নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর বুকে চির অমর হয়ে থাকা কিছু ভাষাবিজ্ঞানী\'র পরিচিতি (পার্ট ৩)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

পৃথিবীর বুকে চির অমর হয়ে থাকা কিছু ভাষাবিজ্ঞানী'র পরিচিতি (পার্ট ১)
পৃথিবীর বুকে চির অমর হয়ে থাকা কিছু ভাষাবিজ্ঞানী'র পরিচিতি (পার্ট ২)

ডেভিড ক্রিস্টাল
ডেভিড ক্রিস্টাল, ওবিই, এফবিএ, এফএলএসডব্লিউ তিনিও একজন ব্রিটিশ ভাষাবিজ্ঞানী তিনি অবশ্য একাডেমিক এবং লেখক ছিলেন।

ডেভিড ডিরিঙ্গার
ডেভিড ডিরিঙ্গার তিনি একজন ব্রিটিশ ভাষাবিজ্ঞানী এবং প্রত্নবিদ ও লেখক ছিলেন। তিনি লিখন পদ্ধতির ওপরেও বহু জনপ্রিয় বইও লিখেছেন।


নিকোলাই ত্রুবেৎস্কোয়
রাজপুত্র নিকোলাই সের্গেইয়েভিচ ত্রুবেৎস্কোয় তিনিও ছিলেন একজন রুশ ভাষাবিজ্ঞানী এবং চেকোস্লোভাকিয়ার প্রাহা বা প্রাগ শহরে অবস্থিত সাংগঠনিক ভাষাবিজ্ঞান ধারার অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন। তাকে রূপধ্বনিতত্ত্বের জনক হিসেবে গণ্য করা হয়।

ভাষাবিজ্ঞানের ধ্বনিতত্ত্ব শাখায় ত্রুবেৎস্কোয় অসামান্য অবদান রেখেছেন। তিনি বিভিন্ন ভাষার ধ্বনিতাত্ত্বিক সংশ্রয়গুলোর phonological systems বিশ্লেষণ করেন এবং সেগুলো থেকে সাধারণ এবং সার্বজনীন ধ্বনিতাত্ত্বিক বিধি আবিষ্কারের চেষ্টা করেন। তার জীবনের শ্রেষ্ঠ কাজ Grundzüge der Phonologie ধ্বনিতত্ত্বের মূলনীতি যা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। এই বিখ্যাত গ্রন্থেই তিনি কোন ভাষার গঠনের ক্ষুদ্রতম স্বতন্ত্র এককের সংজ্ঞা দেন ও এর নাম দেন স্বনিম phoneme। তার এই গ্রন্থ ধ্বনিতত্ত্বকে ধ্বনিবিজ্ঞান থেকে পৃথক একটি শাখা হিসেবে প্রতিষ্ঠায় বড় ভূমিকা পালন করে।

নোম চমস্কি
আভ্রাম নোম চমস্কি ছিলেন একজন আমেরিকান দার্শনিক ও ভাষাবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী এবং যুক্তিবিদ। তিনি ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনলজির ভাষাবিজ্ঞান বিভাগের সংখ্যাতিরিক্ত ইন্সটিটিউট অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন যেখানে তিনি তার জীবনের গত পঞ্চাশ বছর ধরে কাজ করে চলেছেন। তার কাজের বাইরেও তিনি যুদ্ধ, রাজনীতি এবং গনমাধ্যম নিয়ে লেখালেখি করেন। তিনি প্রায় ১০০ টি বইয়ের লেখক।চমস্কিকে বিংশ শতাব্দীর তাত্ত্বিক ভাষাবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব সৃষ্টিশীল ব্যাকরণ এর জনক হিসেবে গণ্য করা হয়।

পল পোস্টাল
পল পোস্টাল তিনিও ছিলেন একজন মার্কিন ভাষাবিজ্ঞানী। তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।

পিটার ল্যাডিফোগিড
পিটার নিলসেন ল্যাডিফোগিড একজন ইংরেজ মার্কিনী ভাষাবিজ্ঞানী এবং ধ্বনিবিজ্ঞানী যিনি বিলুপ্তপ্রায় ভাষার শব্দ উপাত্ত সংগ্রহের জন্য সারা পৃথিবী ঘুরে বেড়াতেন।

তথ্যসূত্র আগে হয়েছে একবার আবার শেষ পর্বে দিয়ে দেবো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।







ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.