নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস

০২ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৮


অত্মসংবৃতি বা অটিজম একটি নিউরোডেভেলপমেণ্টাল ডিজঅর্ডার যা বেশির ভাগ শিশুদের তিন বছর হবার পূর্বেই প্রকাশ পায়। অত্মসংবৃতির শিশুরা সামাজিক আচরণে দূর্বল হয়, পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে কম সক্ষম হয়। মানসিক সীমাবদ্ধতা এবং একই কাজ বারবার করার প্রবণতা থেকেও তাদের শনাক্ত করা যায়।এই রোগের কারণ সর্ম্পকে এখনও কোনও পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। তবে জেনেটিক কারণে এটি হয় বলে প্রমাণ আছে। অনেকে এর কারণ হিসেবে পারিপার্শ্বিক ঝুঁকির যেমন: টিকা নেবার সীমাবদ্ধতা কথা বললেও আসলে কোনও গবেষণায় আজও এর সঠিক প্রমাণ পাওয়া যায় না।এক বা দুই বছর বয়সে শিশুর আচরণে এই রোগের লক্ষণ দেখা দিতে থাকে। অভিভাবকরাই সাধারণত প্রথমে এই রোগের লক্ষণ বুঝতে শুরু করেন। লক্ষণ প্রকাশ পেলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেয়া জরুরি। রোগ নির্ণয়ে মূলত শিশুর সম্পূর্ণ আচরণের ইতিহাস এবং স্নায়ুতাত্ত্বিক গণণার হিসাব বিবেচনা করা হয়। আক্রান্ত শিশুর পরিচর্যা করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ অতন্ত গুরুত্বপূর্ণ। আচরণ বিশ্লেষণের মাধ্যমে আক্রান্তের পরিচর্যা বা এপ্লায়িড বিহেভিয়ার এন্যালিসিসের সাহায্যে আক্রান্তের চিকিৎসা করাই সর্বাধিক গ্রহণযোগ্য এবং কার্যকরী। অত্মসংবৃতির মাত্রা অত্যধিক বেশি হলে রোগীদের স্বাধীন জীবনযাপনের সম্ভাবনা খুব কম থাকে তবে কম মাত্রার রোগীদের বেলায় এ ক্ষেত্রে পূর্ণ বয়সে সফলতা আসার সম্ভাবনা বেশি। তবে এই রোগের ক্ষেত্রে একে জীবনযাপনের একটি বিশেষত্ব মনে করে চিকিৎসা করাই ভাল।আত্মসংবৃতিতে আক্রান্তদের আচার ব্যবহার এবং সংবেদন পদ্ধতি অন্যদের চেয়ে অনেক আলাদা হয় এবং আক্রান্তদের মধ্যেও থাকে অনেক পার্থক্য। শব্দ, আলো, স্পর্শ ইত্যাদি ছদ্মরুপগুলোর প্রতি আত্মসংবৃতদের আচরণ সাধারণদের থেকে বেশ পৃথক এবং অদ্ভুত। শারীরিক দিক দিয়ে আত্মসংবৃতদের সাথে সাধারণদের কোন পার্থক্য করা যায় না। অবশ্য মাঝে মাঝে শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতার সাথে আত্মসংবৃতি একসাথে আসে সেক্ষেত্রও পার্থক্যগুলো হবে আপাত; কারণ দৈহিক পার্থক্য থাকলেও তার উপর আত্মসংবৃতি খুব একটা নির্ভর করে না।

তথ্যসূত্র
আত্মসংবৃতদের মস্তিষ্কের আকৃতি সাধারণের চেয়ে বড় হয়ে থাকে, তবে এর প্রভাব সম্বন্ধে এখনও সঠিক কিছু জানা যায় নি।অত্মসংবৃতির প্রকাশ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হারে ঘটে। আধুনিক গবেষণা মতে প্রতি হাজারে ১-২ জন অত্মসংবৃতিতে এবং এক হাজারে ৬ জন এএসডি রোগে আক্রান্ত হতে পারে। বিশেষ করে ১৯৮০ সালের পর থেকে আক্রান্ত হয়েছে জানা গেছে এমন রোগীর সংখ্যা বেড়ে গেছে। তবে এর পিছনে উন্নত রোগ নির্ণয় পদ্ধতি এবং সচেতনতা বৃদ্ধিই মূল কারণ বলে বিবেচিত হয়।তাই যতটা সম্ভব সকলের সচেতন হতে হবে
তথ্যসূত্র

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৮

সৈয়দ তাজুল বলেছেন: তথ্যবহুল ও সতর্কতা মূলক পুস্ট।

আশাকরি সবার কাজে দেবে।

বিশ্ব অটিজম সচেতনতা দিবসের শুভেচ্ছা।

ভাল থাকুন নিরন্তর

০২ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫২

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ সৈয়দ তাজুল ভাই।শুভ সকাল!
বিশ্ব অটিজম সচেতনতা দিবসে সকলের মাঝে সচেতনতার আলো ছড়িয়ে পরুক।

২| ০২ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৭

সৈয়দ তাজুল বলেছেন: শুভ সকাল বলে তো চায়ের কথা স্বরণ করিয়ে।

ব্যবস্থা করবেন নাকি?

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:০২

ব্লগ সার্চম্যান বলেছেন: একবারে খারাপ কিছু বলেন নাই,সকাল সকাল এক কাপ চা হলে মন্দ কিছু হয় না।
সম্ভব হলে চাঁদগাজী ভাই সহ সকলকে এক কাপ করে খেতে বইলেন। ;)

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:১০

দিবা রুমি বলেছেন: চায়ের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন বিশ্ব অটিজম সচেতনতা দিবসের।

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩২

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ দিবা রুমি। বিশ্ব অটিজম সচেতনতা দিবসে সকলের মাঝে সচেতনতার আলো ছড়িয়ে পরুক। এই প্রত্তাশা থাকল।

৪| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:০১

সৈয়দ তাজুল বলেছেন: সকালের চায়ের সাথে বিস্কুট হলে ভাল হয়। ;)
লন, এক সাথে শুরু করা যাক।
যারা শরিক হতে চান, তারা এখান থেকে একপিস করে নিয়ে নিয়েন :P

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৮

তারেক_মাহমুদ বলেছেন: অটিজম বিষয়ে সকলের সচেতনতা কাম্য।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৭

ব্লগ সার্চম্যান বলেছেন: সচেতন হওয়ার এখনি সময়।

৬| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তথ্যবহুল এবং সতর্কতা মূলক পুস্টের জন্য ধন্যবাদ ভাই আপনাকে।বিশ্ব অটিজম সচেতনতা দিবসের শুভেচ্ছা রইলো।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ হাসু ভাই।

৭| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬

নাইম রাজ বলেছেন: সকলকে সচেতন হতে হবে।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:১২

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল আপনার সচেতনতা দেখে।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৯

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.