফেলুন, ভাল লাগবে আশা করি । ধন্যবাদ ।

১২| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৩

হামিদ আহসান বলেছেন: অামি কিনেছি সেদিন৷ পড়া হয় নি এখনও৷ ধন্যবাদ পোস্টের জন্য .।

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

অভি নন্দলাল বলেছেন: ধন্যবাদ আপনাকেও । সময় করে পড়ে ফেলুন ।

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২৪

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর শেয়ার।সব পড়া হয়নি।পড়তে হবে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

অভি নন্দলাল বলেছেন: পড়ে ফেলুন , ভাল লাগবে ।ধন্যবাদ অাপনাকে ।

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

এহসান সাবির বলেছেন: দারুন পোস্ট।

শেয়ার ধন্যবাদ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

অভি নন্দলাল বলেছেন: ধন্যবাদ অাপনাকে ।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

নিকোলাস কলম্বাস বলেছেন: অপূর্ব !!!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

অভি নন্দলাল বলেছেন: ধন্যবাদ জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.