![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৫৮১ সাল থেকে ১৬৬৬ সাল পর্যন্ত চট্টগ্রাম সম্পূর্ণভাবে আরাকানের রাজাদের অধীনে শাসন ছিল। তবে সে সময় পর্তুগিজ জলদস্যুদের দৌরাত্ম্য খুবই বৃদ্ধি পায়।যার কারনে বাধ্য হয়ে আরাকান রাজা ১৬০৩ সালে এবং ১৬০৭ সালে শক্ত হাতে পর্তুগিজদের দমন করেন। ১৬০৭ সালেই ফরাসি পরিব্রাজক ডি লাভাল চট্টগ্রাম সফর করেন। তবে সে সময় পর্তুগিজ জলদস্যু গঞ্জালেস সন্দ্বীপ দখল করে রেখেছিলেন। পর্তুগিজ মিশনারি পাদ্রি ম্যানরিক ১৬৩০ সাল থেকে ১৬৩৪ সময়কালে চট্টগ্রামে উপস্থিতকালে চট্টগ্রাম শাসক আলামেনের প্রশংসা করে যান। ১৬৬৬ সালে চট্টগ্রাম মুঘলদের হস্তগত হয়।চট্টগ্রামে আরাকানি শাসন খুবই গুরুত্বপূর্ণ ছিল। চট্টগ্রাম আরাকানিদের কাছ থেকে অনেক কিছুই গ্রহণ করেছে।যেমন জমির পরিমাণে মঘী কানির ব্যবহার যা এখনো চট্টগ্রামে রয়েছে। মঘী সনের ব্যবহারও দীর্ঘদিন প্রচলিত ছিল। সে সময়ে আরাকানে মুসলিম জনবসতি বেড়ে যায়। আরকান রাজসভায় মহাকবি আলাওল, দৌলত কাজী এবং কোরেশী মাগন ঠাকুরের মতো বাংলা কবিদের সাধনা আর পৃষ্ঠপোষকতায় সেখানে বাংলা সাহিত্যের প্রভূত উন্নতি হয়।
আরাকানে রোহিঙ্গা জাতি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পড়ুন ইমন জুবায়ের ভাইয়ের একটা লেখা।
৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।