![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। আমাদের জাতীয় ভাষা বাংলা যে বাংংলায় আমরা কথা বলি।
২। আমার সোনার বাংলা হল আমাদের জাতীয় সঙ্গীত ।
৩। আমাদের জাতীয় ফুলের নাম শাপলা ।
৪। দোয়েল হল আমাদের জাতীয় পাখি।
৫। বাগেরহাট অবস্থিত সুন্দর বন হল আমাদের জাতীয় বন।
৬। সুন্দর বনে যে রয়েল বেঙ্গল টাইগার এর বসবাস সেটি আমাদের জাতীয় পশু ।
৭। বাংলায় বৈশাখ থেকে জৈষ্ঠ আষাঢ় মাস অবধি আমরা কাঠাল নামে যে রসালো ফলটি খাই
সেটিই হল বাংলাদেশের জাতীয় ফল।
৮। আমরা ভাতে মাছে বাঙালি আর আমাদের জাতীয় মাছ হল ইলিশ ।
৯। আমাদের জাতীয় মসজিদ হল পুরানা পল্টন অবস্থিত বায়তুল মোকারম মসজিদ ।
১০। হযরত শাহজালাল রহ আন্তর্জাতিক বিমানবন্দর হল আমাদের জাতীয় বিমানবন্দর।
১১। বাংলাদেশের জাতীয় গাছ হল আম গাছ,যে ফলটি বেশ রসালো এবং পাাকলে হলদে রঙের হয়।
১২। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার হলঃ শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা।
১৩। বাংলাদেশের জাতীয় জাদুঘর শাহবাগ অবস্থিতঃ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা।
১৪। বাংলাদেশের জাতীয় পতাকা হলঃ সবুজের মাঝে লাল বৃত্ত ।
১৫। বাংলাদেশের জাতীয় কবি হলেনঃ কাজী নজরুল ইসলাম।
১৬। ইসলাম হল বাংলাদেশের জাতীয় ধর্ম ।
১৭। বাংলাদেশের জাতীয় পার্ক হল শহীদ জিয়া শিশু পার্ক ।
১৮। বাংলাদেশের জাতীয় খেলা হল কাবাডি।
আরো অ্যাডিটিং কাজ চলছে । ইন্টারনেট জনিত সমস্যার কারনে দুঃখীত । অনুগ্রহপূর্ব অপেক্ষা করুন ।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ নূর মোহাম্মদ নূরু ভাই।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
বিষাদ সময় বলেছেন: ভাল লাগলো পড়ে। তবে যে পতাকাটির ছবি দিয়েছেন এটি মনে হয় মুক্তিযুদ্ধকালীন জাতীয় পতাকা ছিল। বর্তমানে জাতীয় পতাকার মাঝখানে বাংলাদেশের মানিচত্রটি নাই। আর জাতীয় প্রতিকটি দিয়ে দিলে আরো ভালো হতো। ধন্যবাদ।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:১৭
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
জাতির কোন জাতীয় বিশ্ব বিদ্যালয় আছে?
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:০৭
ব্লগ সার্চম্যান বলেছেন: বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১.৩৯ একর জমির ওপর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ! ওয়েবমেট্রিকসের র্যাংকিংয়ে বাংলাদেশে পঞ্চম। অধিভুক্ত কলেজগুলোয় পড়াশোনা করে ২১ লাখেরও বেশি ছাত্রছাত্রী।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: জেনে নিলাম ছবিসহ। ধন্যবাদ আপনাকে।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:০৮
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৮:২২
মলাসইলমুইনা বলেছেন: পাবলিক লাইব্রেরী শাহবাগ থেকে আগারগাঁয়ে কবে সরিয়ে নেওয়া হয়েছে ? সুন্দরবনে এখনো কি এরকম দল বেঁধে হরিণ দেখা যায়? ফটোগুলো দেখে ভালো লাগলো |
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:১৬
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাল লাগলো
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:১৭
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।
৭| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫২
নতুন বিচারক বলেছেন: সুন্দর পোস্ট অনেক কিছু জানা হল।
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:১৭
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার গ্রন্থনা।
জিজ্ঞাস করুন অনেকেই জানেনা।