![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডুব সাঁতার
বাবুল আবদুল গফুর
বাসবে যদি নানান ছুঁতোয় ভালো
বুক ফুলিয়ে দাও না কেন ধরা
বৃষ্টি চাতক মুখোমুখি প্রেমে
বাঁচাও কেন অনর্থক এই খরা?
আসবে যখন আমার কুঁড়েঘরে
নানা পথে কেন ঘুরাঘুরি
হালকা আলোয়, পহর চান্দার রাতে
ঝিঁঝিঁ পোকায় কেন উড়াউড়ি!
যা কিছু ওই বুকের চতুষ্কোণে
আমার জন্য রাখলে যখন তুলে
দিতে ওসব কেন টালবাহানা
দাও না কেন চুল পরিমাণ ভুলে?
হয় না কেন ছোয়াছুঁয়ির রাতে
তোমার সাথে আমার মাখামাখি
রাত বেড়ে যায়, সকাল আসে আবার
ডুব সাঁতারের আর কতটুক বাকি?
©somewhere in net ltd.