![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেতনায় চিল হয়ে উড়ে
বাবুল আবদুল গফুর
কত হাতেই তো ছুঁয়েছে, কত মল
অংকুরিত করেছে মাটির ভাড়ে
কত রৌদ্রতপ্ত দিন পরিচ্ছন্ন উজ্জ্বল
কত নারী এ হৃদয়ে নিভৃতে বাড়ে!
তবু সেই সম্পাদিত প্রথম অনুচ্ছেদ
আমার মস্তিষ্কের সমস্ত আয়তন জুড়ে
এক নারকীয় নগরির করেছে উচ্ছেদ
সেটুকুই কেবল চেতনায় চিল হয়ে উড়ে!
©somewhere in net ltd.