নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

সরকারের আগে কোনটা প্রয়োজন বেতন বৃদ্ধি না বাজার নিয়ন্ত্রণ করা ?

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯


বেতন বৃদ্ধি হলেই যে সব কিছুর সঠিক সমাধান হবে তাও ঠিক না। তবে হ্যা এখানে সরকারের আগে যেটা প্রয়োজন সেটা হল শ্রমিকরা যেহেটু বেতন বৃদ্ধি দাবী তুলেছেন,সেহেটু বেতন বৃদ্ধির পাশাপাশি বাজার নিয়ন্ত্রণেও নজর দেয়া।বেতন বৃদ্ধির কারন শ্রমিককে শান্ত করা
এবং পরিস্থিতি সামলানো আর আসল কাজ যেটা সেটা হল,জরুরী ভিত্তিতে বাজার দর নিয়ন্ত্রণ।আর বাজার দর নিয়ন্ত্রণ না করতে পারলে
মাসে মাসে বেতন বৃদ্ধি করলেও কোন লাভ হবে বলে মনে করা যাবেনা।

আজ সরকার একদিকে বেতন বৃদ্ধির ঘোষনা দিবে আর অন্যদিক দিয়ে দেশের অসাধু ব্যবসাহীরা বাজার দর চারগুণ বাড়িয়ে দিবেন আর তার জন্য সরকারের বেতন বৃদ্ধি করাতেও সমস্যা থেকেই যাবে।আর যদি সরকার শক্ত হাতে শ্রমিকদের বেতন বৃদ্ধির সাথে সাথে বাজার
দর কন্টল করতে পারেন তাতে উভয় পক্ষে সাফলতা আসবে ।

আমার হিসেবে সরকার যদি পোশাক ব্যবসাহী এবং শ্রমিকদের এক সঙ্গে পাশে রাখতে চান তহলে শ্রমিকদের বেতনের সাথে বাজার দরের
নিয়ন্ত্রণের বিষয়টি ভেবে দেখতে পারেন।

আরেকটা বিষয় শুধু শ্রমিক বাজার দর নয় পাশাপাশি ব্যবসাহীদের দিকেও সরকারের করা নজর ও নিরাপত্তা জোরধার করতে হবে ।আর তার জন্য সরকারকে পোশাক কারখানা থেকে চাঁদাবাজদের হটাতে হবে । না হলে কন্দল থেকেই যাবে,কেননা একজন ব্যবসাহী বা চাপ দিয়ে বায়ারদের কাছ থেকে কতয় বা বেশি মুনাফা নিতে পারবেন ? যদি ব্যবসাহীদের ব্যবসায় আয় করা থেকে ব্যয় বেশি করতে হয় তাহলে ব্যবসাহীদের ব্যবসাও টিকিয়ে রাখতে দায় হয়ে যাবে । আর সে ক্ষেত্রে এমনও হতে পারে পোশাক শিল্প ব্যবসাহীরা তাদের সমস্যা হওয়া বা লাভ না করতে পেরে কারখনা বন্ধ করে দিতে পারেন, আর তাতে দেশের অর্থনীতির পাশাপাশি পরিস্থিতিও বেশ খারাপের
দিকে যেতে পারে ।তাই সরকারকে সবদিকে কড়া নজর দিতে হবে।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

নয়া পাঠক বলেছেন: সার্চম্যান! অনেক ভাল একটি বিষয় সার্চ করে নিয়ে এসেছেন? কিন্তু এটা কি আদৌ সম্ভব ? মানে যাদের উপর দায়িত্ব তারা কি এ দিকে নজর দিবেন, না কি উল্টো বেতন বৃদ্ধির পাশাপাশি দ্রব্যমূল্যও অনেকগুণে বৃদ্ধি করে দেবেন, বৃদ্ধি বাবদ প্রদত্ত অতিরিক্ত অর্থ পুনরায় ঘুরে-ফিরে তাদের হাতেই পৌঁছে যায়।

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪

ব্লগ সার্চম্যান বলেছেন: সরকারকে বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আর না পারে তাহলে আগামীতে দেশের অবস্থা ভালোর চেয়ে অনেক খারাপের দিকেই এগিয়ে যাবে আর সরকার পক্ষরা শুধু বিএনপি জামায়েতেরে উপরে দোষারপ দিয়ে নিজেদের দায় মুক্ত হবেন বা নিজেদের
ব্যার্থটা ঢাকবেন।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: দ্রব্যমূল্যের দাম কমালে সেটার মর্মার্থ পাবলিক বুঝবেনা, কিন্তু সেলারি বাড়ালে পাবলিক সেই সরকারকে অগ্রিম ভোট দিয়ে রাখবে!

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০

ব্লগ সার্চম্যান বলেছেন: এটা পুরো পুরি ভুল ধারনা ভাই। পাবলিক এখন সবদিক দিয়েই বিবেচনা করে । পাবিল আয়ের উৎস আগে খুঁজে ভাই ।
খালি শহরে আইলাম আর খাইলাম সেটাতে পাবলিককে এখন বুঝ দেয়া সম্ভব না।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

ঢাবিয়ান বলেছেন: সব গলদ গোড়ায়। উন্নত সব দেশে কারখানায় যারা কাজ করে তাদের ঘন্টা প্রতি রেট সরকার থেকে নির্ধারিত। ওভার টাইম আছে, ওয়ার্কার হোস্টেল আছে যেখানে বিনামূল্যে শ্রমিকদের থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়। হোস্টেল থেকে কারখানায় শ্রমিকদের নিয়ে যাবার জন্য আছে নিজস্ব বাস । সেই সাথে আছে ইন্সুরেন্স সুবিধা। এই দেশ থেকে যে মানুষ জমি জমা বিক্রি করে প্রবাসে পারি জমায় এই কারনেই জমায়।

যে দেশে সরকার জনগনবান্ধব নয় সে দেশে বিশাল সংখ্যাগরিষ্ঠের পেটে ভাত থাকে না এবং মুষ্টিমেয় বড়লোকদের হাতে থাকে গননার বাইরে সম্পদ।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ঢাবিয়ান ভাই, উপযুক্ত কথাই বলছেন ।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

হাবিব বলেছেন: আগে বাজার নিয়ন্ত্রণ করতে হবে.....
বাজার নিয়ন্ত্রণ করতে গেলে অনেক কিছু করতে হবে যা সময় সাপেক্ষ.......

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ হাবিব ভ্রাতা । তবে অবশ্যয় বাজার নিয়ন্ত্রণ আনতে হবে ।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যৌক্তিক পরামর্শ, তবে সময়ের ব্যাপার।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই। অনেকদিন পরে আপনার দেখা পেলাম মনে হচ্ছে । ভালো আছেন ভাই ?

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: কবিগুরু অনেক ভেবে চিন্তে একটা যথার্থ কথা বলেছেন যে,"যাহা চাই তাহা পাই না,যাহা চাই না তাহা ভুল করে পাই"।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

ব্লগ সার্চম্যান বলেছেন: সেটাই এখন দেশ নিয়ে একটু ভাবুন আর দেশ নিয়ে লেখুন, নাকি দেশ নিয়ে লিখলে চাকুরি চলে যাওয়ার ভয় আছে ? ;)

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

ফেনা বলেছেন: দারুন একটা বিষয় সামনে আনলেন। আপনার পোষ্টে ভাল লাগা।

আপনার এই লেখাটা জানাও ডট কম এ বিবার অনুমতি চাইছি। জানাবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই । প্রকাশ করার অনুমতি দেয়া হল । তবে লিঙ্ক দিয়ে জানিয়েন ভাই।সাইটে যেয়ে দেখে আসবো । আপনার সাইটে
একটা ইতিহাস বিভাগ খুলেন ।আর আপনার মেইল অ্যাড্রেসটা দিয়েন।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:

দুটো ই জরুরী ।

এরা একে অন্যের পরিপূরক ।

এছাড়া ব্যবসায়ীদের সিণ্ডিকেট বন্ধ করতে হবে ।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১

ব্লগ সার্চম্যান বলেছেন: সময়উপযোগী কমেন্টের জন্য অনেক ধন্যবাদ অপু ভাই।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

রাকু হাসান বলেছেন:

আরেকটু বিশ্লেষণে যেতেই পারতেন । বাজার নিয়ন্ত্রণটা বেশি জরুরি মনে করি ।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: চাইছিলাম রাকু ভাই তবে সময় আর ইদানিং বেশি চিন্তা ভাবনাও করতে পারছিনা মাথায় সমস্য হচ্ছে । তবে ছোট লেখার ভিতরেও যতটুকো পারা যায় চেষ্টার কোনও ত্রুটি রাখি নাই। শুভ রাত্রী।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১২

জনতার আদালত বলেছেন: খুব ভাল একটা বিষয় সামনে আনছেন ।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫০

ব্লগ সার্চম্যান বলেছেন: সব বিষয় নিয়ে আলোচনা করা উচিৎ তাতে জ্ঞানের প্রসার হয় ভাই।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩২

চোরাবালি- বলেছেন: #এদেশে ৯০০টাকা বেতনেও শ্রমিকেরা চলতে পেরেছে এখন দশ হাজারেও চলতে পারে না। বেতন ১০হাজার না করে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন সব ঠিক হয়ে যাবে।

# একজন উন্নত বিশ্বের উদাহরণ দিলেন- আমি আমার গার্মেন্টস কামলা জীবনে অনেক দেশি বিদেশীর সাথে কাজ করার সুযোগ পেয়েছি। সে বিবেচনায় বাঙালী বা বাঙালী মালিকগুলি অনেক ভালো। উন্নত বলতে যাদের বলা হয় তার মধ্যে আমেরিকা অন্যতম। আর সেই আমেরিকান ক্রেতারা বিভিন্ন অজুহাতে টাকা কেটে রাখে সরবরাহকারীর কাছ থেকে সেখানে বাংলাদেশী পণ্যের নেই কোন করমুক্তি সুবিধাও। কারখানার গাড়ির কথা বললেন- এদেশেও অনেক কারখানা শ্রমিকদের গাড়িতে নিয়ে আসে, স্টাফদের গাড়ীতে নিয়ে আসে, আবার কিছু কারখানার নিজস্ব আবাসিকও আছে, টিভিতে যখন দেখাবে তখন কিন্তু যাদের গাড়ী আছে, আবাসিক আছে তাদেরগুলিই দেখাবে। উদাহরণ না দিয়ে বাস্তবতা দেখে তারপর কথা বলেন।

সব থেকে স্টুপিড আমাদের দেশের মিডিয়া, কারখানার গেটের সামনে খাড়াইয়া থাকে দক্ষিনার আশায়, না দিলেই শুরু হয় লেখা লেখি। - দেশের কথা চিন্তা না করে নিজের চিন্তা করে নেতিবাচক দিকগুলি তুলে ধরে।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২

ব্লগ সার্চম্যান বলেছেন: চমতকার বিশ্লেষন করলেন ভাই।মন্তব্য ভালো লাগল। অনেকেই এই সহজ বিষয়গুলো মানতে চায়না।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আগে বাজার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা জরুরী।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৩

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.