![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ
বাবুল আবদুল গফুর
সহজে সবকিছু আমার, এমন সস্তায়
মিলে না সহজে একটি খুচরো দ্বন্দ্ব
বা নর্দমায় বেঁচে থাকা রসালো গন্ধ
এতটুকু নিনাদ উঠে না কোন দস্তায়।
এতো সহজে হয়নি কোন অবান্তর রেষ
গৃহস্থে ভিড়েনা হেমন্তে চুবানো বৈশাখ
মৃত মানুষের দেহ ছিঁড়ে ছিঁড়ে কোন কাক
কোনদিন সহজে দেয়নি সামান্য বিদ্বেষ!
অথচ এই দুষ্প্রাপ্য একদল সাণ্ডা ঢেউ
যে বিক্রম সস্তায় দিয়েছে আমাকে আজ
তার মুখ নিঃসৃত অমিত অরূপ ফল্গু সাজ
এতো সহজে আর কোনদিন পায়নি কেউ!
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৭
সিনবাদ জাহাজি বলেছেন: অনেক অনেক ভালো লাগা।
