![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার পর ১৯১৪ সালে গীতাঞ্জলিফরাসি ভাষায় অনুদিত হয় এবং সেই অনুবাদ পড়েই ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অনুরাগী হয়ে পড়েন। । ১৯২৪ সালে পেরু এবং মেক্সিকো ভ্রমণের পথে অসুস্থ হয়ে পড়লে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনায় যাত্রা বিরতি করেন এবং সান ইসিদ্রোতে ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে বিশ্রাম গ্রহণ করেছিলেন। ওকাম্পোর সেই বাড়ীতে প্রায় ২ মাস ছিলেন ঠাকুর এবং ৩০টি কবিতা রচনা করেন সে সময়। ঠাকুর তাকে বিজয়া বলে সম্বোধন করতেন এবং ১৯২৫ সালে পূরবী কাব্যগ্রন্থটি তাকে উৎসর্গ করেন। ওকাম্পোর বাসায় পূরবীর পান্ডুলিপিতে বিচিত্র কাটাকুটিতে উৎসাহ প্রদান এবং সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বয়সে চিত্রকর রবীন্দ্রনাথ হয়ে ওঠার পেছনেও ওকাম্পোর বড় ভূমিকা আছে বলে মনে করা হয়। ১৯৩০ সালে প্যারিসে রবীন্দ্রনাথের প্রথম চিত্র প্রদর্শনীর আয়োজনে উদ্যোগী ভুমিকা পালন করেন ভিক্টোরিয়া। সেই ছিল তাদের দ্বিতীয় এবং শেষ দেখা। ১৯৪১ সালে রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেন। ওকাম্পো মারা যান ১৯৭৯ সালে। কিন্তু আমৃত্যু তাদের দুজনের মধ্যে উষ্ণ, আন্তরিক বন্ধুত্বপূর্ণ সেই সম্পর্কটি ছিল, চলেছে চিঠি চালাচালি।
২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।
২| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪
বিষাদ সময় বলেছেন: সম্পর্কটি বন্ধুত্ব না প্রণয়? কারণ এ ব্যাপারে অনেক বিদ্গ্ধ ব্যাক্তি অনেক কথা বলে গেছেন।
২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
ব্লগ সার্চম্যান বলেছেন: থাকতে পারে তবে আমি সঠিক...............................।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: আমার একটি বই আছে- 'বিকল্পহীন রবীন্দ্রনাথ'।
পড়ুন সব জানতে পারবেন।
রোদেলা প্রকাশনি থেকে বের হয়েছে।
২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
ব্লগ সার্চম্যান বলেছেন: কিনতে হবে ।
৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
মিথী_মারজান বলেছেন: 'ভিক্টারিয়া ওকাম্পো কে রবীন্দ্রনাথ কি নামে সম্বোধন করতেন?
- এই প্রশ্নটা বিভিন্ন কোয়েশ্চন ব্যাংকে বহুবার পড়েছি।
যাইহোক, বিস্তারিত জেনে ভাল লাগল।
২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১২
জুন বলেছেন: আমি জানামতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ভিক্টোরিয়া ওকাম্পোর সম্পর্ক শুধু আতিথ্য গ্রহন আর বন্ধুত্বেই সীমাবদ্ধ ছিল না। রাশিচক্র পড়ে জেনেছি বৃষ রাশির জাতকরা নাকি একাধিক সম্পর্কে --' আর রবীন্দ্রনাথ ও বৃষ রাশির।
২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জুন আপা।
৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
করুণাধারা বলেছেন: শুধুই কি বন্ধুত্ব? শুনেছি আরো কিছু ছিল।
আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী - এই গানটি ভিক্টোরিয়া ওকাম্পোকে নিয়ে লেখা।
২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২০
ঠ্যঠা মফিজ বলেছেন: আগে জানা ছিলনা এখন জানলাম।
২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯
ব্লগ সার্চম্যান বলেছেন: এখন জানতে পেরেছেন এটিাই অনেক পোস্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০
নতুন বিচারক বলেছেন: ভিক্টারিয়া ওকাম্পো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক বেশ গভীর ছিল যা হয়ত লেখক জানেন না।
২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯
ব্লগ সার্চম্যান বলেছেন: হয়ত হতে পারে।
৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮
ব্লগ মাস্টার বলেছেন: বিশাল তথ্যমূলক পোস্ট।
২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকে ধন্যবাদ।
১০| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭
টারজান০০০০৭ বলেছেন: সুনীল গঙ্গোপাধ্যায় তাহার সাক্ষাৎকারে বলিয়াছিলেন, ভিক্টরিয়া ওকাম্পো রবি ঠাকুরের ব্যাক্তিত্বে মুগ্ধ হইয়াছিলেন , কবিত্বে নহে।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ