নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

মোহাম্মদ মুনীর চৌধুরী একজন বাংলাদেশি ভাষাবিজ্ঞানী

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২


আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং শহিদ বুদ্ধিজীবী। তিনি তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানাধীন গোপাইরবাগ গ্রামে। তিনি ছিলেন ইংরেজ আমলের একজন জেলা ম্যাজিস্ট্রেট খান বাহাদুর আবদুল হালিম চৌধুরীর চৌদ্দ সন্তানের মধ্যে দ্বিতীয়।কবীর চৌধুরী তার অগ্রজ,ফেরদৌসী মজুমদার তার অনুজা। ১৯৪৯-এ লিলি চৌধুরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।মুনীর চৌধুরী ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে পাকিস্তান সরকারের হাতে বন্দী হন। বন্দী থাকা অবস্থায় তিনি তার বিখ্যাত নাটক কবর রচনা করেন । পঞ্চাশ এবং ষাটের দশকের যে কোন ধরনের সংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। ১৯৬৬ সালে রেডিও এবং টেলিভিশনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান প্রচারে পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদ করেন।

১৯৬৮সালে পাকিস্তান সরকার বাংলা বর্ণমালাকে রোমান বর্ণমালা দিয়ে সংস্কারের উদ্যোগ নিলে তিনি এর প্রতিবাদ করেন। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময়ে সে আন্দোলনের সমর্থনে সিতারা-ই-ইমতিয়াজ খেতাব বর্জন করেন।মুনীর চৌধুরী ১৯৬৫ সালে কেন্দ্রীয় বাঙলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাংলা টাইপরাইটারের জন্য উন্নতমানের কী-বোর্ড উদ্ভাবন করেন, যার নাম মুনীর অপ্টিমা শীর্ষক পুস্তিকায় তিনি তার পরিকল্পনা ব্যাখ্যা করেন এবং এই নতুন টাইপরাইটার নির্মাণের লক্ষ্যে বেশ কয়েকবার পূর্ব জার্মানিতে যান।
মুনীর চৌধুরী ১৯৫৩ সালে কারাবন্দী অবস্থায় কবর নাটকটি রচনা করেন। ১৯৫৮ সালে প্রকাশিত পূর্ববঙ্গ সরকারের ভাষা-সংস্কার কমিটির রিপোর্টের অবৈজ্ঞানিক ও সাম্প্রদায়িক বিষয়বস্তুর তীব্র সমালোচনা করে মুনীর চৌধুরী পূর্ববঙ্গের ভাষা কমিটির রিপোর্ট আলোচনা প্রসঙ্গে একটি দীর্ঘ ভাষাতাত্ত্বিক প্রবন্ধ লেখেন। ১৯৫৯ সালের ২৭শে এপ্রিল প্রবন্ধটি বাংলা একাডেমিতে পঠিত হয়। কিন্তু মুসলিম ধর্মবিশ্বাসে আঘাতের অভিযোগে সামরিক সরকারের কাছে তাঁকে কৈফিয়ৎ দিতে হয়। এরপর তিনি সাহিত্যে মনোনিবেশ করেন ও বেশ কিছু মৌলিক ও অনুবাদ নাটক লেখেন। অনেকগুলি প্রবন্ধের সংকলনও প্রকাশ করেন। মীর মানস (১৯৬৫) প্রবন্ধ সংকলনের জন্য দাউদ পুরস্কার এবং পাক-ভারত যুদ্ধ সম্পর্কে লেখা সাংবাদিকতাসুলভ রচনা-সংকলন রণাঙ্গন (১৯৬৬)-এর জন্য সিতারা-ই-ইমতিয়াজ উপাধি লাভ করেন। ১৯৬৭-৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বর্ণমালা ও বানান-পদ্ধতির সংস্কার প্রচেষ্টার প্রতিরোধের উদ্দেশ্যে প্রকাশিত একটি রিপোর্টে প্রবন্ধ লেখেন এবং পরবর্তীতে এ বিষয়ক বিতর্কে সক্রিয় অংশ নেন।

সূত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: জানলাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুনির চৌধুরী আম্মাদের গর্ভ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ লিটন ভাই সত্য কথা বলছেন ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০১

মাআইপা বলেছেন: আজ জানলাম মুনির কি-বোর্ডের জনকের কথা
খুব ভাল পোস্ট
ধন্যবাদ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আজ জানলাম যে মুনির চৌধুরী আম্মাদের গর্ভ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফেবু আইডি দিন প্লিজ (চামে চামে ;) )

০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯

ব্লগ সার্চম্যান বলেছেন: দিয়েছি পেয়েছি।
নেন এইবার বন্দুক টাক করেন আমারদিকে আর গুলি ছুড়েন ;)

৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিয়েছিগো রিকো
প্লিজ গিয়ে দেখো।

০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:২৮

ব্লগ সার্চম্যান বলেছেন: পাইছি জে স
ওকে!

৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাু দেখার আগেই ডিলিট দ্যান.............জলদি
:-B

০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭

ব্লগ সার্চম্যান বলেছেন: কাকু দেখে নাই মনে হয় বাঁচলুম। B-)

৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: *কাকু

০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.