নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ঐতিহাসিক স্থাপনা লুভ জাদুঘর

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

১৭৯৩ সালের ১০ই আগস্ট ৫৩৭টি চিত্রকর্মের একটি বিশেষ প্রদর্শনীর মাধ্যমে লুভ জাদুঘরটি উদ্বোধন করা হয়েছিল। সেগুলি মূলত রাজা এবং গির্জাসমূহের সংগ্রহ থেকে নেয়া হয়েছিল। তারপর সম্রাট নেপোলিয়ন শাসনামলে যুদ্ধের সময় ফরাসি সেনাবাহিনী কর্তৃক বাজেয়াপ্ত শিল্পকর্ম দিয়ে জাদুঘরের সংগ্রহ আরও সমৃদ্ধশালী করা হয়। কিন্তু সম্রাটের তার মৃত্যুর পর সেগুলির বেশির ভাগই আবার মূল মালিকের কাছে ফেরত দেয়া হয়। তারপর রাজা ১৮শ লুই এবং ১০ম শার্লের সময় ও ২য় ফরাসি সাম্রাজ্যের পর্বে জাদুঘরটির সংগ্রহে প্রায় ২০ হাজার শিল্পকর্ম যোগ করা হয়। তারপর থেকে ধারাবাহিকভাবে অনুদান এবং অধিকৃতির মাধ্যমে জাদুঘরের সংগ্রহের আয়তন ক্রমাগত বৃদ্ধি পেয়ে এসেছে।বর্তমানে লুভ্র জাদুঘরের সংগ্রহটি ৮টি বিভাগে বিভক্ত করা হয়েছে। সেগুলি হল প্রাচীন মিশরীয় শিল্পবস্তুসমূহ, নিকট প্রাচ্যের শিল্পবস্তুসমূহ, গ্রিক শিল্পকলা, এত্রুস্কান শিল্পকলা, রোমান শিল্পবস্তুসমূহ, ইসলামী শিল্পকলা, ভাস্কর্য, আলঙ্কারিক শিল্পকলা, চিত্রকর্মসমূহ, ছাপশিল্প ও অংকন।

লুভ জাদুঘরটি ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভ প্রাসাদে অবস্থিত। ফ্রান্সের রাজা ২য় ফিলিপ প্রাসাদটিকে আদিতে ১২শ থেকে ১৩শ শতকে একটি দুর্গ হিসেবে নির্মাণ করেছিলেন। জাদুঘরের ভূনিম্নস্থ তলাতে এখনও এই দুর্গের অবশেষ দেখতে পাওয়া যায়। সময়ের সাথে সাথে প্যারিস নগরীর আয়তন বৃদ্ধি পেলে দুর্গটির প্রতিরক্ষামূলক সুবিধাটির দরকার ফুরিয়ে যায়। ১৫৪৬ সালে ফরাসি রাজা ১ম ফ্রঁসোয়া এটিকে ফরাসি রাজাদের মূল বাসভবনে রূপান্তরিত করেন।তার পরে বহুবার ভবনটির সম্প্রসারণ সাধন করা হয় যা ভবনটিকে এর বর্তমান রূপ দান করেছে। ১৬৮২ সালে ফ্রান্সের রাজা ১৬শ লুই তার বাসভবন হিসেবে ভের্সাইয়ের প্রাসাদটিকে নির্বাচন করেন এবং লুভ প্রাসাদ ত্যাগ করেন। এটিকে তখন রাজার রাজকীয় সংগ্রহশালার একটি প্রদর্শনীকেন্দ্র হিসেবে ব্যবহার করা হত। তার মধ্যে প্রাচীন রোমান এবং গ্রিক স্থাপত্যের একটি সংগ্রহ ছিল অন্যতম।১৬৯২ সাল থেকে আরও প্রায় ১০০ বছর পর্যন্ত ফরাসি খোদাই লিপি ও শিল্প সমালোচনা আকাদেমি এবং ফরাসি চিত্রশিল্প ও ভাস্কর্য আকাদেমি এই ভবনটিকে তাদের কার্যালয় হিসেবে ব্যবহার করেন। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের জাতীয় সংসদে সিদ্ধান্ত নেয়া হয় যে ফরাসি জাতির কাছে থাকা সর্বোৎকৃষ্ট শিল্পকর্মগুলি প্রদর্শনে লুভ-কে ব্যবহার করা হবে।

সাইক্ল্যাডিক, একটি বিরাট মাথা, ২৭০০-২৩০০ খ্রিস্টপূর্ব

মিশরীয়, নক্ষত্র, রায়-হরখাতি-আতুমের সম্মানে ধূপ জ্বালাচ্ছে প্রায় ৯০০ খ্রিস্টপূর্ব

প্রাচীন গ্রিক, এথেন্স, বিজয়ী অশ্বারোহী,

ইট্রুরিআর শিল্প প্রাচীন গ্রিক অথবা রোমান বয়াম, ডায়োমেডেস এবং পলিক্সেনা, ৫৪০-৫৩০ খ্রিস্টপূর্ব

রোস মেডেলিয়ন, ২৫০-২০০ খ্রিস্টপূর্ব

ফায়ুম মমি প্রতিকৃতি

হাতির দাঁতের, ফ্রাঙ্কিস,দুই দুতের মাঝে যীশুখৃষ্ট, ৫ম শতাব্দী

ইরাকের ইসলামী শিল্প , পোড়ামাটির পেয়ালা, ৯ম শতাব্দী

ফ্রান্স থেকে রোমান যুগের স্থাপত্যশিল্পের মত বিশেষ স্থাপত্য, সেন্ট মাইকেল এবং শয়তান, ১২ শতাব্দী

একজন মানি চেঞ্জার এবং তার স্ত্রী, কুইন্টিন মাসিস, ১৫১৪

ইতালীয় রেনেসাঁ পেইন্টিং, বাল্টাসার ডি কাস্টিগ্লিওন, রাফেল, ১৫১৫

ইটালিয়ান নবজাগরণ ভাস্কর্য, মুমূর্ষু দাস, মাইকেল এ্যাঞ্জেলো, ১৫১৩-১৬

আন্দ্রে চার্লস বৌল স্ট্যান্ডে দেরাজ আলমারিt, ১৬৯০-১৭১০

আন্দ্রে চার্লস বৌল স্ট্যান্ডে দেরাজ আলমারি

আন্দ্রে চার্লস বৌল

আন্দ্রে চার্লস বৌল, ১৭০০-১৭২০

তথ্যসূত ইন্টারনেট ।
ছবি উইকি কমন্স।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

প্রথমকথা বলেছেন: লেখা খুব ভাল হয়েছে। ছবিগুলো এর আগে দেখিনি। লেখকে ধন্যবাদ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকেও সম্ভবত এই প্রথম দেখলাম আমার পোস্টে। আপনাকেও আন্তরিক ধন্যবাদ।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

প্রথমকথা বলেছেন: হ্যা প্রথম। প্রথমকথার ভবনে স্বাগতম।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

ব্লগ সার্চম্যান বলেছেন: মিছে বলা মহা পাপ। আপনি মিছে বলছেন আপনি আরো অনেক বছর আগে থেকেই কথা বলে আসছেন। :P ওয়েলকাম

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

মিঃ সালাউদদীন বলেছেন: "লুভ্র জাদুঘর" এ একটি ভুল নামকরন, শব্দটি "লুভ্র" নয়, "লুভ" অর্থ্যাৎ "লুভ জাদুঘর", অথবা "লুভ মিউজিয়াম, ফ্রেঁঞ্চ ভাষায় "লো মুজে দ্য লুভ" বলা হয়,(Le musée du Louvre) অর্থ্যাৎ "r" উচ্চারন হবে না, ধন্যবাদ ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ বিষয়টা জানানোর জন্য।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

শুভ্র বিকেল বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। সময় হলে এক সময় ঘুরে আসব। শুভ কামনা প্রিয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ । অবশ্যয় সময় করে ঘুরে আসবেন।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে ,ভাই কি ফ্রন্সে থাকেন ?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

ব্লগ সার্চম্যান বলেছেন: না ভাই ।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট গুলো মনোমুগ্ধকর হয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

ঠ্যঠা মফিজ বলেছেন: বেশ ভালো লাগল ছবিগুলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.