![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• মানুষ যা ভাবে, বিস্বাস করে- তাই ই হয়। • যদি তুমি দারিদ্রে বিস্বাসী হও, তাহলে তুমি গরীব হবে। • যদি তুমি সম্পদে বিস্বাসী হও, তাহলে তুমি ধনী হবে। • যদি তুমি ভালোবাসায় বিস্বাসী হও, তাহলে তুমি প্রেমিক হবে। • যদি তুমি স্বাস্থ্যে বিস্বাসী হও, তাহলে তুমি স্বাস্থ্যবান হবে।
কিছুদিন আগে স্টার জলসাতে বিজ্ঞাপন দিত- এখন থেকে পাল্টে যাবে আপনার দুপুরগুলো। দেখুন দুপুরের জলসা।যখন থেকে দুপুরের জলসা শুরু হল আমার সংসারে ও দুপুরের দৃশ্যগুলো পরিবর্তন হতে শুরু করল। এখন অফিস থেকে দুপুরে বাসায় আসলে দেখি আমার বধু, ওগো বধু সুন্দরী নিয়ে ব্যস্ত। একটি নাটক শেষ হতে না হতেই আরেকটি শুরু। আমার কথা আমার বধুর মনেই নেই যে আমি লাঞ্চ করার জন্য বাসায় এসেছি।আমার আগের দুপুরগুলো ছিল অন্যরকম। বাসায় আসা মাত্র টেবিলে খাবার দিয়ে আমার পাশেই বসে থাকত। কখন কি লাগবে, লাঞ্চ ভাল হয়েছে কিনা, আর ও কত কি জিজ্ঞেস করত! কিন্তু পাল্টে গেছে আমার দুপুরের বাসা। এখন আমাকে দেখা মাত্র তড়িঘড়ি করে খাবার টা দিয়েই আবার মনোযোগ স্টার জলসার সিরিয়াল দেখার জন্য। আমি কিছু বললেই বলে, তুমি যখন কম্পিউটার নিয়ে পড়ে থাক তখন আমি কি তোমাকে ডিস্টার্ব করি? না আমার ম্যাডামকে কিছুই বলা যাবে না।এতদিন তো রাতে জ্বালাতন করত এখন দিনে ও আমার আর কম্পিউটার ওপেন করার জো নেই।একটার পর একটা সিরিয়াল হতেই থাকে। আর আমার ম্যাডামের ও সিরিয়াল গুলো না দেখে উপায় নেই।রাতে বিদ্যুৎ নেই তো, খুব ভোরে উঠে যাবে পুনঃপ্রচার দেখার জন্য। আমার আলাদা টিভি নেই। টিভি কার্ড দিয়েই টিভি দেখতে হয়। স্টার জলসার সিরিয়াল গুলো আমাদের ম্যাডামদের এতই প্রিয় হয়ে উঠেছে যে, ওনারা ওনাদের খাবার খাওয়ার সময় ও পর্যন্ত টিভি সেটের সামনে বসে থাকে। এজন্য স্টার জলসা পরিবার কে আমার আন্তরিক ধন্যবাদ আমার দুপুরের,রাতের, সকালের বাসার দৃশ্যপট পাল্টে দেওয়ার জন্য।
জয় হোক স্টার জলসার, ডুবে যাক আমার সংসার।
২| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৪
রোদেলা বলেছেন: আপনার লেখা পড়ে আবার আসলাম।বোঝা যাচ্ছে আপনার অবস্হা খারাপ।মনে হয়্ উনাকে আপনি পর্যাপ্ত সময় দেন নাই ,তাইতো চার কোনা রঙীন বাক্সে সুখ খুঁজে বেড়াচ্ছে।
০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৬
আইয়ুব(ঢাকা) বলেছেন: না ভাই আমি পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করি। কিন্তু অফিস ও তো ম্যানেজ করতে হয়!
৩| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৫
আমি শুভ্র বলেছেন: আপনার উচিত আপনার স্ত্রীকে আরেকটু সময় দেয়া,যাতে করে ঐ বাজে নেশাটা ছাড়ে। এই নেশা খুবই খারাপ জিনিস। হিরোয়িন ,গাজা,মদ ,ইয়াবা সবকিছু থেকেও খারাপ এই হিন্দী সিরিয়াল ।
০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:২২
আইয়ুব(ঢাকা) বলেছেন: ভাই মেয়ে মানুষ বড়ই অবুঝ। ওদের সারাদিন সময় দিলে ও দেখবেন বলবেঃ তুমি আমাকে আর আগের মত ভালোবাস না , আগের মত সময় দাও না। তুমি দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছ।
৪| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১২
মিলটন বলেছেন: আপনার শুকরিয়া করা উচিত যে উনি ষ্টার প্লাস দেখছেন না। ষ্টার জলসা দেখছেন। এখনও পর্যন্ত ষ্টার জলসার নাটক গুলো মানসম্মত যতদুর খবর পেয়েছি। আর ষ্টার প্লাস তো পরকীয়ায় ভর্তি। তবে হ্যা ষ্টার জলসায় কিছু ভাল নাটক আছে যেগুলো অন্যান্য চ্যানেল থেকে দর্শক টেনে নিয়েছে। যেমন: মা।
০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:২২
আইয়ুব(ঢাকা) বলেছেন: ঠিকই বলেছেন। স্টার প্লাস দেখলে মনে হয় আমাকে ভবঘুরে হতে হতো। তবু ও ভালো আমার বধু ওগো বধু সুন্দরী দেখেই খুশি।
৫| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
৬| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২০
অর্ফিয়াস বলেছেন: ভাই এ ই যন্ত্রনা আমারো। সারাদিন কাজ শেষে রাতে বাসায় ফিরি। কিন্তু রাতের খাবার কখোনো একসাথে খেতে পারিনা। আমার স্ত্রী ভাত নিয়ে টিভি রুমে চলে যায়। সিরিয়ালের এডের ফাকে একবার এসে খোজ নেয় আমার।
তবে একটা কথা ষ্টার জলসার সিরিয়ালগুলো কিন্তু হিন্দি সিরিয়ালগুলো থেকে পুরো আলাদা। এখানকার সিরিয়ালগুলোর মুল্যবোধ (পারিবারিক/ব্যক্তিগত) অনেক ভালো হিন্দি চ্যানেলের প্রগ্রামগুলোর চেয়ে।
০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:১৬
আইয়ুব(ঢাকা) বলেছেন: ধন্যবাদ আপনি আমার কষ্টটা বুঝতে পেরেছেন।
৭| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২১
অর্ফিয়াস বলেছেন: ষ্টার জলশার "ওগো বধু সুন্দরী" দেখে ঈর্ষায় নীল হয়েছি-ইশ এমন একটি ফ্যামিলি যদি আমার থাকতো!
৮| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:১০
স্বার্থত্তা বলেছেন:
৯| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ৮:০২
নিয়নের আলো বলেছেন: হা হা হা - - -
এইখানে দেখি সবার ই খুব খারাপ অবস্থা।
মজা পাইলাম।
১০| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ৮:০৩
নিয়নের আলো বলেছেন: হা হা হা - - -
এইখানে দেখি সবার ই খুব খারাপ অবস্থা।
মজা পাইলাম।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫১
শরিফ নজমুল বলেছেন: "জয় হোক স্টার জলসার, ডুবে যাক আমার সংসার। "
মনের কথা বলেছেন।