নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে নাই

চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাচায় জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার বুকেরই নিশ্বাস, তোমায় নিয়ে যায় কি ধরা বাজির কোন তাস!!!

মনে নাই › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলার কিছু কথা আমার!!

১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৩৪

সে অনেকদিন আগের কথা, তখন আমি বেশ ছোট, দিনগুলা তখন ছিল স্বপ্নের মতো (এখন বুঝি), স্কুলে যেতাম, ১টু পড়াশুনা করতাম, আর সারাদিন লাফালফি করে বেড়াতাম। খেলাধুলায় আবার কেমন করে যেন ১টু এক্সপার্ট ছিলাম, গোল্লাছুট, দাড়িয়াবান্ধা, ফুটবল, মাঝেমধ্যে কাবাডি-এইসব খেলা নিয়ে সারাদিন মাতামাতি। আমরা আবার মাঠে ঢুকতে পারতাম না বড়দের জন্য, আমাদের জন্য বরাদ্ধ ছিল উঠোন, আর অনাবাদি জমি। কারোর জমি যদি দয়া করে বেশ কিছুদিন অনাবাদি রেখে দিত, তাহলে ওখানে কিছু ঘাস জন্মাতো, আর তাতে আমাদের আনন্দ দেখে কে!!! বড়ই, পেয়ারা-এগুলা আবার আমাদেরকে কেউ এমনি এমনি দিত না, আমাকে গাছে উঠেই ওগুলা খাওয়া লাগতো।

আমার নানার বাড়িতে ১টা বড় পেয়ারা গাছ ছিল, পেয়ারাগুলো ছিল অসাধারন টেস্টি, এখনো চোখের সামনে ভাসে। মজার পেয়ারাগুলা আবার সবাই খাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, তাই সুযোগ পেলেই গাছে উঠে ওগুলা নিয়ে আসে। ঐ গাছে ১টা উচু ডাল ছিল যেটাতে আবার কেউ উঠতে সাহস করে না, এমনকি লাঠি দিয়েও সুবিধা করা যায় না। আমি ১দিন চুপিচুপি ঐ ডালে উঠলাম, কিন্তু পেয়ারাগুলা কিছুতেই নাগাল পাচ্ছিলাম না, তাই আরও একটু এগিয়ে গেলাম, আরও একটু, তারপর আর মনে নেই। যখন মনে পড়লো তখন দেখি আমি মাটির খুব কাছাকাছি পেয়ারার সেই ডালটি ধরে ঝুলছি আর গাছের নিচে অনেক মানুষ জড়ো হয়েছে। তারপর আস্তে করে ডালটি ছেড়ে দিয়ে মাটিতে দাড়িয়ে যাই। তখন তেমন ১টা কিছু মনে হয়নি কিন্তু এখন মনে হলে অন্যরকম অনুভূতি হয়, গায়ে কাটা দিয়ে উঠে, মনে হয় আল্লাহ সেদিন আমাকে দয়া করে বাচিয়ে দিয়েছে।

মনে আছে আর কোনদিন সেই ডালটাতে উঠার চেষ্টা করিনি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:০৩

ঝটিকা বলেছেন: ছোট বেলার স্মৃতি খুবই সুখনীয়,মন খারাপ থাকলে ামি শৈশব স্মৃতি গুলোতে ডুব দিই,মন ভাল হয়ে যায়।

১৩ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:১৬

মনে নাই বলেছেন: খুব মিস করি ছোটবেলাকে, ইস যদি আবার ফিরে যেতে পারতাম-তাহলে কখনো বড় হতে চাইতাম না, চারিদিকে এত এত খারাপও দেখা লাগতো না।

২| ১৩ ই জানুয়ারি, ২০১১ ভোর ৬:৪০

শোশমিতা বলেছেন: ছোট বেলার অনেক মজার থকে :।
ছোট বেলা কান্ড গুলোও অনেক মজার হয় ,এখন মনে হলে অনেক হাসি পায় :)
ছোট বেলার স্মৃতিগুলো বার বার মনে পরে ।

১৩ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

মনে নাই বলেছেন: সত্যি কথা বলেছেন, ছোটবেলার অনেক কাহিনী মনে পরলে এখন হাসি পায় :D

৩| ২১ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:০১

দূর আকাশের নীল তারা বলেছেন: কোনদিন তো একটা পেয়ারা খাইলি না;

২২ শে জানুয়ারি, ২০১১ রাত ২:২৫

মনে নাই বলেছেন: আপনে অনেক বেয়ারা,
আপনারে খাওয়াবোনা পেয়ারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.