নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজের স্বপ্নবাজি ...\n\nচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে অনার্স। জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি। অনেক অনেক স্বপ্ন দেখি।আমি একজন মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান। মনেপ্রানে যুদ্ধাপরাধীদের বিচার চাই। স্বাধীনতা বিরোধীদের ঘৃণা করি। দ

ভাল তোমায় বাসবো বলে বাড়িয়েছিলাম হাত, তোমায় ভেবে সকাল দুপুর সন্ধ্যা বিকেল রাত।

বাবর মোহাম্মদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে অনার্স। জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি। অনেক অনেক স্বপ্ন দেখি। আমি একজন মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান। মনেপ্রানে যুদ্ধাপরাধীদের বিচার চাই। স্বাধীনতা বিরোধীদের ঘৃণা করি। দেশকে ভালবাসি এবং দেশের জন্যে কিছু করতে চাই। আমি সাধারণ, আমি সাধারণের। অসাধারণ হলে অতি সাধারণের। বিত্তশালী হলে দরিদ্রের। জীবনে অনেক কিছু হারানোর পরেও বিশ্বাস করি 'অসম্ভব কিছুই নয়'

বাবর মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

শোকগাঁথা

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

সকিনার এখনো মনে হচ্ছে সে একটা দুঃস্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছে, এখনি স্বপ্নটা ভেঙে যাবে। তার স্বামীর লাশ সে খুঁজে পেয়েছে। সময় গড়ায়, স্বপ্ন ভাঙেনা...



কামাল তার ছোটবোনের ফোন বন্ধ পাচ্ছে সকাল থেকে। কেউ জীবিত উদ্ধার উদ্ধার পেয়েছে শুনলেই সে সেদিকে দৌড়াচ্ছে। সে লাশ খুঁজতে যায়নি। তার বোন মরতে পারেনা, কক্ষনো না।



ছোট্ট ফুলবানু একটা মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষন আগে মাইকে সে শুনেছে আলো লাগবে। তার কাছে ৫ টাকা ছিল, মা সকালে কাজে যাওয়ার আগে দিয়ে গিয়েছিল। বাবা তাকে একটা দোকানের দাঁড় করিয়ে রেখে গেছেন। বাবাকে পেলে সে মোমবাতিটা দিয়ে দিত, যদি মা কে খুঁজে পাওয়া যায়....

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

রাজনীতির ভাষা বলেছেন: সকিনা, কামাল, ফুলবানু চিন্তা কোরো না। সরকার তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.