![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৯৫৬ সালের ১৬ই অক্টোবর তার পিতার কর্মস্থল সূত্রে বরিশাল জেলায় জন্ম গ্রহণ করেন।
তিনি একজন প্রয়াত বাংলাদেশী কবি এবং গীতিকার যিনি প্রতিবাদী রোমান্টিক হিসাবেও বেশ খ্যাত ছিলেন। আশির দশকে কবিকণ্ঠে কবিতা পাঠে যে কজন কবি বাংলাদেশী শ্রোতাদের কাছে প্রিয় হয়ে ওঠেছিলেনন তিনি তাদের মধ্যে অন্যতম একজন হলেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ । তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম একটি হল বাতাসে লাশের গন্ধ। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর স্মরণে বাংলাদেশের বাগের হাট জেলর মোংলার মিঠেখালিতে গড়ে উঠেছে রুদ্র স্মৃতি সংসদ ।
বাতাসে লাশের গন্ধ
আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…
এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?
বাতাসে লাশের গন্ধ ভাসে
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো।
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধাঁর,
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী,
স্বাধীনতা – একি হবে নষ্ট জন্ম ?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ?
জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।
বাতাশে লাশের গন্ধ
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান।
মাটিতে রক্তের দাগ –
চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়
এ চোখে ঘুম আসেনা। সারারাত আমার ঘুম আসেনা-
তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার,
নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ
মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস্য শরীর
ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি
ঘুমুতে পারিনা…
রক্তের কাফনে মোড়া – কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে
সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা।
স্বাধীনতা, সে আমার – স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন –
স্বাধীনতা – আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।
ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জাতীয় কবিতা পরিষদ গঠনের অন্যতম একজন উদ্যোক্তা।এবং জাতীয় কবিতা পরিষদেরও প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক। তিনি ১৯৭৫ সালের পরের সবকটি সরকারবিরোধী এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন । প্রতিবাদী কবি হিসেবে খ্যাতি ছিল তার। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণআন্দোলন, ধর্মনিরপেক্ষতা, এবং অসাম্প্রদায়িকতা তার কবিতায় বলিষ্ঠভাবে উপস্থিত। তাছাড়াও স্বৈরতন্ত্র ও ধর্মের ধ্বজাধারীদের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল উচ্চকিত। কবিকন্ঠে কবিতা পাঠে যে কজন কবি কবিতাকে শ্রোতৃপ্রিয় করে তোলেন তিনি তাদের মধ্যেও অন্যতম।তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে সাতটি কাব্যগ্রন্থ ছাড়া ও গল্প, কাব্যনাট্য এবং ভালো আছি ভালো থেকো সহ অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেন।
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রকাশিত গ্রন্থ হলঃ
১৯৭৬ সালে প্রকাশিত কবিতা উপদ্রুত উপকূল ।
১৯৮২ সালে প্রকাশিত কবিতা ফিরে পাই স্বর্ণগ্রাম ।
১৯৮৪ সালে মানুষের মানচিত্র ।
১৯৮৬ সালে ছোবল ।
১৯৮৮সালে দিয়েছিলে সকল আকাশ ।
১৯৯০ সালে মৌলিক মুখোশ ।
তাছাড়াও তার ছোট গল্প সোনালি শিশির।এবং নাট্যকাব্য বিষ বিরিক্ষের বীজ ও বড়গল্প মনুষ্য জীবন।তিনি ১৯৮১সালের ২৯শে জানুয়ারি বহুল আলোচিত নারীবাদী লেখিকা তাসলিমা নাসরিনকে বিয়ে করেন। ১৯৮৮ সালে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। ১৯৯১ সালের ২১শে জুন রুদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন।
তথসূত্রঃ
বাংলা পিডিয়া। এবং ২০১১ সালে প্রথম আলো প্রকাশিত রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী পালিত ।
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ফাহিম ভাই।
২| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
স্বল্প সময়ে অনেক কিছু করেছিলেন।
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪
ব্লগ সার্চম্যান বলেছেন: বেঁচে থাকলে হয়ত আরো কিছু করতেন।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
কৃষ্ণকবি বলেছেন: শুভ জন্মদিন প্রিয় কবি
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮
প্রামানিক বলেছেন: জন্মদিনের পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৫
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
আমি কবিতাটি পড়িনি, আজ পড়ে আনেক ভাগ্যবান মনে করছি।
অমর কথামালায় বাস্তবচিত্রের চিত্রায়ন করে গেছেন প্রয়াত কবিবর।
তাঁর জন্মবার্ষিকীতে হৃদয় গভীর থেকে শ্রদ্ধা ভালোবাসায়- শ্রদ্ধাঞ্জলি ।
পোষ্টের জন্য কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছি।
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬
ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই ।
৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
স্বল্প সময়ে অনেক কিছু দিয়েগেছেন। অনেক প্রতিভাধর ছিলেন।
আরো অনেক দেয়ার ছিল।
জন্মদিনে শুভেচ্ছা রইলো।
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭
ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক ধন্যবাদ হাসান কালবৈশাখী ভাই ।
৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১০
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ বাংলা কবিতার জগতে একটি উজ্জ্বল নক্ষত্র। আমাদের প্রিয়তম শব্দ শ্রমিক। বিস্ময়কর তার কাব্যশৈলী ও গান। ভাষা ও বানানে ব্যতিক্রমী ও অনন্য।
প্রিয় এই কবির জন্মদিনে এই পোস্ট সত্যি খুব ভালো লাগলো। শুভেচ্ছা ও শুভকামনা রইল।
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৪
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
৯| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৯
ব্লগ মাস্টার বলেছেন: কবিকে জন্মদিনের শুভেচ্ছা।
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৫
ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগ মাস্টার ।
১০| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৮
নতুন বিচারক বলেছেন: প্রিয় কবির জন্মদিনে এই পোস্টটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৬
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
১১| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিকে জন্মদিনের শুভেচ্ছা।
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৬
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।
১২| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৪
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার জন্য জানা হল।
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৮
ব্লগ সার্চম্যান বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ মফিজ ভাই।
১৩| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৬
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ।
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৯
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
১৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কবি কী অসুখে অকালে মারা গেলেন?
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫২
ব্লগ সার্চম্যান বলেছেন: বলতে পারলাম না।
১৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
সোহানী বলেছেন: ভালো আছি ভালো থেকো অসাধারন সুন্দর গানটি রচয়িতা............ ভালো লাগলো........
অনন্য দায়িত্বশীল আমি ... কবি কী অসুখে অকালে মারা গেলেন সেটা কি খুব প্রয়োজনীয়? তার কর্মই কি আমাদের দেখা উচিত নয়?
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৩
ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সোহানী আপু।
১৬| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৮
ANIKAT KAMAL বলেছেন: সবাই পারে না কেউ কেউ পারে
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ঠিক বলেছেন ভাই আর সত্যটা কেও কেও বুঝার চেষ্টাও করে না ।অনেক ধন্যবাদ ভাই।
১৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সরি ভাই আসলে আমার উপরের মন্তব্যটি করা ঠিক হয়নি। দয়াকরে মন্তব্যটি ডিলিট করে দিন। ধন্যবাদ।
০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:৪৪
ব্লগ সার্চম্যান বলেছেন: দিয়েছি তবে একটু হিসেব করে কমেন্ট করলে ভালো হবে অন্তত ভদ্রতা বজায় রাখার জন্য।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৬
তারেক ফাহিম বলেছেন: কবিকে জন্মদিনের শুভেচ্ছা,
লেখককে অভিনন্দন মনে করিয়ে দেয়ার জন্য।