নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

হেনরি এভরি নামক একজন ইংরেজ জলদস্যুর কিছু কথা

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০


হেনরি এভরি ছিলেন একজন ইংরেজ জলদস্যু তিনি ১৬৯০ দশকের মাঝামাঝি আটলান্টিক এবং ভারত মহাসাগরে বিচরন করতেন। হেনরি তার জীবদ্দশায় বেশ কয়েকটি নাম ব্যবহার করেছে তার মধ্যে হেনরি ব্রিজম্যান এবং তার ক্রু ও অন্যান্যদের কাছে তিনি লং বেন নামে পরিচিত ছিলেন। তাছাড়াও তার নাম কখনো কখনো ভুলভাবে জন এভরি হিসেবেও উচ্চারিত হয়। সমকালীন ব্যক্তিরা তাকে আর্ক পাইরেট ও দ্য কিং অফ পাইরেটস বলতেন। এভরি ছিলেন তার সময়কার সবচেয়ে কুখ্যাত জলদস্যু এবং সেসময়কার সল্প সংখ্যক জলদস্যুদের মধ্যে একজন যারা কোন প্রকার গ্রেফতার বা যুদ্ধে মৃত্যু এড়িয়ে জলদস্যু পেশা থেকে অবসর গ্রহণ করেন। যদিও এভরির জলদস্যুবৃত্তি দুই বছর স্থায়ী ছিল কিন্তু তিনি সেই সময়ের মধ্যে এমন কিছু কাজ করেছেন যার জন্য অনেকেই জলদস্যু পেশায় আসতে উৎসাহিত হয়েছেন এবং তার বিচিত্র জীবন নিয়ে অসংখ্য সাহিত্য সৃষ্টি হয়েছে।

এভরি ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে জন্মগ্রহন করেন কিন্তু তার প্রারম্ভিক জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তিনি ১৬৮৯সাল থেকে ১৬৯০সাল পর্যন্ত রাজকীয় নৌবাহিনীতে অতিবাহিত করেন এবং সম্ভবত নয় বছরের যুদ্ধে,১৬৮৮ সাল থেকে১৬৯৭সাল পযন্ত সময়টি কয়েকটা ভিন্ন ভিন্ন যুদ্ধে অংশ নেন। নেভি থেকে অপসারিত হওয়ার পর তিনি আফ্রিকা উপকূলে দাস বাণিজ্য শুরু করেন। ১৬৯৩ সালে তিনি পুনরায় নৌবাহিনীতে যোগদান করেন,এবং সেসময় তিনি ফার্স্ট ম্যাট হিসেবে চার্লস ২ নামক যুদ্ধজাহাজে নিযুক্ত হন। ১৬৯৩ সালের আগস্টে চার্লস ২ লন্ডন ত্যাগ করার পর করোনার উত্তর স্প্যানিশ হার্বারে নোঙ্গর ফেলে যেখানে অন্যান্য জাহাজ এক্সপিডিসনের জন্য জড়ো হয়েছিল। ৭ই মে ১৬৯৪ সালে চার্লস ২-এর ক্রুরা বিদ্রোহ করে। জাহাজের নাম পরিবর্তন করে ফেঞ্চি রাখা হয়, এবং ক্রুরা এভরিকে তাদের নতুন ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেন। ফেঞ্চি দক্ষিনের পথ ধরে ভারত মহাসাগরের দিকে যাত্রা করে এবং তারা শীঘ্রই পশ্চিম আফ্রিকা উপকূল থেকে পাঁচটি জাহাজ লুট করেন।

১৬৯৫ সালের প্রথম দিকে ফেঞ্চি কমোরুজ দ্বীপপুঞ্জে পৌঁছান এবং সেখানে এভরির ক্রুরা একটি ফরাসি ভেসেরে অভিযান চালান এবং অল্পের জন্য ইস্ট ইন্ডিয়ার সৈন্যদের হাত থেকে তারা রক্ষা পান। পরবর্তীতে এভরি উত্তরে আরবীয় সাগরের দিকে যাত্রা করেন। সেখানে মুঘলদের ২৫টি জাহাজের একটি বহর মক্কার দিকে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছিল। তাছাড়াও সেই বহরে ধন রত্ন বহনকারী জাহাজ গঞ্জই সাওয়াইও অবস্থান করছিল। এভরি নিজে এবং থমাস টিউসহ আরো কয়েকজন জলদস্যুর সহয়তায় মুঘলদের বহরে অভিযান পরিচালনা করেন। থমাস টিউ মুঘলদের হাতে নিহত হন এবং এভরি জলদস্যুদের একটি ছোট দল নিয়ে গঞ্জই সাওয়াইর এসর্ক্ট জাহাজ ফাহাত মুহাম্মদ আটক করেন এবং পরবর্তীতে গঞ্জই সাওয়াই আটক করেন। গঞ্জ-ই সাওয়াই আটকের সময় জলদস্যুদের সাথে মুঘল সৈন্যদের লড়াই হয় কিন্তু অধিকাংশ জলদস্যু নিহত হওয়ার পরও লড়াইয়ে জলদস্যিরা জয় লাভ করে। জাহাজ থেকে এভরি £৬০০,০০০ সমমূল্যের ধন-রত্ন ও গহনা লুট করেন। যতটুকো জানা যায় সেই ধন-রত্নই তাকে পৃথিবীর সবচেয়ে ধনী জলদস্যুতে পরিনত করে।

সূত্র: Click This Link

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: একটি দস্যু পোস্ট। জানা হল দস্যু কাহিনী।

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

ব্লগ সার্চম্যান বলেছেন: ইদানিং সময়ের ফাকে ফাকে কিছু কিছু দস্যু কাহিনী পড়ছি আর তা লেখার চেস্টা করছি। শুভ কামনা থাকল।

২| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: আহারে জীবন কত ছোট !!!!
অথচ কত কিছু আছে জানার।

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

ব্লগ সার্চম্যান বলেছেন: এইটাই মজার বিষয় এই ছোট জীবনে জানার শেষ নেই রাজীব ভাই।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

তারেক ফাহিম বলেছেন: জল দস্যু :|

পড়লাম

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

ব্লগ সার্চম্যান বলেছেন: পড়েছেন জেনে আর আপনাকে দেখে ভালো লাগল। মন খারাপ কেন ?

৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১০

শামচুল হক বলেছেন: এই জলদস্যু সম্পর্কে জানা ছিল না।

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

ব্লগ সার্চম্যান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ শামচুল ভাই।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

আমপাবলিক বলেছেন: লিখতে থাকেন...

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

ব্লগ সার্চম্যান বলেছেন: সবই আপনাদের জন্য।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

শামচুল হক বলেছেন: আগেকার জলদসূ্যরা সম্পদ এবং শক্তিতে অনেক রাজার চেয়েও বেশি ক্ষমতা রাখতো। এভরিও তাই ছিল।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

ব্লগ সার্চম্যান বলেছেন: সেরকমই মনে হচ্ছে ।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৯

নতুন বিচারক বলেছেন: লেখাটির জন্য ধন্যবাদ।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লিখছেন ।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

বিলিয়ার রহমান বলেছেন: কেন যে দস্যু হলাম না!!


আফচুস!!:)

১০| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

ব্লগ মাস্টার বলেছেন: এসব দস্যুদের নিয়ে লেখাগুলো পড়ে খুব হিংসে হয়। কেন তাদের মত হতে পারলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.