![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৌঁড়াক
বাবুল আবদুল গফুর
যতদিন ছিলে, এক সম্ভ্রান্তের উদরে
দেখেছিলে কাদা জল মেখে গায়ে
কোথায় নিয়ে যাচ্ছে টেনে সে পায়ে?
জটলা পাকিয়েছে হাসি কার অধরে!
তোমার যা কিছু সঞ্চয়, তা যদি হয়
একান্ত তোমার ভোগ বিলাসের খোরাক
কতটুকু সাশ্রয়ে থাকে কতটুকু হৃদয়
ঝোঁপঝাড় ফেলে যদি না চাও দৌঁড়াক!
©somewhere in net ltd.